প্রীতি পোদ্দার, কলকাতা: জন্মদিন সকলের জীবনে এমনই এক বিশেষ দিন, যেই দিনকে ঘিরে সবার এক অন্যরকম পরিকল্পনা থাকে। দিনটাকে বাকি দিনের তুলনায় কীভাবে সুন্দর করে কাটানো যায় তার চিন্তা থাকে। কিন্তু সেই ক্ষেত্রে জন্মদিন নাকি মোটেও পছন্দ নয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তথ্য অনুযায়ী ৫ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। সরকারিভাবে এটাই জানেন সকলে। কিন্তু সেই জন্মদিন নিয়েও রয়েছে বিতর্ক। নিজেই সেই ব্যাপার খোলসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ঘটনাটি কী?
আজ অর্থাৎ বুধবার রাজ্যের তরফে ধনধান্য স্টেডিয়ামে ছাত্র সপ্তাহের জন্য পড়ুয়াদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছোটদের সঙ্গে এদিন হাসি মজায় বেশ মজেছিলেন তিনি। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বাচ্চাদের বলেন, তিনি নাকি এখনও জন্মাননি। যেদিন তাঁর মৃত্যু হবে সেদিন তিনি নাকি জন্মাবেন। আসলে তাঁর জন্মদিন নাকি ৫ জানুয়ারি নয়। কিন্তু তা সত্ত্বেও তাঁর জন্মদিন উদযাপন হয়। যেটা তাঁর একদমই পছন্দ নয়। স্বাভাবিকভাবে এখন প্রশ্ন উঠছে কীভাবে এইদিনটি তাঁর জন্মদিন হল? যদিও সেটা তিনি মজার ছলেই খোলসা করলেন।
বয়সও নাকি ৫ বছর বাড়ানো
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান তাঁর জন্মের সময় বাড়িতেই প্রসব হত। কোনো হাসপাতালে তখনকার দিনে বাচ্চা হত না। ফলত কারও পক্ষেই সঠিক দিনক্ষণ বলা সম্ভব নয়। তাঁর ক্ষেত্রেও সেই একই জিনিস হয়েছে। যখন সে স্কুলে ভর্তি হতে গিয়েছিল বাবার সঙ্গে। তখন স্বাভাবিকভাবেই শিক্ষকরা তাঁর জন্মের তারিখ জানতে চান। কিন্তু তাঁর বাবা বলতে পারেননি। তিনিই নাকি শিক্ষককে বলেছিলেন, একটি দিন লিখে নিতে। সেই থেকেই সমস্ত সার্টিফিকেটে তাঁর জন্মদিন ৫ জানুয়ারি। একইসঙ্গে তাঁর বয়সও নাকি ৫ বছর বাড়ানো আছে।
যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান তাঁর কাছে জন্মদিন, নাম, কোনওটাই পছন্দ নয়। একাধিকবার নাকি পালটে ফেলার সিদ্ধান্ত নিলেও ঘটনাচক্রে তা হয়ে ওঠেনি। আর এই আবহে এদিন বামফ্রন্ট সরকারের নির্যাতনের প্রসঙ্গ তুলে ধরে জানান তিনি নাকি এক জীবন্ত লাশ। তাঁর উপর নাকি অনেক নির্যাতন করা হয়েছিল সেই সময়। এমনকি সিপিএম জমানায় রীতিমত তাঁকে পরিচয় লুকিয়ে উচ্চশিক্ষা লাভ করতে হয়েছে বলেও জানান মমতা।