Indiahood-nabobarsho

পথ দুর্ঘটনায় আহতদের বিনামূল্যে চিকিৎসা, ঘোষণা নীতিন গড়করীর

Published on:

nitin gadkari road accident

শ্বেতা মিত্র, কলকাতাঃ সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে এবার বড়সড় ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করী (Nitin Gadkari)। তিনি যা ঘোষণা করলেন তারপরে চমকে গিয়েছেন সকলে। সেইসঙ্গে কেন্দ্রীয় সরকারের নতুন সিদ্ধান্তকে কুর্ণিশ জানাচ্ছেন সকলে। কেন্দ্রীয় মন্ত্রী ঘোষণা করেছেন, এবার থেকে সড়ক দুর্ঘটনায় কেউ যদি আহত হন তাহলে তাঁকে ক্যাশলেশ চিকিৎসার সুবিধা প্রদান করা হবে। তাও কিনা লক্ষাধিক টাকার ওপর সুবিধা দেওয়া হবে। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই দিনের আলোর মতো সত্যি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর

জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মার্চ মাসের মধ্যে সারাদেশে সড়ক দুর্ঘটনায় আহতরা ক্যাশলেস চিকিৎসা পাবেন। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি জানিয়েছেন, কোনও ধরনের রাস্তায় যানবাহনের ধাক্কায় দুর্ঘটনা ঘটলে আহতদের সাত দিনের জন্য দুর্ঘটনা পিছু সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত নগদহীন চিকিৎসা দেওয়া হবে।

মার্চ থেকে সারাদেশে লাগু হবে নিয়ম?

কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ (এনএইচএ) এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য দায়বদ্ধ থাকবে। সংসদের আগামী অধিবেশনে মোটর ভেহিকেলস সংশোধনী আইন পেশ করা হবে বলেও জানান গডকরি। উল্লেখ্য, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ‘ক্যাশলেস’ চিকিৎসা দিতে ২০২৪ সালের ১৪ মার্চ পাইলট প্রকল্প চালু করে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক। পরে ছয়টি রাজ্যে এই প্রকল্প চালু করা হয়। এখন আগামী মার্চ থেকে সারাদেশে এটি বাস্তবায়নের কথা রয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

দুর্ঘটনা রোধে কেন্দ্র সরকারের মেগা প্ল্যান

মন্ত্রী জানান, সম্প্রতি হয়ে যাওয়া ৪২ তম পরিবহন উন্নয়ন কাউন্সিলের বৈঠকে সড়ক সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, যানবাহন নির্মাতা প্রতিষ্ঠানগুলো ভারী যানবাহন অর্থাৎ বাস ও ট্রাক তৈরি করবে, যাতে বাধ্যতামূলকভাবে তিনটি নিরাপত্তা প্রযুক্তি থাকবে। ধারণা করা হচ্ছে, এসব প্রযুক্তি ট্রেনের ‘আর্মার’ সুরক্ষা ব্যবস্থার মতো ট্রাক-বাসকেও সুরক্ষা দিতে পারে। নয়াদিল্লিতে দু’দিনের কর্মশালার মাধ্যমে কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হয়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group