ক্যাচ মিস, তারপরেও হল আবেদন! ব্যাটারকে আউটও দিলেন আম্পায়ার, BPL-এ চরম নাটক

Published on:

The third umpire made headlines with the controversial dismissal of sheikh mehdi in the bpl match

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (Bangladesh Premier League) চলতি টুর্নামেন্ট আসরে চরম নাটকীয়তা দেখল ওপার বাংলার ক্রিকেট। বৃহস্পতিবার ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্সের হাইভোল্টেজ ম্যাচে প্রথমবারের জন্য অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউটের নজির তৈরি হলো।

WhatsApp Community Join Now

আর এই দুর্ভাগ্যের বেড়াজালে যিনি না চাইতেও নিজেকে জড়িয়ে ফেলেছেন, তিনি হলেন রংপুর রাইডার্সের তারকা ব্যাটার শেখ মেহেদী। পদ্মা পাড়ের ক্রিকেটারকে বিতর্কিত আউট দিয়ে শিরোনামে উঠে এসেছেন গত BPL ম্যাচের থার্ড আম্পায়ার।

অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট হলেন মেহেদী

বৃহস্পতিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে মাঠে নামেন রংপুরের মেহেদী। তখন 19তম ওভার চলছিল, স্ট্রাইকে থাকা মেহেদীকে বল ছোঁড়েন জাহানদাদ খান। ব্যাটের সাথে সম্পর্ক হতেই তিড়িং খেয়ে উপরে উঠে যায় বল। তড়িঘড়ি বলটি লুফে নিতে ছুঁটে যান বোলার।

তবে বিপদ বাড়ে একই লাইনে নন-স্ট্রাইক থেকে নুরুল হাসান সোহান সিঙ্গেল রান নিতে যাওয়ার সময়। বিপরীত প্রান্তের ব্যাটসম্যান সিঙ্গেল নিতে যাওয়ায় ক্যাচ ধরতে ব্যর্থ হন জাহানদাদ। তবে আশ্চর্যের বিষয়, ক্যাচ মিস হওয়া সত্ত্বেও মেহেদীকে আউট দেখিয়ে মাঠ ছাড়া করেন থার্ড আম্পায়ার। আর এই ঘটনাই তীব্র বিতর্কের জন্ম দিয়েছে।

বোলার ক্যাচ মিস করা সত্ত্বেও কেন আউট হলেন মেহেদী?

মেহেদীর ব্যাটের ছোঁয়া পেতেই ওপরে উঠে যায় বল, ক্যাচ নিতে ছুটে যান বোলার জাহানদাদ। তবে নন স্ট্রাইক ব্যাটারের কারণে লক্ষ্য থেকে ছিটকে গিয়েছেন তিনি। মিস হয়েছে ক্যাচ। কিন্তু এই ঘটনা সত্বেও মেহেদীকে আউট দেখিয়েছেন থার্ড আম্পায়ার। যা শুধু ওপার বাংলায় নয় বরং গোটা বিশ্ব ক্রিকেটে জল্পনার বীজ বপন করেছে। প্রশ্ন উঠছে কেন এমন বিতর্কিত সিদ্ধান্ত নিলেন থার্ড আম্পায়ার?

এ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফরচুন বরিশালের ব্যাটিং কোচ নাফিস ইকবাল জানান, বোলারকে ক্যাচ নিতে বাধা দিয়েছেন সোহান। এ কথা একদমই ঠিক। কিন্তু আম্পায়ারের মতে, সাধারণত যে হিট করে সেই আউট হয়। তবে যিনি ব্যাট চালিয়েছেন তিনি আউট হবেন নাকি ক্যাচে বাধা দেওয়া নন স্ট্রাইকার, তা নিয়ে যথেষ্ট সংশয় ছিল। অবশেষে সেই সংশয় কাটিয়েছেন আম্পায়ার নিজেই।

থার্ড আম্পায়ারের বক্তব্য, মূলত যিনি ব্যাট চালিয়েছেন তিনি আউট হবেন। কিছু ক্ষেত্রে উইকেটের অপরপ্রান্তে থাকা ব্যাটসম্যান যিনি ক্যাচ নিতে বাধা দিয়েছেন তাঁরও আউট হওয়ার সম্ভবনা থাকে। ইকবালের শেষ সংযোজন, ক্রিকেটের যাবতীয় নিয়ম মাথায় রেখেই মেহেদীকে আউট দিয়েছেন থার্ড আম্পায়ার। আর তাঁর এই সিদ্ধান্তকে আমরা মেনে নিয়েছি।

রংপুর-বরিশাল ম্যাচের নাটকীয় সমাপ্তি

বৃহস্পতিবার ম্যাচের শুরুতে ব্যাট করতে নামা বরিশাল শত্রু পক্ষের ছেলেদের উদ্দেশ্যে 198 রানের বড় লক্ষ্য ঝুলিয়ে দেয়। ফলত, দূরের গন্তব্যকে পাখির চোখ করে ব্যাট হাতে এগোতে থাকে রংপুর। সময় যত গড়াচ্ছিল হাই ভোল্টেজ ম্যাচ ঢুলছিল রংপুরের দিকেই। গোটা ম্যাচে টানটান উত্তেজনা থাকলেও গতকালের শেষটা হয়েছিল নাটকীয় ভাবেই। শেষ ওভারে পৌঁছে ম্যাচ জেতা এক প্রকার অসম্ভব হয়ে উঠেছিল রংপুরের কাছে। ম্যাচের অন্তিম লগ্নে পৌঁছে শেষ 6 বলে প্রয়োজন ছিল 26 রান। আর দলের সেই গুরু দায়িত্ব একার কাঁধে চাপিয়ে 3টি করে চার ও ছক্কা হাঁকিয়ে 30 রান তুলে দেন রংপুর অধিনায়ক। যার জেরে সহজেই 198-এর লক্ষ্য ভেদ করে রংপুর রাইডার্স।

সঙ্গে থাকুন ➥
X