Indiahood-nabobarsho

২৮ দিন থেকে ৩৩৬ দিন অবধি রিচার্জ করা থেকে হন টেনশনমুক্ত, বড় চমক দিল Jio

Published on:

jio recharge plan

শ্বেতা মিত্র, কলকাতা: আবির্ভাবের পর থেকে ক্রমে মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেছিল রিলায়েন্স Jio। এখন দেশের সবথেকে জনপ্রিয় টেলিকম সার্ভিস প্রোভাইডার হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে কোম্পানি। ভোডাফোন আইডিয়া, Airtel-র মতো তাবড় তাবড় কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে মুকেশ আম্বানির রিলায়েন্স জিও। দেশের সেরা টেলিকম কোম্পানি হওয়ার পিছনে অন্যতম কারণ সাধারণ মানুষের প্রয়োজন অনুযায়ী রিচার্জ প্ল্যান অফার করা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বড় চমক Jio- র

জিও ২৮ দিন থেকে শুরু করে ৩৩৬ দিনের মেয়াদ যুক্ত রিচার্জ প্ল্যান অফার করে। যাদের কম দামের মধ্যে রিচার্জ প্ল্যান দরকার তাদের জন্য যেমন প্ল্যান রয়েছে, তেমনই যারা একটু বেশি টাকা খরচ করে দীর্ঘ মেয়াদের রিচার্জ করাতে চাইছেন তাদের জন্যও রয়েছে জিওর রিচার্জ প্ল্যান। অনেকের হয়তো জানেন না জিওর এই সব রিচার্জ প্ল্যান সম্পর্কে। রিচার্জ করার সময় যাতে সমস্যা কিছুটা দূর হয়, সেজন্য আজকের এই প্রতিবেদন। এই প্রতিবেদনে তিনরকম প্রাইস রেঞ্জের তিনটি রিচার্জ প্ল্যানের কথা আপনাদের জানাতে চলেছি।

১৮৯ টাকার রিচার্জ প্ল্যান

জিওর এই রিচার্জ প্ল্যান অত্যন্ত সাশ্রয়ী দামের মধ্যে রাখা হয়েছে। এই প্ল্যানের খরচ যেমন কম, তেমনই চলবেও প্রায় গোটা মাস জুড়ে। এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিনের। এই ২৮ দিনে আপনিও যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ফোন করার সুবিধা পাবেন। আঠাশ দিনের মেয়াদ যুক্ত এই রিচার্জ প্ল্যানে মোট ২ জিবি করে ডেটার সুবিধা দেওয়া হয়। দুই জিবি নেটের পাশাপাশি এই রিচার্জ প্ল্যানে ব্যবহারকারীদের মোট ৩০০ টি ফ্রি এসএমএস-এর সুবিধাও দেওয়া হয়। এতে আপনি Jio Cinema, Jio Cloud এবং Jio TV-এর ফ্রি সাবস্ক্রিপশন পেয়ে যাবেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

৪৭৯ টাকার রিচার্জ প্ল্যান

যারা আর একটু বেশি মূল্যের রিচার্জ প্ল্যান নিতে চাইছেন তাদের জন্য এটা একটা ভাল অপশন হতে পারে। এই রিচার্জ প্ল্যানে গ্রাহকদের ৮৪ দিনের ভ্যালিডিটি অফার করা হয়। এই ৮৪ দিনে আপনিও যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ফোন করার সুবিধা পাবেন। চুরাশি দিনের মেয়াদ যুক্ত এই রিচার্জ প্ল্যানে মোট ৬ জিবি করে ডেটার সুবিধা দেওয়া হয়। ছয় জিবি নেটের পাশাপাশি এই রিচার্জ প্ল্যানে ব্যবহারকারীদের মোট ১,০০০ টি ফ্রি এসএমএস-এর সুবিধাও দেওয়া হয়। এই প্ল্যানে Jio Cinema, Jio Cloud এবং Jio TV-এর ফ্রি সাবস্ক্রিপশন পেয়ে যাবেন।

১৮৯৯ টাকার রিচার্জ প্ল্যান

যারা বারবার রিচার্জ করার ঝামেলা থেকে মুক্তি পেতে চাইছেন তাদের জন্য এই রিচার্জ প্ল্যানটি আদর্শ প্রমাণিত হতে পারে। একবার ১৮৯৯ টাকা দিয়ে রিচার্জ করলে ৩৩৬ দিনের ভ্যালিডিটি পেয়ে যাবেন। এই সময়কালে সব নেটওয়ার্কের জন্য আনলিমিটেড ফ্রি কলিংয়ের সুবিধা পেয়ে যাবেন। আনলিমিটেড কলিংয়ের পাশাপাশি মোট ২৪ জিবি ডেটা পরিষেবা পেয়ে যাবেন। এছাড়াও এই রিচার্জ প্ল্যানে লোকাল এবং STD নেটওয়ার্কের জন্য মোট ৩,৬০০ টি SMS দেওয়া হয়। এই প্ল্যানে Jio Cinema, Jio Cloud এবং Jio TV-এর ফ্রি সাবস্ক্রিপশন পেয়ে যাবেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group