শ্বেতা মিত্র, কলকাতাঃ ডিএ (Dearness Allowance) মামলা নিয়ে বিতর্ক যেন থামতেই চাইছে না। সুপ্রিম কোর্টে বারবার পিছিয়ে যাচ্ছে শুনানি। চলতি সপ্তাহের মঙ্গলবার দীর্ঘদিনের খরা কাটবে বলে আশা করেছিলেন। তবে সে গুড়ে বালি। এবারেও পিছিয়ে যায় শুনানি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মার্চ মাসে ফের একবার শুনানি হওয়ার কথা রয়েছে। স্বাভাবিকভাবেই এহেন ঘটনায় বারবার মন ভাঙছে সরকারি কর্মীদের। তাঁদের আবার সুপ্রিম কোর্টের বিচারপতি থেকে শুরু করে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার কথাও বলছেন সকলে। এহেন অবস্থায় এই নিয়ে বিরাট মন্তব্য করলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। DA ইস্যুতে বরাবরই তাঁর বক্তব্য সংবাদ শিরোনামে উঠে আসে। এবারও সেটার ব্যতিক্রম ঘটেনি। জেনে নিন তিনি কী বলেছেন।
বিস্ফোরক পোস্ট মলয় মুখোপাধ্যায়ের
ফেসবুকে এক পোস্টে মলয় মুখোপাধ্যায় লেখেন ‘আমাদের সম্প্রতি করা একটি পোস্টে অনেকেই সুপ্রিমকোর্টের বিচারপতি থেকে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণের করার কথা শোনাচ্ছেন৷ অনেকেই বলছেন যে, সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতিকে DA মামলাটির ব্যাপারে আলোকপাত করা হোক৷ সেইপ্রেক্ষিত আমরা বলছি তা আমরা করেছি! আমাদের অবসরপ্রাপ্ত কর্মচারি সংগঠনও একসাথে বিগত প্রধান বিচারপতিকে মেল করে তা জানিয়েছে৷ রাষ্ট্রপতিকে জানান হয়েছে, তিনি সেই চিঠি সি.এস কে ফরওয়ার্ড করে দিয়েছেন৷ এইসব চিঠি পাবলিক ডোমেনে প্রকাশ করাটা অনুচিত বলে তা প্রকাশ্যে আনিনি৷৷ তবে কেউ দেখতে চাইলে দেখাতেও পারি৷’
তিনি আরও লেখেন, ‘এই প্রেক্ষিত বলি একজন সরকারি কর্মী তিনি নিজে উদ্দ্যোগে দুই প্রধাণ বিচারপতিকে যে চিঠি দিয়েছিলেন, তিনি তা আমাদের পোস্টে এক প্রশ্নকারি কর্মীকে তিনি তার অভিজ্ঞতা আমার সম্প্রতি করা পোস্টে উল্লেখ করেছেন৷ তাঁর নাম শ্রী বিশ্বজিৎ মুখার্জী৷ তিনি শংঙ্কর মুখার্জীর প্রশ্নের উত্তরে কি জানিয়েন তা নিন্মে দেখুন:
Shankar Chakraborti D Y CHANDRACHUR, CJI এবং SRI SANJIV KHANNA,CJI এর কাছে আমি EMAIL ও SPEED POST করে অভিযোগ করেছি, প্রথম টা Supreme Court খারিজ করে দিয়েছে, দ্বিতীয় জন কোন response করেন নি। তারপরও List এর শেষে মামলাটা ইচ্ছা করে রেখেছে, যাতে Hearing না হয়।আমাদের লড়তে হচ্ছে Court এর সঙ্গে, সরকার বা opposite party এর Advocate এর সঙ্গে নয়। এমনভাবে Listing করছে যাতে Hearing না হয়, সময়ের অভাবে। হাজার হাজার, কর্মচারী যদি President of India ও Prime Minister এর কাছে লিখিত অভিযোগ করেন, তাহলেই কিছুটা আশা করা যায়।’
বকেয়া ও বর্ধিত হারে কবে ডিএ মিলবে?
এখন সকলের মুখে একটাই প্রশ্ন, বকেয়া ও বর্ধিত হারে কবে ডিএ মিলবে? এই প্রশ্নের উত্তর না মিললেও মলয়বাবু জানান, ‘ এই মামলা শুধু আমাদের সংগঠনের নয় সামগ্রিক কর্মচারি সমাজের, তাই আপনাদেরকেও বলছি, কিছু হোক বা না হোক,তথাপি আপনারা মেল মারফত মামলাটি শোনার জন্য প্রধান বিচারপতিকে অনুরোধ জানাতেই পারেন৷ তাতে কোনও আইনি বাধা নেই৷ তবে প্রধান মন্ত্রী বা রাষ্ট্রপতিকে এই ব্যাপারে চিঠি দিলে, তাঁরা সর্বোচ্চ আদালতে কোনও হস্তক্ষেপ করবেন না। তাঁরা সেই চিঠি এই রাজ্যের মুখ্য সচিবের কাছে পাঠিয়ে দেবেন৷’