শ্বেতা মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই বাংলা সিরিয়ালগুলি নিয়ে মানুষের উত্তেজনা তুঙ্গে উঠছে। এখনও অবধি এমন বহু বাড়ি রয়েছে যেখানে দু বেলা সিরিয়াল না দেখলে অনেকের পেটের ভাত হজম হয় না। এদিকে দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে জি বাংলা থেকে শুরু করে স্টার জলসা, কালার্স বাংলা, সান বাংলার মতো বাংলার প্রথমসারির চ্যানেল থেকে শুরু করে একের পর এক প্রোডাকশন হাউস নিত্যনতুন মেগা এনেই চলেছে। কেউ আনছে নতুন ধরণের তো আবার কেউ কেউ আনছেন একটু ঐতিহাসিক, একটু আধ্যাত্মিক এমন ধরণের কনটেন্ট। তবে নতুন বছরের শুরুতেই স্টার জলসায় (Star Jalsha) একটি বড় ধরণের বদল আসতে চলেছে। আর এই বদল সম্পর্কে শুনে ইতিমধ্যে অনেকে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন বৈকি।
স্টার জলসায় বড় বদল
আপনিও কি স্টার জলসায় সম্প্রচার হওয়া সিরিয়াল, নানা শো দেখতে পছন্দ করেন? আপনিও কি ভাবছেন যে চ্যানেলে কীরকম পরিবর্তন আসতে চলেছে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর। না কোনও সিরিয়াল নয়, বরং স্টার জলসা থেকে এবার খুব সম্ভবত পাততাড়ি গোটাতে চলেছে বিখ্যাত একটি প্রোডাকশন হাউস। আর এই প্রোডাকশন হাউসটি হল ব্লুজ প্রোডাকশন হাউস। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।
বর্তমানে এই প্রোডাকশন হাউসের বিখ্যাত মেগা গীতা এলএলবি চলছে স্টার জলসায়। ইতিমধ্যে এই মেগা বহু দর্শকের মনে এক আলাদাই ভালো লাগার জায়গা তৈরি করে নিয়েছে। এমনকি শুরু থেকেই TRP তালিকায় এক থেকে ১০-এর মধ্যেই রয়েছে। তবে আচমকাই এই সিরিয়ালের প্রোডাকশন হাউস স্টার জলসায় আপাতত কোনও সিরিয়াল আনার প্ল্যান করছে না বলে টলিপাড়া সূত্রে খবর।
কেন এরকম সিদ্ধান্ত?
স্বাভাবিকভাবেই ব্লুজ প্রোডাকশন হাউসের এহেন সিদ্ধান্তকে ঘিরে হইচই পড়ে গিয়েছে। জানা যাচ্ছে, বর্তমানে তারা অন্য একটি চ্যানেলের সঙ্গে দুটি সিরিয়াল পরিচালনা করছে। এই কারণেই তারা বর্তমানে স্টার জলসায় নতুন কোন প্রোজেক্ট আনতে চাইছে না। এবার কোন চ্যানেলে নতুন চমক দিতে চলেছে এই প্রোডাকশন হাউসটি সেদিকে নজর থাকবে সকলের।