সুপ্রিম কোর্টে DA মামলা ওঠার আগে ফের প্যাঁচ, অবসর নেবেন বিচারপতি! মার্চেও হবে না শুনানি?

Published on:

da case supreme court

শ্বেতা মিত্র, কলকাতাঃ ডিএ (Dearness Allowance) মামলায় ফের একবার বড়সড় ধাক্কা খেয়েছেন বাংলার সরকারি কর্মীরা। সময় নেই বলে মামলার শুনানি নতুন করে পিছিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে কার্যত আশাহত হয়েই ফিরতে হল বাংলার লক্ষ লক্ষ সরকারি কর্মীকে। এহেন অবস্থায় প্রশ্ন উঠছে, ফের কবে দেশের শীর্ষ আদালতে এই মামলা উঠতে পারে? এই নিয়ে সুপ্রিম কোর্ট একটা সম্ভাব্য দিন জানিয়েছে। আপনিও কি জানতে ইচ্ছুক যে কোন দিনে বাংলার DA মামলা উঠতে পারে? তাহলে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ফের কবে উঠবে DA মামলা?

গতকাল মঙ্গলবার দিনটি বহু সরকারি কর্মীর জন্য একটা গুরুত্বপূর্ণ ছিল। কারণ এদিন বাংলার এক ধাক্কায় তিন তিনটি মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। এসএসসি চাকরি বাতিল, ওবিসি ও ডিএ মামলার শুনানি। কিন্তু দুর্ভাগ্যবশত এদিন তিনটি মামলার শুনানিই মুলতুবি হয়ে যায় যা সকলকে অবাক করে ছেড়ে দিয়েছে। বিশেষ করে বাংলার সরকারি কর্মীরা আশাবাদী ছিলেন যে ডিএ মামলার শুনানি হবে আর আদালত কিছু একটা রায় দেবে। কিন্তু সকলের সেই আশার জল ঢেলে দিয়েছে শীর্ষ আদালত। প্রশ্ন উঠছে, তাহলে ফের কবে এই মামলা উঠবে আদালতে?

এই বিষয়ে মঙ্গলবার রাতের দিকে সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, আগামী ২৫ মার্চ শীর্ষ আদালতে উঠতে পারে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মামলা। ঘটনাক্রমে ৭ জানুয়ারির মতো ২৫ মার্চও পড়েছে মঙ্গলবার। তবে ২৫ মার্চ আর  বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি এসভিএন ভাট্টির ডিভিশন বেঞ্চে সেই মামলা উঠবে না। আসলে বিচারপতি হৃষিকেশ রায় অবসরগ্রহণ করছেন। ফলে নতুন বেঞ্চ তৈরি হবে। সেই নতুন বেঞ্চে DA মামলা উঠবে। ওইদিন বাংলার সরকারি কর্মীদের ভাগ্য ফেরে কিনা সেদিকে স্বাভাবিকভাবেই নজর থাকবে সকলের।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কী বলছেন আইনজীবীরা?

এখন ২৫ মার্চেও যে এই মামলার শুনানি হবে কিনা সেই নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। সরকারি কর্মচারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। কনফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ডিএ মামলা পিছিয়ে দেওয়া নিয়ে নিজের মতামত জানান। বিচারপতি হৃষিকেশ রায়ের অবসরের কথা মাথায় রেখে মার্চ মাসে ফের এই মামলার শুনানি হবে বলে জানিয়েছেন দেবপ্রিয় ভট্টাচার্য। দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, বিচারপতিরা মনে করেন মামলাটি আরও সময় লাগবে, যার ফলে মামলাটি স্থগিত রাখা হল। এদিকে বিকাশরঞ্জন ভট্টাচার্য মনে করেন, শুনানিতে মাত্র ১৫ মিনিট সময় লাগার কথা, কিন্তু বিচারপতিরা তাতে একমত নন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group