প্রীতি পোদ্দার, কলকাতা: মাসের পর মাস পেরিয়ে গেলেও এখনো আরজি কর কাণ্ডের (RG Kar Rape Case) কোনো বিচার পাওয়া গেল না। সুবিচারের দাবিতে রীতিমত সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা, ডাক্তার, আইনজীবি এবং শিক্ষকরা আন্দোলনের জোয়ারে গা ভাসিয়েছিল। গত বছর ১৪ আগস্ট ‘রাত দখল’ করেছিলেন মহিলারা। রাজ্যের বিভিন্ন প্রান্তে রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হন সকলে। প্রতিবাদের গর্জন এতটাই তীব্র ছিল যে রাজ্য ছাড়িয়ে দেশের বিভিন্ন জায়গায় সেই ছবি দেখা গিয়েছে। এদিকে সমস্ত নমুনা পরীক্ষা, এবং সমস্ত তথ্য খতিয়ে দেখে আরজি কর ধর্ষণ ও খুনের মামলায় ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে সর্বোচ্চ সাজা দেওয়ার আবেদন জানিয়েছে সিবিআই। কিন্তু এই আবহেই এবার আরেক নয়া মোড় নিল এই ঘটনা। সুপ্রিম কোর্টে আরজি কর ঘটনা নিয়ে ফের মামলা করতে দ্বারস্থ হলেন আর জি কর কাণ্ডে নিহত চিকিৎসকের পরিবার।
সুপ্রিম কোর্টে মামলা নির্যাতিতার বাবা মায়ের
CBI তদন্তে অসঙ্গতি এবং তদন্তের তত্ত্বাবধানের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থাঙ্কর ঘোষের এজলাসে মামলা করেছিলেন নির্যাতিতার বাবা-মা। ৪২টি প্রশ্নের একটি তালিকাও জমা করা হয়েছিল আদালতে। কিন্তু সেই সময় বিচারপতি পর্যবেক্ষণ করেছিলেন, যেহেতু সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে এই তদন্ত হচ্ছে এবং হাই কোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলাটি বিচারাধীন, তাই সিঙ্গল বেঞ্চের তরফ থেকে এই মামলায় হস্তক্ষেপ করা হবে না। তবে যদি সুপ্রিম কোর্ট বা হাই কোর্টের প্রধান বিচারপতি এই মামলায় হস্তক্ষেপ করার অনুমোদন দেন তাহলে তিনি এই মামলায় তত্ত্বাবধান করতে পারেন। এই আবহে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন নির্যাতিতার বাবা-মা। আজ কিংবা আগামিকালই সুপ্রিম কোর্টে এই মামলাটি দায়ের করা হবে। শীর্ষ আদালতে নির্যাতিতার পরিবারের হয়ে এই মামলাটি লড়বেন আইনজীবী করুণা নন্দী।
কী বলছেন নির্যাতিতার বাবা?
এই নিয়ে নির্যাতিতার বাবা জানিয়েছেন যে, “আমরা নতুন করে তদন্ত চাইছি না, বরং এই ঘটনায় আরও গভীরে এর তদন্ত চাইছি। কারণ এই ঘটনায় আরও কেউ রয়েছেন। তাঁদের খুঁজে বার করা হোক। আর CBI তদন্ত প্রক্রিয়া হাই কোর্টের তত্ত্বাবধানে ঘটলে সেই শুনানিতে আমরাও থাকতে পারব। কারণ তদন্তে যদি কোনো অসঙ্গতি বা ফাঁক থাকে তাহলে আমরা আইনজীবীর মাধ্যমে আদালতে সেটা জানাতে পারব।’ আর এই দাবি নিয়ে সম্প্রতি শিয়ালদহ আদালতে নিজেদের বক্তব্য পেশ করেছেন নির্যাতিতা চিকিৎসকের বাবা-মা। ৫৭ পৃষ্ঠার একটি বয়ান জমা দেন। কিন্তু এর মাঝেই CBI নিশ্চিত যে আরজি কর কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় রাই একমাত্র দোষী। তাই সঞ্জয়ের মৃত্যুদণ্ডের দাবি জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
উল্লেখ্য আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় মোট ২৯টি DNA নমুনার বিশ্লেষণ কর হয়েছে। আর সেই নমুনা পরীক্ষার CFSL-এর একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছিল যাতে দাবি করা হয়েছিল, নির্যাতিতার যৌনাঙ্গে কোনও বীর্য মেলেনি। তবে সেখানে যে DNA মিলেছে, তা একাধিক ব্যক্তির মিশ্রিত DNA হতে পারে। আবার অপর এক রিপোর্টে দাবি করা হল, নির্যাতিতার যোনিদ্বারে যে DNA মিলেছে, তাতে এক মহিলার DNA উপস্থিত আছে। D12S391 মার্কারে অন্য মহিলার সঙ্গে নির্যাতিতার নমুনার মিশ্রণ স্পষ্ট। এবং সেই অন্য মহিলার জেনোটাইপ হল 16/22। এদিকে স্তনবৃন্ত থেকে পাওয়া DNA নমুনার বিশ্লেষণ করে দেখা গিয়েছে, তার সাথে সঞ্জয়ের DNA মিলে যাচ্ছে। আর সেই কারণে CBI সঞ্জয় রাই এর ফাঁসির আবেদন জানিয়েছে।