পার্থ সারথি মান্না, কলকাতাঃ নতুন বছরে নতুন গাড়ি কেনার প্ল্যান করছেন? যদি ফ্যামিলির জন্য বড় বা ৭ সিটার গাড়ি কেনার প্ল্যান থাকে তাহলে আপনার জন্য সুখবর। এই মুহূর্তে বড় গাড়ির ক্ষেত্রে অনেকেই Maruti Suzuki Ertiga এর কথা ভাবতে পারেন। তবে এবার Ertiga কে টেক্কা দিতে নয়া এসইউভি আনছে Kia India। কেমন দেখতে হবে নতুন Kia Carens গাড়িটি? কি কি ফিচার্স থাকবে? বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।
শীঘ্রই লঞ্চ হতে চলেছে Kia এর নতুন SUV। KIA Carens Launching Soon
ইতিমধ্যেই বেশ কয়েকবার টেস্টিংয়ের জন্য রাস্তায় দেখা গিয়েছে Kia Carens গাড়িটিকে। যার ফলে বেশ কিছু ফিচার্স ও ডিজাইন সম্পর্কে আগে থেকেই আভাস পাওয়া গিয়েছে। পুরোনো মডেলের তুলনায় এই গাড়িতে ডিজাইনের ক্ষেত্রে বেশ কিছু বড় বদল দেখা যাবে। এছাড়াও আশা করা হচ্ছে পেট্রল ও ডিজেল ইঞ্জিনের পাশাপাশি ব্যাটারি বা EV ভার্সনও পাওয়া যাবে।
নতুন Kia Carens এর ডিজাইন ও ফিচার্স
সবার প্রথমেই যেটা চোখে পড়ার মত সেটা হল সামনের গ্রিল ডিজাইন। এছাড়া 16 ইঞ্চির ডুয়াল টোন অ্যালয় হুইল থেকেই LED কানেক্টেড DRL দেখা যাবে। বলার অপেক্ষা রাখে না LED হেডলাইট থাকবে। এছাড়া গাড়িটিতে সানরুফ, অ্যাম্বিয়েন্ট লাইটিং, ১০.২৫ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, ভেন্টিলেটেড সিট, ক্রুজ কন্ট্রোল, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, থাকবে। নিরাপত্তার জন্য ৬ টি এয়ারব্যাগ, অ্যাডভান্স ড্রাইভিং অ্যাসিস্টেন্স সিস্টেম থাকবে।
থাকছে নতুন দমদার ইঞ্জিন ও দাম
শুধুমাত্র গাড়ির বাহ্যিক ডিজাইনই নয় বরং ইঞ্জিনেও বদল আনা হতে চলেছে। নতুন মডেলটিতে 1.5L T-GDi পেট্রল ইঞ্জিন, 1.5L CRDi VGT ডিজেল ইঞ্জিন অপশনে পাওয়া যাবে। এছাড়াও একটি ইলেকট্রিক মডেল থাকবে। আশা করা হচ্ছে নতুন Kia Carens এর দাম ১১ লাখ টাকা থেকে শুরু হবে। তবে অফিসিয়াল লঞ্চ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।