Indiahood-nabobarsho

হকারদের ব্যবসা করার আর হবে না কোনও সমস্যা, নিউটাউনে ৫ তলা মার্কেট তৈরি করছে NKDA

Published on:

nkda

শ্বেতা মিত্রঃ কলকাতা শহরের হকারদের জন্য রইল এক দারুণ সুখবর। আগামী দিনে আর প্রশাসনের তরফে উচ্ছেদের ভয় থাকবে না। কারণ এবার হকারদের জন্য তৈরি হতে চলেছে এক ঝাঁ চকচকে মার্কেট। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। জানা গিয়েছে, নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (New Town Kolkata Development Authority) DLF-র কাছে রাস্তার ধারে হকার এবং রাস্তার বিক্রেতাদের পুনর্বাসনের জন্য অ্যাকশন এরিয়া ১ এর নিউ টাউন বিজি ব্লকে ২০ কাটা প্লটে একটি পাঁচতলা মার্কেট কমপ্লেক্স-কাম-কমিউনিটি হল তৈরির পরিকল্পনা করেছে। হ্যাঁ ঠিকই শুনেছেন। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কী বলছে NKDA?

নতুন এই পরিকল্পনা প্রসঙ্গে NKDA-র এক আধিকারিক বলেন, “গত বছর পুজোর আগে করা সমীক্ষা অনুসারে, ডিএলএফ বিল্ডিং সংলগ্ন প্রায় ২০০ হকার এবং বিক্রেতা বর্তমানে ব্যবসা করছেন।” কর্তৃপক্ষ আনুমানিক সাড়ে চার কোটি টাকা ব্যয়ে ভবন নির্মাণের জন্য একটি সংস্থাকে নিযুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে। প্রকল্পটি শুরুর তারিখ থেকে ছয় মাসের মধ্যে শেষ করতে হবে।

হু হু করে বাড়ছে হকারের সংখ্যা

বিগত কিছু বছরে শহরে হকারের সংখ্যা হু হু করে বাড়ছে। যদিও তাদের ভালো দোকান নেই ব্যবসা করার। এহেন অবস্থায় এবার সকলের জন্য কার্যত বড় উদ্যোগ নিয়েছে এনকেডিএ। এক তথ্য অনুসারে, বর্তমানে নিউ টাউন অ্যাকশন এরিয়া ১-এ দুটি এনকেডিএ পরিচালিত কমিউনিটি মার্কেট রয়েছে। বর্তমানে নিউটাউন জুড়ে প্রায় ১৪টি হকার মার্কেট এবং ১২টি এনকেডিএ পরিচালিত কমিউনিটি মার্কেট রয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এনকেডিএ ১,২৪৬ জন চিহ্নিত হকারকে পরিচয়পত্র দেওয়া শুরু করবে, যারা পুনর্বাসনের জন্য যোগ্য কিন্তু তাদের নাম পুনর্বাসন তালিকায় নেই। পুজোর আগে করা এক সমীক্ষায় জানা গিয়েছে, নিউ টাউনে মোট ৩১৩৩ জন হকার রয়েছেন। এর মধ্যে ১ হাজার ৮৮৭ জন হকারকে পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছে কর্তৃপক্ষ। ইতিমধ্যেই ১০টি স্টল ও মার্কেটে প্রায় ১২০০ হকার ও বিক্রেতাকে পুনর্বাসন দেওয়া হয়েছে। নতুন জবরদখল সাফ করার আগে হকার ও রাস্তায় পরিচয়পত্র দেওয়া হবে বলে খবর।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group