পার্থ সারথি মান্না, কলকাতাঃ যত দিন যাচ্ছে ততই মোবাইল রিচার্জের পাশাপাশি টিভি দেখার খরচও বেড়েই চলেছে। হ্যাঁ ঠিকই দেখছেন, একসময় লোকাল কেবিলের মাধ্যমে সস্তায় শতাধিক চ্যানেল দেখা গেলেও বর্তমানে সেট টপ বক্স ব্যবহার করতে হয়। তবে এবার টেলিকম ইন্ডাস্ট্রিতে Jio, Airtel, Vi এর মত কোম্পানিকে রিচার্জে টেক্কা দেওয়ার পর একেবারে বিনামূল্যে টিভি দেখার পরিষেবাও দিতে চলেছে BSNL। কী কী চ্যানেল দেখা যাবে ও কীভাবে? জানতে এই প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।
সেট টপ বক্স ছাড়াই দেখা যাবে TV চ্যানেল
জানা যাচ্ছে, সম্প্রতি BSNL এর তরফ থেকে IFTV পরিষেবা চালু করা হয়েছে। যার ফলে বিএসএনএল গ্রাহকেরা ৫০০ এরও বেশি টিভি চ্যানেল একেবারে বিনামূল্যে দেখতে পারবেন। তাও আবার কোনো সেট টপ বক্স ছাড়াই। তবে মোবাইল গ্রাহকেরা নয় বরং BSNL ব্রডব্যান্ড ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন। একটি ফায়ার স্টিকের মাধ্যমে বাড়িতে থাকা LCD বা LED টিভিতে সমস্ত ফ্রি চ্যানেল দেখতে পাওয়া যাবে বলে জানা যাচ্ছে।
IFTV এর মাধ্যমে দেখা যাবে ৫০০ এরও বেশি চ্যানেল
ইতিমধ্যেই গুজরাট সার্কেলে এই সুবিধা চালু করা হয়ে গিয়েছে বলে জানানো হয়েছে বিএসএনএল এর তরফ থেকে। এর আগে মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, পাঞ্জাবেও এই সার্ভিস চালু করা হয়েছে। আসলে Skypro কোম্পানির সাথে পার্টনারশিপে এই সুবিধা প্রদান করছে বিএসএনএল। এছাড়া বিএসএনএল এর তরফ থেকে ডিরেক্ট টু মোবাইল সার্ভিসও চালু করা হয়েছে যেটা পুদুচেরির গ্রাহকদের ৩০০টি চ্যানেল বিনামূল্যে দেখতে দিচ্ছে।
তবে যদি আপনি একজন বিএসএনএল ভারত ফাইবার ব্রডব্যান্ড ব্যবহারকারী হন তাহলে ৫০০ টিভি চ্যানেল বিনামূল্যেই দেখতে পাবেন। যার মধ্যে জি, ষ্টার ও কালার্স এর মত ব্র্যান্ডের সমস্ত জনপ্রিয় চ্যানেল দেখা যাবে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে আপনার ব্রডব্যান্ড রিচার্জ সক্রিয় থাকতে হবে। কারণ ইন্টারনেটের মাধ্যমেই এই চ্যানেলগুলি চলবে।
প্রসঙ্গত, গোটা দেশে 4G ও 5G সার্ভিস চালু করার জন্য কাজ চালাচ্ছে বিএসএনএল। সব মিলিয়ে মোট ১ লক্ষ নতুন মোবাইল টাওয়ার বসানোর পরিকল্পনা রয়েছে গোটা দেশ জুড়ে। যার মধ্যে ইতিমধ্যেই ৬০,০০০ টাওয়ার বসানো হয়ে গিয়েছে। এদিকে আগামী ১৫ই জানুয়ারি থেকেই 3G পরিষেবা বন্ধের ঘোষণা এসেছে। কারণ এই দিন থেকে 3G এর বদলে 4G পরিষেবা শুরু হবে। তাই যে সমস্ত গ্রাহকদের এখনও 3G সিম রয়েছে তাদের নিকটবর্তী স্টোরে গিয়ে সিমকার্ড বদলে নেওয়ার অনুরোধ করা হয়েছে কোম্পানির তরফ থেকে।