Indiahood-nabobarsho

দিঘায় তৈরি হল নতুন রাস্তা, এবার খুব সময়ে মেরিন ড্রাইভ ধরে যান তালসারি, দেখুন রুট

Published on:

digha marine drive

শ্বেতা মিত্র, পূর্ব মেদিনীপুরঃ দিঘা (Digha)…নামটা নিলেই চোখের সামনে ভেসে ওঠে কিমির পর কিমি জুড়ে বিস্তৃত থাকা জলরাশি। সমুদ্রপ্রেমী বাঙালি দিঘা বলতে অজ্ঞান। এদিকে যত সময় এগোচ্ছে দিঘা যেন আরও নতুন করে দিন দিন সেজে উঠছে। তবে আগামী দিনে দিঘা গেলে পর্যটকরা নতুন জিনিস দেখতে পাবেন। দিঘা যাওয়া আগামি দিনে আরও সহজ হতে চলেছে বলে খবর। হ্যাঁ ঠিকই শুনেছেন। তৈরি হয়েছে এক দারুণ ঝাঁ চকচকে রাস্তা, যা দেখলে চোখ কপালে উঠবেন আপনারও। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলের ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

যাবেন নাকি নতুন দিঘা?

সামাজিক মাধ্যমে একটি ভিডিও বিদ্যুতের গতিতে ভাইরাল হয়েছে, এই ভিডিও দেখলে মন ভালো হয়ে যাবে আপনারও। দিঘার মেরিন ড্রাইভের রাস্তা যে আগের থেকে আরও সুন্দর হয়ে উঠবে সেটা কেই বা ভাবতে পেরেছিল। যাইহোক, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, সমুদ্র তীরবর্তী রাস্তা সংস্করণের কাজ চলছে। সেইসঙ্গে সমুদ্র ও হাওয়ার গর্জন তো রয়েইছেই। ভিডিওটির ক্যাপশন অনুযায়ী, তালসারি থেকে উদয়পুর মেরিন ড্রাইভের রাস্তা পুরোপুরি শেষ। যে কারণে আগামী দিনে দিঘা যাওয়া আরও মাখনের মতো হতে চলেছে। যদিও ভিডিওর সত্যটা যাচাই করেনি indiahood.in ।

এবার খুব কম সময়ে দিঘা থেকে তালসারি

দিঘা এবং তালসারি এই দুই জায়গাই ভ্রমণপ্রেমীদের কাছে এক আলাদাই ভালোলাগার জায়গা। বিশেষ করে কেউ যদি তালসারি যান ধরতেই পারবেন না এটা বাংলা নাকি বিদেশের কোনও জায়গায় এসে গিয়েছেন। যাইহোক, তালসারি থেকে উদয়পুর মেরিন ড্রাইভের রাস্তা পুরোপুরি শেষ হওয়ায় সকলের যাত্রা আরও ভালো হতে চলেছে। বিশেষ করে দিঘা থেকে তালসারি, উদয়পুর যাওয়া আরও সহজ হয়ে যাবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আপনার কাছে যদি চার চাকার বা দু’চাকার গাড়ি থেকে থাকে তাহলে অনায়াসেই আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যেতে সক্ষম হবেন বৈকি। কেউ কেউ বলছেন, ‘যখন কাজ চলছিল তখন গিয়েছিলাম। অনেকটা ঘুরে যেতে হয়েছিল, এখন সুবিধা হল।’

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group