এবছরই লঞ্চ হবে Tata Sumo-র নয়া ভার্সন, লিক হল ডিজাইন থেকে ফিচার্স! দাম কত?

Published on:

tata sumo new design

পার্থ সারথি মান্না, কলকাতাঃ নতুন বছরে গাড়ি নেওয়ার প্ল্যান করছেন? তাহলে আপনার জন্য দারুণ সুখবর, কারণ ২০২৫ সালে একাধিক গাড়ি লঞ্চ করতে চলেছে। সম্প্রতি অটো এক্সপো ২০২৫-এ সেই গাড়ি গুলির এক ঝলক দেখা মিলেছে। যেখানে টাটা সুমো (Tata Sumo) এর নতুন মডেল সবার নজর কেড়ে নিয়েছে। ডিজাইনের পাশাপাশি আর কি কি আপগ্রেড হবে? জানতে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

বদলাচ্ছে Tata Sumo-র ডিজাইন

WhatsApp Community Join Now

নতুন টাটা সুমোর ডিজাইনে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। একঝলক দেখলে মনে হতে পারে Tata Sumo তেই সাফারি বা হ্যারিয়ারের মত গাড়ির লুকস পাওয়া যেতে পারে। গাড়িটির সামনে বোল্ড ডিজাইনের গ্রিল আর সাথে নতুন ডিজাইনের LED হেডলাইট ও DRL থাকবে। একইসাথে ১৯ বা ২০ ইঞ্চির চাকা থাকবে বলে মনে করা হচ্ছে।

নতুন টাটা সুমোর ফিচার্স

শুধুইমাত্র বাইরের ডিজাইনই নয় ভিতরেও বেশ কিছু বড় আপগ্রেড করা হতে পারে। ৫-৭ সিটার এই গাড়ির ভিতরে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার থেকে টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম থাকবে। এছাড়া সেফটির জন্য ৬টি এয়ারব্যাগ, অ্যাডভান্স ড্রাইভিং অ্যাসিস্টেন্ট সিস্টেম, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম ও ইলেকট্রনিক ব্রেকফার্স ডিস্ট্রিবিউশন সিস্টেম থাকবে। ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৫ এ নতুন ডিজাইনটি প্রকাশ্যে আনা হয়েছে। তবে মডেলটি বাজারে আসতে এখনও বেশ কিছুটা সময় লাগবে।

কত হতে পারে দাম?

নতুন টাটাসুমো মডেলটিতে ২ লিটারের ডিজেল ইঞ্জিন থাকবে বলে মনে করা হচ্ছে। গাড়িটির দাম ১২ লক্ষ থেকে ১৪ লক্ষ টাকার মধ্যে হবে বলে আন্দাজ করা হচ্ছে। যদিও কোম্পানির তরফ থেকে কোনো অফিসিয়াল আপডেট এখনও আসেনি তবে আশা করা হচ্ছে আগামী ১৭ থেকেই ১৮ ই জানুয়ারি নাগাদ নতুন মডেল সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ করা হতে পারে।

সঙ্গে থাকুন ➥
X