Indiahood-nabobarsho

ডিভোর্স গুঞ্জনের মধ্যেই বাদ দল থেকে, চ্যাম্পিয়নস ট্রফির আগে জোর ঝটকা খেলেন চাহাল

Updated on:

yuzvendra chahal

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2024 বর্ষের টি-টোয়েন্টি বিশ্বকাপ মরসুমে জাতীয় দলে জায়গা হয়েছিল তাঁর। তবে ভারতের জার্সি গায়ে একটিতেও মাঠে নামা হয়নি। সুযোগ ছিল আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে নাম দাখিল করার। তবে সেই আশাও এখন মুছে যাওয়ার পথে। সূত্র বলছে, চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে দলে ঢোকার জায়গা এক প্রকার বন্ধ করে দিয়েছে ক্রিকেটারের রাজ্য দল। বিজয় হাজারের নক আউট রাউন্ডের জন্য হরিয়ানার স্কোয়াড থেকে বাদ পড়লেন ভারতের ধুরন্ধর লেগ ব্রেকার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

হরিয়ানা দলে গুরুত্ব নেই চাহালের!

বহুদিন দল থেকে বিচ্ছিন্ন থেকে এক প্রকার তিতিবিরক্ত হয়ে উঠেছিলেন ভারতীয় তারকা। জাতীয় দলের উপেক্ষা সহ্য করে অন্তত বিজয় হাজারে ট্রফির জন্য আশা বাঁচিয়ে রেখেছিলেন চাহাল। এবার সেই ইচ্ছেতেও জল ঢালল হরিয়ানা। বিজয় হাজারে ট্রফির গ্রুপ পর্বের জন্য আগেভাগেই চাহালকে ছেঁটে ফেলেছিল হরিয়ানা। তাঁকে দল থেকে সরিয়ে রেখেই গ্রুপ লিগের বিগত 7 ম্যাচের 6টিতেই জয় পেয়েছিল ডিভেন্ডিং চ্যাম্পিয়ন দল হরিয়ানা। সেবারের জয়ে 24 পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ-এ-তে দ্বিতীয় স্থানে জায়গা হয় হরিয়ানার। একই সাথে নক আউটের টিকিটও হাতে পেয়ে যায় চাহালের থেকে মুখ ফিরিয়ে নেওয়া দল।

দলে চাহাল না থাকায় সুবিধা হবে বাংলার?

বৃহস্পতিবার বিজয় হাজারে ট্রফির প্রি-কোয়ার্টার ফাইনালে বাংলা দলের বিরুদ্ধে আক্রমণ শানাতে মাঠে নেমেছে হরিয়ানার ছেলেরা। তবে সেই রণক্ষেত্রে জায়গা হয়নি যুজবেন্দ্র চাহালের। কোয়ার্টার ফাইনালের জন্য স্কোয়াড ঘোষণার আগেই চাহালকে দলে রাখার প্রয়োজনই মনে করেনি হরিয়ানার নির্বাচকরা। ফলত, সাদা বলে দক্ষ চাহালকে বাংলার বিরুদ্ধে না নামিয়ে ম্যাচ জেতার চেষ্টা করবে হরিয়ানা। তবে বিশেষজ্ঞ মহলের দাবি, বৃহস্পতির ম্যাচ চাহালহীন হওয়ায় সুযোগের সদ্ব্যবহার করতে এক ইঞ্চিও পিছিয়ে যাবে না বাংলা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বিবাহ বিচ্ছেদ গুজনের কারণেই বাদ পড়লেন হোয়াইট বল মাস্টার?

বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রে খবর, হরিয়ানা দল থেকে চাহালের বাদ পড়ার সাথে ভারতীয় তারকার বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গ একেবারেই জড়িয়ে নেই। হরিয়ানা ক্রিকেট সংস্থার এক কর্তা জানান, ব্যক্তিগত জীবনে সমস্যার কারণে নয়, বরং ক্রিকেটের ফর্ম জনিত কারণেই দলে জায়গা হয়নি যুজির। হরিয়ানা ক্রিকেট দলের কর্তা আরও বলেন, চাহালের সাথে আলোচনার পরই আমরা তাঁকে দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমাদের নজর রয়েছে তরুণ প্রজন্মের দিকে। ভবিষ্যতের কথা চিন্তা করে বেশ কয়েকজন তরুণকে তৈরি করার চেষ্টা চালাচ্ছি। লেগ স্পিনার অলরাউন্ডার পার্থ বৎসকে আমরা এবার বিজয় হাজারের ম্যাচে সুযোগ দিয়েছি।

বাংলা দলের বিরুদ্ধে হরিয়ানার আজকের স্কোয়াড

বৃহস্পতিবার বাংলার ছেলেদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে যাদের ওপর ভরসা করেছে হরিয়ানা, তাঁরা হলেন- নামায় আর্শ রঙ্গ, হিমাংশু রানা, দীনেশ বনা (উইকেটরক্ষক), রাহুল তেওয়াটিয়া, অমিত রানা, অংশুল কাম্বোজ, সুমিত কুমার, অঙ্কিত কুমার (অধিনায়ক), নিশান্ত সিন্ধু, আদিত্য কুমার ও পার্থ বৎস।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group