পার্থ সারথি মান্না, কলকাতাঃ সম্প্রতি শিক্ষাক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি নিয়ে বেশ কিছু বদলের ঘোষণা সামনে এসেছে। এরপরই জাল মার্কশিট বা শংসাপত্রের বাড়বাড়ন্ত রুখতে করা পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত শিক্ষা সংসদের। নতুন পদ্ধতিতে তৈরী হওয়া মার্কশিট জাল করা যেমন মুশকিল। তেমনি অনায়াসেই ধরে ফেলা যাবে। কি স্পেশাল থাকছে? চলুন জেনে নেওয়া যাক।
মার্কশিটেও জাল নোটের মত কড়াকড়ি
এবার থেকে মার্কশিটেও থাকবে স্পেশাল ইউভি সিকিউরিটি থ্রেট কোড। হ্যাঁ ঠিকই আন্দাজ করেছেন, ঠিক যেমনটা টাকায় থাকে তেমনটাই থাকবে পরীক্ষার শংসাপত্রেও। এই প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, পরীক্ষায় জালিয়াতি আটকানোর জন্য আমরা সর্বদাই সতর্ক থাকি। গতবছর থেকেই চালু হয়েছে QR কোডের ব্যবহার। তবে এবার গোটা সিস্টেমটা আরো নিরাপদ করতে নতুন পদ্ধতির সাহায্য নেওয়া হচ্ছে। পড়ুয়াদের জন্য নিরাপত্তা ব্যবস্থা আরও কঠিন করা হচ্ছে।
ইউভি সিকিউরিটি থ্রেট কোড কি?
যেমনটা জানা যাচ্ছে উচ্চ মাধ্যমিকের মার্কশিটে এই থ্রেট কোড দেওয়া হবে। যার ফলে মার্কশিটটি নজল বা জাল কি না বুঝতে পারে যাবে খুব সহজেই। মার্কশিটের ভিতরে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কোড থাকবে, যেটা খালি চোখে দেখা না গেলেও UV লাইট দিয়ে স্ক্যান করলেই দেখতে পাওয়া যাবে।
অবশ্য শুধুমাত্র উচ্চমাধ্যমিকের নয় মাধ্যমিকের ক্ষেত্রেও জালিয়াতি ও ভুয়ো মার্কশিট আটকাতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের সচিব সুব্রত ঘোষ জানান, ‘নকল মার্কশিট দেখিয়ে ভর্তির চেষ্টা হচ্ছে, এমন সন্ধে হলেই সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকে মধ্যশিক্ষা পর্ষদের সাথে যোগাযোগ করতে হবে। তারপর আমাদের বিশেষজ্ঞরা সেটা দেখে বলে দেবে মার্কশিট জাল কি না।
প্রসঙ্গত, গতবছর থেকেই বাড়তি নিরাপাত্তা ও জালিয়াতি আটকানোর জন্য উচ্চ মাধ্যমিকের প্রশ্নেও সিরিয়াল নাম্বার উল্লেখ করা হয়েছিল। ইউনিক কিউআর কোডের এই সিস্টেমটি এবারেও থাকছে। ফলে কোনরকমেরপ্রীতিকর ঘটনা হলেই সেটা ধরে ফেলা যাবে। এছাড়া এতদিন মার্কশিটে যে কিউআর কোড থাকে সেটা স্ক্যান করলে পরীক্ষার্থীর নাম ও রেজিস্ট্রশন নাম্বার দেখাত। তবে এবার থেকে সেখানে শিক্ষার্থীর নাম, ঠিকানা থেকে শুরু করে সমস্ত তথ্য দেখতে পাওয়া যাবে বলে জানা যাচ্ছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |