পার্থ সারথি মান্না, কলকাতাঃ রাজ্যের সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের জন্য একাধিক প্রকল্প রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের। এর মধ্যে জনপ্রিয় একটি হল সবুজ সাথী (Sabooj Sathi), এই প্রকল্পে শিক্ষার্থীদের যাতায়তের সুবিধার জন্য সাইকেল প্রদান করা হয়। শীঘ্রই এবছরের সাইকেল দেওয়ার পক্রিয়া শুরু হবে বলে জানা গেল। আজ অর্থাৎ বুধবার ধনধান্য প্রেক্ষাগৃহ থেকেই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ঠিক কবে থেকে সাইকেল বিতরণ শুরু হবে? জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
সবুজ সাথী প্রকল্প । SoboojSathi Scheme
২০১৫ সালে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সাথী প্রকল্পের সূচনা করেন। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের এক প্রশাসনিক সভা থেকেই প্রকল্পটির ঘোষণা করা হয়েছিল। জানানো হয়েছিল সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক থেকে শুরু করে উচ্চমাধ্যমিক স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণীর সমস্ত পড়ুয়াদের সাইকেল দেওয়া হবে। সেই থেকেই প্রতি বছর রাজ্যের লক্ষাধিক শিক্ষার্থীদের সবুজসাথী প্রকল্পে সাইকেল প্রদান করে আসা হচ্ছে।
সাইকেল দেওয়া শুরুর ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রতিবছর ১ লা জানুয়ারি থেকে শুরু করে ৭ই জানুয়ারি পর্যন্ত ‘স্টুডেন্টস উইক’ পালন করা হয় রাজ্য সরকারের তরফ থেকে। এবছরেও তার ব্যতিক্রম হয়নি, আজ ৭ই অগাস্ট ছিল সমাপ্তি অনুষ্ঠান। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘এপর্যন্ত আমাদের ১ কোটি ২৭ লক্ষ সবুজসাথী রয়েছে। এবছর যারা সাইকেল পাবে তারা তৈরী’। আগামীতে আলিপুরদুয়ারের সভা থেকেই সাইকেল বিতরণের কসূচনা হবে। আর জানুয়ারি মাসের শেষের দিকে স্কুলের তরফ থেকে সেগুলো দেওয়ার পক্রিয়া শুরু করা হবে।
এদিন মঞ্চ থেকে রাজ্যের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে মুখ্যমন্ত্রী জানান, অনেকেই উচ্চশিক্ষার জন্য বাইরে যান। তবে বর্তমানে রাজ্যের কলেজগুলিও বিশ্বমানের হয়ে উঠেছে। মমতা ব্যানার্জীর মতে, কলকাতার বিশ্ববিদ্যালয়গুলি সেরার সেরা। তাঁর আমলেই রাজ্যে ৩০ টি বিশ্ববিদ্যালয় ও ১৪ টি মেডিক্যাল কলেজ তৈরী হয়েছে। এখানেই শেষ নয়, ৭০০০ এর বেশি স্কুল থেকে ৫৩টি কলেজ তৈরী হয়েছে। একইসাথে প্রথাগত শিক্ষার পাশাপাশি আধুনিকতা বজায় রাখতে কারিগরি শিক্ষা থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমস্ত কিছুই শেখানো হচ্ছে। এগুলি ছাড়াও রাজ্যের শিক্ষার্থীদের উদ্দেশ্যে চালু হওয়া কন্যাশ্রী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী ইত্যাদি প্রকল্পের কথাও তুলে ধরেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |