১৮ হাজারের বদলে কত হবে ন্যূনতম বেতন, কতটাই বা বাড়বে পেনশন? চলে এল DA-র হিসেব

Published on:

8th pay commission

প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: সম্প্রতি কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা (Dearness Allowance) ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৫৩ শতাংশ করেছে এবং এটি ১ জুলাই ২০২৪ থেকে কার্যকর করা হয়েছে। এই বৃদ্ধির পরে বেশ খুশি কেন্দ্রীয় কর্মচারীরা। আর এই আবহে মূল বেতনে DA একত্রিত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ অটোমেটিক বেসিক স্যালারির সঙ্গে মিশে যাবে কি না তা নিয়েও জোর জল্পনা চলছে। আর এসবের মাঝে ফের খবরের শিরোনামে উঠে এল অষ্টম বেতন কমিশন প্রসঙ্গ।

ন্যূনতম বেতন হবে ৩৪৫৬০ টাকা

WhatsApp Community Join Now

সূত্রের খবর, সপ্তম বেতন কমিশনের মেয়াদ ২০২৫ সালের ডিসেম্বরে পর্যন্ত রয়েছে। তাই কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আশা রাখছে যে আসন্ন বাজেটে অষ্টম বেতন কমিশন গঠনের কথা বলা হবে। কারণ বেতন কমিশনগুলি সাধারণত প্রতি ১০ বছর অন্তর বেতন এবং পেনশনের কাঠামোর সংশোধনের সুপারিশ করার জন্য গঠিত হয়। বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম মূল বেতন মেলে মাসে ১৮ হাজার টাকা। এর আগে ষষ্ঠ বেতন কমিশনে প্রত্যেক কেন্দ্রীয় কর্মচারীদের মাসে বেসিক পে হিসেবে দেওয়া হত সাত হাজার টাকা। অর্থাৎ ষষ্ঠ বেতনের তুলনায় বর্তমানে ২.৫৭ গুণ বৃদ্ধি করা হয়েছে ৷ তবে অষ্টম বেতন কমিশন চালু হলে বেসিক পে বা ন্যূনতম বেতন ৩৪৫৬০ টাকা হবে।

যদিও ষষ্ঠ থেকে সপ্তম বেতন কমিশনের সিদ্ধান্তের সময় ফিটমেন্ট ফ্যাক্টার ৩.৬৮ করার দাবি উঠেছিল ৷ এদিকে যাঁরা সেবামূলক কাজ করতেন তাঁদের বেতন ৩৫০০ টাকা থেকে বেড়ে ৭,০০০ টাকা হয়েছে। বর্তমানে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় কর্মচারীদের ন্যূনতম পেনশন ধার্য রয়েছে ন’হাজার টাকা। কিন্তু যদি কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন চালু করেন তাহলে বেতন কাঠামোটা পুনরায় পরিবর্তন হবে। ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি সংস্থার স্টাফ সাইডের সচিব শিব গোপাল মিশ্র জানিয়েছেন এই অষ্টম পে কমিশনে ন্যূনতম ফিটমেন্ট ফ্যাক্টর হবে ২.৮৬। সপ্তম পে কমিশনে যেখানে ফিটমেন্ট ফ্যাক্টর রয়েছে ২.৫৭, নতুন পে কমিশন এলে এই ফ্যাক্টর আরও ২৯ বেসিস পয়েন্ট বাড়তে পারে বলেই ধারণা করা হচ্ছে।

কবে চালু হবে অষ্টম বেতন কমিশন?

শুধু বেতন নয়, ফিটমেন্ট ফ্যাক্টর বাড়লে পেনশনভোগীরাও বেশি টাকা পেনশন পাবেন। অষ্টম পে কমিশনের অধীনে পেনশনভোগীরাও আশা করছেন ১৮৬ শতাংশ বাড়বে তাদের পেনশনের অঙ্ক। এখন ন্যূনতম পেনশন যেখানে ৯ হাজার টাকা ধার্য করা আছে, সেখানে তা বেড়ে হবে ২৫,৭৪০ টাকায়। তবে এখনও পর্যন্ত কেন্দ্র সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি অষ্টম পে কমিশনের বিষয়ে। তবে সংবাদসূত্রে ধারণা করা হচ্ছে ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটেই এই অষ্টম পে কমিশনের কথা ঘোষণা করা হবে।

সঙ্গে থাকুন ➥
X