হার্দিকের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে মুকুট! চ্যাম্পিয়নস ট্রফির আগে বড় সিদ্ধান্তের পথে BCCI

Published on:

Updated on:

bcci can make a big announcement about hardik

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অজিদের বিরুদ্ধে লজ্জার পরাজয় ভুলতে চ্যাম্পিয়নস ট্রফিকে (ICC Champions Trophy) পাখির চোখ করে ঘুঁটি সাজাচ্ছে ভারত। তবে আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টের আগে চলতি মাসেই ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টির যাত্রা শুরু করবে টিম ইন্ডিয়া। ইংলিশ ক্রিকেটারদের বিপক্ষে 5টি টি-টোয়েন্টি ও 3টি ওয়ানডে ম্যাচে আক্রমণ শনাবে টিম ইন্ডিয়া। চ্যাম্পিয়নস ট্রফির আগে এই ম্যাচগুলিতে ভারতের পারফরমেন্স বলে দেবে দলের ভবিষ্যৎ।

কাজেই অজিভূমিতে অপদস্ত সিরিজের পর ইংল্যান্ড বাহিনীর বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে জেতাটা জাতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। এই সিরিজে জয় ছিনিয়ে নিতে পারলেই আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির জন্য শক্তি সঞ্চয় করবে ভারতীয় দল। জয়ের আত্মবিশ্বাসে ডানা মেলে শত্রু শিবিরে আঘাত হানবে রোহিত বাহিনী।

হ্যাঁ, চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের নেতৃত্ব যে রোহিতের কাঁধেই থাকবে একথা প্রায় নিশ্চিত। তবে নেতার আসনে রোহিত শর্মাকে বসালেও খালি থেকে যায় সহ অধিনায়কের পদ। মনে করা হচ্ছে, হার্দিক পান্ডিয়াকে সহ অধিনায়কের ভূমিকায় দেখার জল্পনা থাকলেও তা বাস্তবের মাটি ছোঁবে না। সূত্র বলছে, হার্দিক পান্ডিয়া নন, চ্যাম্পিয়নস ট্রফির আসরে ভারতের সহ অধিনায়ক হচ্ছেন জাতীয় দলের সফল পেসার জসপ্রীত বুমরাহ।

শীঘ্রই স্কোয়াড ঘোষণা করবে টিম ইন্ডিয়া

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে ভারতীয় দলের চালক যে রোহিত শর্মাই থাকছেন একথা একপ্রকার নিশ্চিত করে দিয়েছে BCCI। তবে অধিনায়কের নাম প্রকাশ্যে আসলেও আসন্ন আইসিসি ইভেন্টের জন্য স্কোয়াড ঘোষণা করেনি টিম ইন্ডিয়া। সূত্র বলছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের নিয়ম অনুযায়ী, দল ঘোষণা জন্য আর বেশি সময় পাবে না রোহিতের টিম। নির্ধারিত সময় মেনেই 12 জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়নস ট্রফি 2025 টুর্নামেন্টের জন্য চূড়ান্ত দল ঘোষণা করতে হবে ভারতকে। দল ঘোষণার পরে স্কোয়াডে রদবদল করা যেতে পারে।

সহ অধিনায়কের আসনে বসানো হতে পারে বুমরাহকে

আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির জন্য ভারতীয় দলে রোহিত শর্মার আসন একপ্রকার পাঁকা হয়ে গিয়েছে। নিউজিল্যান্ডের চুনকাম সিরিজের পর অস্ট্রেলিয়ার মাটিতে ব্যর্থ রোহিতকে ফের ভরসা করে ঠকতে হবে কিনা সেই প্রসঙ্গ উড়িয়ে দিয়ে আবারও চ্যাম্পিয়নস ট্রফিতে দলের নেতৃত্ব মহা তারকার কাঁধে তুলে দিতে চলেছে ভারতীয় বোর্ড। এহেন আবহে জল্পনা বাড়ছে ভারতীয় দলে সহ অধিনায়কের পদ নিয়ে। অনেকেই মনে করেছিলেন, হার্দিককে সহ অধিনায়কের আসনে বসানো হতে পারে। তবে ভক্তদের আশায় জল ঢেলেছে প্রকাশ্যে আসা রিপোর্ট। বেশ কিছু সূত্র বলছে, হার্দিক নয়, চ্যাম্পিয়নস ট্রফির আসরে ভারতের সহ অধিনায়কের দায়িত্ব পেতে পারেন বর্ডার গাভাস্কার সিরিজের নায়ক জসপ্রীত বুমরাহ।

টি-টোয়েন্টির অধিনায়কত্বও হারিয়েছেন হার্দিক

টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে হার্দিক পান্ডিয়ার। সমর্থকদের সিংহভাগই মনে করছিলেন, রোহিত শর্মা ও বিরাট কোহলি 20 ওভারের সংস্করণ থেকে অবসর নিলে অধিনায়ক হতে পারেন হার্দিক পান্ডিয়া। তবে সেই কল্পনাতে জল ঢেলে শর্মা ও কোহলির অবসরের পর 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অধিনায়কত্ব চাপে সূর্যকুমার যাদবের কাঁধে। কাজেই প্রতিবারের স্বপ্নভঙ্গ এবারেও একই দিন দেখাতে পারে। ওয়ানডের পর যদি টি-টোয়েন্টি ফরম্যাটে সহ অধিনায়কের দায়িত্ব পেয়ে যান বুমরাহ। সেক্ষেত্রে এই ঘটনা পান্ডিয়ার কাছে যথেষ্ট দুঃখজনক হবে। বলে রাখা ভাল, বুমরাহকে আদৌ দলের সহ অধিনায়কের আসনে বসানো হবে কিনা তা নিয়ে এখনও পর্যন্ত নীরবতা ভাঙেনি BCCI।

সঙ্গে থাকুন ➥