বৈশাখী মণ্ডল, কলকাতাঃ স্বপ্ন (Dream)! কথাটা সত্যি সুন্দর। কেউ জেগে স্বপ্ন দেখে তো কেউ ঘুমিয়ে স্বপ্ন দেখে। জেগে স্বপ্ন দেখাটা নিজের নিয়ন্ত্রণে থাকলেও ঘুমিয়ে স্বপ্ন দেখাটা কখনোই আমাদের নিজেদের নিয়ন্ত্রণে থাকেনা। আমাদের ঘুমের ভিতর আমরা যেসকল স্বপ্ন দেখে থাকি তার প্রতিটি স্বপ্নের আলাদা আলাদা অর্থ আছে জ্যোতিষশাস্ত্র মতে। আসুন জেনে নি স্বপ্নে দেখা প্রতিটা জিনিসের অর্থ সংক্ষেপে।
ভগবানের স্বপ্ন –
ভগবানের স্বপ্ন সবসময় আপনার জীবনের কোনো পরিবর্তনের দিক নির্ধারণ করে। ভগবানের স্বপ্ন দেখা মানে আপনার জীবনের কোনো দিক পরিবর্তন হতে চলেছে।
মাছ-
স্বপ্নে মাছ দেখা মানে সৌভাগ্যের লক্ষণ। স্বপ্নে মাছ ধরা দেখা মানে আপনার জীবনে অর্থ প্রাপ্তির যোগ। কিন্তু মাছ ধরার পর হাত থেকে পিছল খেয়ে গিয়েছে দেখে থাকলে হবে অর্থ প্রাপ্তির যোগ আছে কিন্তু তা আপনার হাতে বেশিক্ষণ থাকবেনা।
সাপ-
এই সাপের স্বপ্ন দেখার অর্থ হলো আপনার চারিপাশে প্রচুর শত্রু রয়েছে। এই শত্রুদের সাহায্যে আপনার কোনো ক্ষতি হতে পারে। কিন্তু সাদা সাপ দেখা খুব সৌভাগ্যের আবার বংশবিস্তারের সম্ভাবনাও থাকে।
বিয়ে-
স্বপ্নে অন্য কারোর বিয়ে দেখলে হতে পারে আপনার বংশে কারোর বিবাহের খবর আসতে পারে। আবার যদি নিজের বিবাহের স্বপ্ন দেখেন, তাহলে নিজের বিয়ের সময় আসন্ন।
ফলযুক্ত গাছ-
যদি দেখেন স্বপ্নে অনেক ফল ভর্তি গাছ তবে আপনার জীবনে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে।
কালো বিড়াল –
স্বপ্নে কালো বিড়াল দেখার অর্থ জীবনে কঠিনতম বিপদ আসতে চলেছে। আবার বাড়ির কারোর শরীর নিয়ে দুশ্চিন্তাও বাড়তে পারে।
শিশু অথবা বাচ্চা –
স্বপ্নে শিশু অথবা কোনো বাচ্চাকে দেখা মোটেই ভালো লক্ষণ নয়। আপনার জীবনে বিপদের সঙ্কেত সেটি।
গাধা-
গাধার স্বপ্ন মানে জীবনে প্রচুর প্রতিকুলতা পেরিয়ে আপনি সফল হবেন।
উট-
উটের স্বপ্ন দেখা মানে মানসিক চাপ বাড়তে পারে।
পাকা আম-
পাকা আমের স্বপ্ন দেখা মানে আপনার পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি এবং আপনার জ্ঞানের ভান্ডার পরিপূর্ণ হতে চলেছে।
গরু-
গরুর স্বপ্ন দেখার মানে আপনি জীবনে প্রচুর ধনসম্পত্তি লাভ করতে চলেছেন।
আয়না-
আয়না আপনার জীবনে আসন্ন বিপদের সংকেত দেয়।
আগুন জ্বলতে দেখা-
জ্বলন্ত আগুন দেখা মানে বিয়ের সংকেত।
যুদ্ধ –
স্বপ্নে যুদ্ধ দেখার অর্থ আপনার জীবনে কোনো সমস্যার সমাধান হতে চলেছে।
বেদানা-
সন্তান প্রাপ্তির যোগ।
উপর থেকে পড়ে যাওয়া-
উপর থেকে পড়ে যাওয়ার স্বপ্ন দেখা মানে কোনো কাজে বাধা আসতে চলেছে। কাজটি খারাপ দিকেও যেতে পারে।
জলে ডুবে যাওয়া-
এই ধরনের স্বপ্ন বিপদের লক্ষণ।
মৃতদেহ –
মৃতদেহ দেখলে নিজের আয়ু বেড়ে যাওয়া।
নিজেকে স্নান করতে দেখা-
নিজেকে স্নান করতে দেখা মানে কোনো কাজে সাফল্য আসতে চলেছে।
লাল শাড়ি পরা মেয়ে-
স্বপ্নে লাল শাড়ি পরা কোনো মেয়ে দেখলে বুঝবে হবে আপনি বড়োসড়ো কোনো রোগে পড়তে চলেছেন।