Indiahood-nabobarsho

৬০ টাকাতেই ঘুরল ভাগ্যের চাকা! কয়েক ঘন্টায় কোটিপতি ধূপগুড়ির সিভিক ভলিন্টিয়ার

Published on:

dhupguri civic volunteer wins lottery becames crorepati

পার্থ সারথি মান্না, কলকাতাঃ কেউ সাথে তো কেউ অভ্যাস বশত লটারি (Lottery) কেটেই থাকেন। তাছাড়া প্রায়দিন এমন খবর শোনা যায় যে লটারি কেটেই কোটিপতি হয়ে কপাল ফিরেছে কোনো এক দরিদ্র ব্যক্তির। তবে এবার জানা যাচ্ছে এক সিভিক ভলিন্টিয়ার কোটিপতি হয়ে গিয়েছেন লটারির টিকিট কেটে। তাও মাত্র কয়েক ঘন্টার মধ্যেই।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

লটারি কেটে কোটিপতি সিভিক ভলিন্টিয়ার

যেমনটা জানা যাচ্ছে, ধূপগুড়ি থানার একজন সিভিক ভলিন্টিয়ার চন্দন রায়। ধূপগুড়ি ট্রাফিক গার্ডে কর্মরত থাকেন তিনি। মাঝে মধ্যেই লটারি কাটতেন তিনি। সেইমত মঙ্গলবারও ট্রাফিক গার্ডের কাছেই চৌপাট্টির মোড়ের কাছের একটি দোকান থেকে লটারি কিনেছিলেন ৬০ টাকার বিনিময়ে। এরপর রেজাল্ট বেরোতেই আনন্দে আত্মহারা হয়ে যান তিনি। সন্ধ্যে ৬ টার ড্রয়ে জ্যাকপট টিকিটটি কেটেছিলেন চন্দনবাবু।

কোটিপতি হয়ে দারুণ খুশি চন্দন রায়

বিগত ১১ বছর ধরে ধূপগুড়ি থানার ট্রাফিক গার্ডে কাজ করেন চন্দন রায়। তাঁর পরিবারে দুই ভাই ও দুই বোন রয়েছে বলে জানা যাচ্ছে। আর বাবা কৃষিকাজের সাথে যুক্ত। ২ থেকে আড়াই বিঘা মত জমি রয়েছে সেখানেই চাষের কাজ করেন তিনি। ছেলের লটারি পাওয়ার খবরে স্বাভাবিকভাবেই খুশি গোটা পরিবার।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এদিন লটারি জেতার পর সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হলে চন্দনবাবু জানান, ‘খুশি তো হওয়ারই কথা। সবারই একটা আশা থাকে, আমারও ছিল। ৬০ টাকা দিয়ে লটারি কেটেছিলাম। মেলানোর জন্য কাউন্টারে গিয়ে জানতে পারি লটারি জিতেছি’। তবে মোটা টাকা পেয়ে চাকরি ছাড়ছেন না তিনি। যেমন সিভিক ভলিন্টিয়ারের চাকরি করছেন তেমন চালিয়ে যাবেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group