প্রীতি পোদ্দার, কলকাতা: একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা এবং নিম্নচাপের জেরে বারে বারে রাজ্যে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। আর এর বদলে রাজ্যে দাপট বাড়ছে পূবালী উষ্ণ হাওয়ার। গোটা শীতের মরশুম যেন এই হালকা মাঝারিতেই কেটে গেল। যদিও জানুয়ারি মাসের শুরু থেকেই উত্তুরে হাওয়ার দাপটে চেনা ছন্দে ঠান্ডা পড়েছিল। কিন্তু মাঝের কয়েক দিন পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবারও তাতে ছেদ পড়ে। তবে আগামী কয়েকদিনের আবহাওয়ার স্বস্তি পাবে রাজ্যবাসী।
জানা গিয়েছে নতুন করে ফের রাজ্যে আগামী ১০ জানুয়ারি একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে উত্তর এবং দক্ষিণবঙ্গে আপাতত তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকছে। কিন্তু স্বস্তির বিষয় হল দু’দিন পর থেকে তাপমাত্রা আবার নামতে পারে বলে স্পষ্ট জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সর্বশেষ বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে আগামী ৯ এবং ১০ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে দেখে নেওয়া যাক কেমন থাকবে আজকের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া
আজ সপ্তাহের তৃতীয় কর্মদিবসে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা থাকবে না। হালকা শীতের আমেজ বজায় থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কারণ পশ্চিমী ঝঞ্ঝার দাপটে তাপমাত্রা অনেকটা বেড়েছে। তবে আজ থেকে খানিক কমবে সর্বনিম্ন তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কি না স্বাভাবিকের থেকে একটু বেশি। এবং সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা কি না স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস ওপরে।
উত্তরবঙ্গে আজকের আবহাওয়া
গত সোমবার থেকে উত্তরবঙ্গে হালকা বৃষ্টি হয়ে এসেছে উত্তরের বিভিন্ন জেলায়। কিন্তু আজ উত্তরবঙ্গে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী জানা গিয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে সকালের দিকে মাঝারি কুয়াশা থাকবে। কোথাও কোনও বৃষ্টি হবে না। এই জেলাগুলির আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে।