Indiahood-nabobarsho

কমতে পারে কমিউটেড পেনশন পুনরুদ্ধারের সময়সীমা, কেন্দ্রীয় সরকারের কাছে গেল চিঠি

Published on:

commutation of pension

পার্থ সারথি মান্না, কলকাতাঃ সরকারি কর্মীদের পেনশন (Pension) নিয়ে গতবছরের শেষ দিক থেকেই একের পর এক ঘোষণা হয়ে আসছে। তবে এবার জানা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের কাছে একটি নতুন প্রস্তাব জমা পড়েছে কমিউটেড পেনশনের পুনরুদ্ধারের সময়সীমা ১৫ বছর থেকে ১২ বছর করে দেওয়ার জন্য। এই মর্মে ইউনিয়ান ক্যাবিনেট সেক্রেটারি টিভি সোমনাথনকে এই মর্মে চিঠিও দেওয়া হয়েছে গত সপ্তাহেই।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কমিউটেড পেনশন পুনরুদ্ধারের সময়সীমা বদলের আর্জি

জানা যাচ্ছে, কনফেডারেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার এর তরফ থেকে প্রায় ৭ লক্ষ কর্মীদের হয়ে এই চিঠি পাঠানো হয়েছে। যেখানে ৩৮ বছর আগে তৈরী হওয়া পেনশন কমিউটেশনের নিয়মগুলিকে পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করা হয়েছে।

কনফেডারেশনের সেক্রেটারি চিঠিতে জানান, ১৯৮৬ সালের তুলনায় বর্তমান সময়ে সমস্ত প্যারামিটার বদলে গিয়েছে। ইন্টারেস্ট রেট থেকে শুরু করে লাইফ এক্সপেক্টেন্সি, মৃত্যুর হার ও রিস্ক ফ্যাক্টর সবটাই বদলেছে। একইসাথে পঞ্চম বেতন কমিশনের রিপোর্ট থেকে বিশেষজ্ঞদের সুপারিশ তুলে ধরা হয়েছে যেখানে কমিউটেড পেনশন পুনরুদ্ধারের সময়সীমা ১৫ বছর থেকে কমিয়ে ১২ বছর করার জন্য বলা হয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

চিঠিতে কি লিখল কনফেডারেশন?

কনফেডারেশনের পাঠানো চিঠিতে নোটও সংযুক্ত করা হয়েছে, যেখানে ব্যাখ্যা করা হয়েছে কেন 1986 সালের কমন কজ (Supra)-তে সুপ্রিম কোর্টের রায়ের বিষয়টিতে নতুন করে নজর দেওয়া দরকার। কারণ গত ৩৮ বছরে অনেক প্যারামিটার পরিবর্তিত হয়েছে। যদিও কমিউটেশন একটি অপশনাল চয়েস, তবে সরকারের উচিত বিষয়টাকে কল্যানমুলক দিক থেকেই দেখা উচিত না কি লাভ উৎপাদন সংস্থা হিসাবে।

পেনশনাররা নিজেদের কমিউটেশন আর্থিক প্রতিশ্রুতি পূরণের উদ্দেশ্যেই ব্যবহার করেন। যারা ৩০ বছরেরও বেশি সময় ধরে দেশের যে কাজ করেছেন। তাই একজন আদর্শ নিয়োগকর্তা হিসাবে কর্মীদের বিশেষ করে পেনশনদারদের প্রতি সদয় হওয়া উচিত। ইতিমধ্যেই কিছু রাজ্য সরকারি কর্মীদের কমিউটেড পেনশন ১২ বছর পর পুনরুদ্ধারের সিদ্ধান্ত নিয়েছে। কেরালা সরকার ১২ বছর  ও গুজরাট সরকার ১৩ বছরে পুনরুদ্ধারের নিয়ম চালু করেছে।

প্রসঙ্গত, বর্তমানে কেন্দ্রীয় সরকারের কর্মীরা ৮% হারে সুদ পান কিন্তু LIC ও অন্যান্য আর্থিক সংস্থার তরফ থেকে পেনশনাররা ৬.১% ইন্টারেস্ট পান। যেটা খুবই কম। তাই সরকারের কেন্দ্রীয় সিভিল সার্ভিসের (কমিউটেড পেনশন) রুল, ১৯৮১ এ সংশোধন করা উচিত। এতে করে পেনশনারদের অনেকটাই উপকার হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group