Ajker Rashifal 9 January: আজ ৯ জানুয়ারি বৃহস্পতিবার পড়েছে। এদিন সিংহ ও বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা ধ্রুবযোগ তো রয়েইছে, এর পাশাপাশি ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাবেন। অনেকে অগ্রগতি করবেন এবং ব্যবসায় প্রচুর লাভ হবে। কিছুজনের দিনটি সাফল্যের মধ্যে দিয়ে কাটবে। শ্রদ্ধা বৃদ্ধির কারণে পুরো দিনটি আনন্দে কাটবে। তাহলে চলুন মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত বৃহস্পতিবারের দিনটি কেমন কাটবে জেনে নেওয়া যাক।
মেষ- এই রাশির জাতক জাতিকাদের জন্য দিনটা মোটামুটি ভাল কাটতে চলেছে। অনেক দিনের কোনও ইচ্ছা পূরণ হতে পারে। ধৈর্য্য ধরে কাজ করার ফল পেতে পারেন এবার। নতুন কাজের সন্ধান আপাতত না করলেও চললেও। বিভিন্ন বিষয় আরও বেশি নমনীয় হওয়া দরকার। পারিবারিক ক্ষেত্রে দায়িত্ব বাড়তে চলেছে।
বৃষ- দিনের শুরুর দিকে কাজের চাপ থাকবে। কর্মক্ষেত্রে কাজের পাশাপাশি সাংসারিক বিষয়েও কিছু দায়িত্ব পালন করতে হবে। যারা চাকরি করছেন, তাদের জন্য দিনটা হতে পারে গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ কোনও কাজের দায়ভার আপনার কাঁধে দেওয়া হতে পারে। সম্মতি ভাগাভাগি নিয়ে আলোচনা শুরু হতে পারে।
মিথুন- নিজের ওপর আস্থা রেখে এগিয়ে চলুন। অজান্তেই অন্য কোনও ব্যক্তির উপকার করবেন। আজকের দিনটা এই রাশির জাতক জাতিকাদের জন্য স্বাভাবিক থাকতে চলেছে। অর্থের কারণে জরুরি কোনও কাজ আটকে যাওয়ার সম্ভবনা কম। চাকরি ভাগ্য মন্দ নয়। ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা মন্দা দেখা দিতে পারে।
কর্কট- সামাজিক ক্ষেত্রে সম্মান বৃদ্ধি হওয়ার সম্ভবনা রয়েছে। নিজের বুদ্ধির জোরে বিশেষ জায়গা অর্জন করতে পারেন। জীবনে আসতে পারে নতুন কোনও মানুষ। আপাতত ভ্রমণের সম্ভবনা খুব একটা নেই। অর্থ ভাগ্য চলনসই। গুরুজনের স্বাস্থ্যের কারণে কিছুটা দুশ্চিন্তা থাকবে। পরিস্থিতি কঠিন মনে হলেও আপনি সফল হবেন।
সিংহ- নিজ গুনে নতুন দায়িত্ব সামলে এগিয়ে যেতে পারবেন। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি হওয়ার সম্ভবনা রয়েছে। আর্থিক ভাগ্য মন্দ না হলেও আপাতত খরচ করতে হবে বুঝেশুনে। সঙ্গীকে সর্বদা পাশে পাবেন। সাংসারিক ক্ষেত্রে আপাতত ভাল সময় কাটবে। গুরুজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলুন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে পেয়ে যেতে পারেন কোনও পুরস্কার।
কন্যা- দূর কোনও আত্মীয়ের কাছ থেকে পেতে পারেন আমন্ত্রণ। সপ্তাহের শেষের দিকে নতুন কাজের সন্ধান পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনার কাজ প্রশংসিত হবে। শত্রুপক্ষের পরিকল্পনা বানচাল করে এগিয়ে যেতে পারেন। নিজের স্বাস্থ্যের প্রতি আরও বেশি যত্নশীল হওয়া দরকার। লিভারের সমস্যা সাময়িক ভোগাতে পারে।
তুলা- চাকরির কাজে বাইরে কোথাও যেতে হতে পারে। বিদেশ যাত্রার সম্ভবনা রয়েছে। পড়ুয়াদের জন্য সময়টা ভাল। গুরুজনদের সঙ্গে মনে রাখার মতো সময় কাটতে পারে। বাড়িতে অতিথি আগমনের সম্ভাবনা রয়েছে। আধ্যাত্মিক দিকে মন ঝুঁকতে পারে। লেখাপড়ার প্রতি বাড়তে পারে আগ্রহ। অর্থভাগ্য চলনসই।
বৃশ্চিক- বাড়িতে অতিথি আগমনের সম্ভবনা রয়েছে। ঠাণ্ডা গরমের কারণে শরীর কিছুটা কাবু হতে পারে। সংসারে অশান্তি আশঙ্কা রয়েছে। ভাইবোনের সঙ্গে হতে পারে মনোমালিন্য। বাড়ির বাইরে আপনার সুখ্যাতি বজায় থাকবে। নতুন কাজের সন্ধান জারি রাখতে পারেন। ব্যবসায়ীদের জন্য দিনটা হতে চলেছে মধ্যমানের।
ধনু- যারা গবেষণার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটা গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে পারে। সকালের দিকে কাজের চাপ থাকলেও বিকেলের পর মনে থাকবে প্রশান্তি। বন্ধু ভাগ্য ভাল। আচমকা কিছু বাড়তি টাকা খরচ হওয়ার সম্ভবনা রয়েছে। কাছেপিঠে কোথাও ঘুরতে যাওয়ার ব্যাপারে বাড়িতে শুরু হতে পারে আলোচনা।
মকর- ব্যবসার সঙ্গে যুক্ত এই রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা ভাল প্রমাণিত হতে পারে। বাড়তি কিছু লাভের সম্ভাবনা রয়েছে। আগামী দিনে নতুন করে বিনিয়োগ করার আগে আরও একবার হিসেবনিকেশ করে দেখুন। বন্ধু রূপে কারও সাহায্য পেয়ে যেতে পারেন। চাপের মুখে নিজের সেরাটা দিতে পারবেন।
কুম্ভ- প্রিয় কোনও মানুষের শারীরিক সমস্যা দুশ্চিন্তার কারণ হতে পারে। বাড়িতে শান্ত পরিবেশ বজায় থাকবে। স্ত্রীর সঙ্গে কাটবে ভাল সময়। আপাতত খরচপাতি থাকবে হিসেবের মধ্যে। একাধিক জায়গায় আবেদন করলেও এখনই হয়তো নতুন চাকরির পাবেন না। পড়ুয়াদের জন্য আজকের দিনটা হতে পারে মধ্যমানের।
মীন- আজকের দিনটা এই রাশির জাতক জাতিকাদের জন্য মোটের ওপর ভাল কাটতে চলেছে। হঠকারী সিদ্ধান্ত নেওয়া থেকে নিজেকে দূরে রাখুন। অন্যের বুদ্ধিতে না চলে নিজের ওপর আস্থা রাখুন। অর্থ ভাগ্য খারাপ না, তবে অতিরিক্ত লাভের আশা না করাই ভাল। দরকারে গুরুজনদের পরামর্শ নিন। পরিবারকে আরও বেশি করে সময় দেওয়া দরকার।