বিক্রম ব্যানার্জী, কলকাতা: তিনি ভারতের তরুণ প্রতিভা। দলের কঠিন সময়ে বিশেষত অস্ট্রেলিয়া সিরিজে তাঁকে উদ্ধারকারীর ভূমিকায় দেখেছে দর্শকরা। গত ডিসেম্বরে মেলবোর্ন টেস্টের একেবারে অন্তিম লগ্নে পৌঁছে ভারতের ভরসার কাঁধ হয়ে উঠেছিলেন তিনি। তাঁর বিতর্কিত আউটের সিদ্ধান্ত না এলে হয়তো মেলবোর্নে দুর্দিন দেখতে হতো না ভারতকে। তবে সেসব এখন অতীত, চলতি সিডনি টেস্টেও নিজের জায়গা শক্ত হাতে ধরে রেখেছেন যশস্বী জয়সওয়াল। সদ্য ভারতের হয়ে এক ওভারেই কামাল করেছেন ভারতীয় তারকা। ছুঁয়ে ফেলেছেন দূরের মাইলফলক।
জয়সওয়ালের অসামান্য কীর্তি!
বিরতিতে যাওয়ার আগেই অস্ট্রেলিয়াকে 181 রানে গুড়িয়ে দেয় ভারত। ফলত বিরাটদের 4 রানের বোঝা কাঁধে নিয়েই আক্রমণ শানাতে মাঠে নামে কামিন্সের দল। এদিকে দ্বিতীয় সেশনেও অজিদের গলা চেপে ধরতে 22 গজ দখল করে জয়সওয়াল ও কেএল রাহুল জুটি। এই সময়ে অস্ট্রেলিয়ার হয়ে উদ্বোধনী ওভার করতে এসেছিলেন মিচেল স্টার্ক। উইকেটের অপরপ্রান্তে ব্যাট হাতে অস্ট্রেলিয়াকে কড়া জবাব দিতে মুখিয়ে ছিলেন যশস্বীও।
অজি পেসারের প্রথম ডট বলটি বুঝে নিয়ে আঘাত হানতে ঝাঁপিয়ে পড়েন ভারতের তরুণ প্রতিভা জয়সওয়াল। ওভারের শুরুটা ডট বল দিয়ে হলেও স্টার্কের 2 নম্বর বলকে বাউন্ডারির রাস্তা দেখান ভারতীয় তারকা। অজি বোলারের তৃতীয় বলের সাথেও একই ব্যবহার করেন তিনি। এভাবে একের পর এক চার হাঁকিয়ে দ্বিতীয় সেশনের প্রথম ওভারেই 4টি চার মারেন জয়সওয়াল। আর এই কীর্তিই তাঁকে এক ওভারে 16 রান তোলার পাশাপাশি ইতিহাস গড়তে সাহায্য করেছে।
ভারতীয় হিসেবে যশস্বীই প্রথম
সিডনির মাঠে যে বিরল ঘটনার নজির গড়েছেন ভারতের যশস্বী, তা টেস্ট ইতিহাসে চতুর্থ। মাত্র 1 ওভারে 16 রানের রেকর্ড গড়েই থেমে থাকেননি তিনি। সেই সাথে, প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্ট ইতিহাসে মাত্র 1 ওভার খেলে 16 রান হাঁকিয়েছেন জয়সওয়াল। সূত্র বলছে, ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এই ঘটনা এটাই প্রথম। এর আগে কোনও ভারতীয় ক্রিকেটার নন বরং অস্ট্রেলিয়ার মাইকেল স্লেটার, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল এবং লঙ্কান ক্রিকেটার ওশাদা ফার্নান্দো প্রথম বা 1 ওভারে 16 রানের রেকর্ড গড়েছিলেন। তাঁদের পর এবার 6 বলের ওভারে সর্বোচ্চ রান শিকারির তালিকায় নাম উঠল যশস্বীর।
টেস্ট ইতিহাসে 1 ওভারে 16 রানের রেকর্ডে এখন 4 তারকা
সিডনি টেস্ট 2025- 16 রান, যশস্বী জয়সওয়াল। (ভারত বনাম অস্ট্রেলিয়া)
বার্মিংহাম টেস্ট 2001- 16 রান, মাইকেল স্লেটার। (অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড)
অ্যান্টিগা টেস্ট 2012- 16 রান, ক্রিস গেইল।(ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ড)
মিরপুর টেস্ট 2022- 16 রান, ওশাদা ফার্নান্দো। (শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ)
টেস্ট ইনিংসের প্রথম ওভারে সর্বোচ্চ রানকারী ভারতীয় ব্যাটসম্যান
16 রান করে তালিকার প্রথমেই নাম রয়েছে যশস্বী জয়সওয়ালের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুর টেস্টে ইনিংসের প্রথম ওভারে 13 রান করে 6 বলে সর্বোচ্চ রান শিকারি ভারতীয় ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয়তে নাম রয়েছে রোহিত শর্মার।
রোহিত শর্মার পাশাপাশি টেস্ট ইনিংসের প্রথম ওভারে বিরল রেকর্ড গড়েছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ। 2005 সালে পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণ শানাতে গিয়ে টেস্ট ইনিংসের প্রথম ওভারে 13 রান করেছিলেন বীরু।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |