বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘাড়ের কাছে গরম নিঃশ্বাস ফেলছে ইংল্যান্ড সিরিজ। ফলত চ্যাম্পিয়নস ট্রফির আগে ইংল্যান্ড বাহিনীকে নাস্তানাবুদ করে জয়ে ফেরার কঠিন ছক কষছে ভারত। এহেন আবহে জাতীয় দলে দুঃসংবাদ বয়ে আনলেন তরুণ পেসার মায়াঙ্ক যাদব। জানা গিয়েছে, চোট জর্জরিত হওয়ায় ইংলিশ বাহিনীর বিরুদ্ধে আপাতত মাঠে নামা হচ্ছে না তাঁর। কাজেই 150 কিমি গতিবেগের বোলারকে হারিয়ে এখন চিন্তায় টিম ইন্ডিয়া।
চোটের কাছে পরাস্ত মায়াঙ্ক যাদব!
গত আইপিএল মরসুমে নিজের ফার্স্ট বোলিং দক্ষতা দেখিয়ে অসংখ্য প্রশংসা কুড়িয়েছিলেন ভারতের তরুণ প্রতিভা মায়াঙ্ক। 150 কিমি প্রতি ঘন্টা গতিবেগে দুর্ধর্ষ বোলিং করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। গত আইপিএল মরসুমে বোলিং দাপট দেখালেও চোটের কারণে মরসুমের শেষ দিনগুলো মাঠের বাইরেই কাটাতে হয়েছিল তাঁকে। চোট গুরুতর হওয়ায় মাঠে ফিরতে সময় লাগবে এই আশঙ্কা প্রথম থেকেই ছিল।
যদিও আসন্ন আইপিএলের জন্য লখনউ সুপার জায়ান্ট দলে ইতিমধ্যেই রিটেন করেছেন মায়াঙ্ক। শোনা যাচ্ছে চোট কাটিয়ে মাঠে নামতে মরিয়া হয়ে উঠেছেন ভারতীয় পেসার। এমনকি নিজেকে দলে ফেরাতে বলের গতিও কমিয়ে দিয়েছিলেন যাদব। তবে শত চেষ্টা সত্ত্বেও চোট যন্ত্রণা থেকে নিস্তার পাননি ভারতীয় তরুণ। কিন্তু শেষ পর্যন্ত ফিট হয়ে ইংল্যান্ড সিরিজে মাঠে ফেরার সুযোগ ছিল তাঁর। এবার সেই সম্ভাবনাও গুঁড়িয়ে গিয়েছে। চোটের কারণ দেখিয়েই মাঠে ফেরা হচ্ছে না মায়ঙ্কের।
ভারতীয় পেসারের চোটের ধরণ | Mayank Yadav Injury |
পদ্মা পাড়ের দল বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলে অভিষেক হয়েছিল মায়াঙ্ক যাদবের। তবে অভিষেক সিরিজের পরই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামা হয়নি ভারতের এই তরুণ প্রতিভার। প্রোটিয়া সিরিজের আগে 2023 সালেও চোট দেখিয়ে রঞ্জি থেকে ছিটকে গিয়েছিলেন মায়ঙ্ক। তবে তাঁর চোটের ধরণ কী তা জানা যায়নি।
তবে বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছে, ভারতীয় পেসার মায়াঙ্কের পিঠের চোট রয়েছে। এখন চোট খুব একটা গুরুতর না হলেও বর্তমানে একেবারেই ফিট নন ভারতের তরুণ তারকা। আর সেই কারণেই আসন্ন ইংল্যান্ড সিরিজে তাঁকে দলে পাচ্ছে না ভারত। সূত্র বলছে, 23 জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া রঞ্জি ট্রফির ম্যাচেও দিল্লি দলে জায়গা হয়নি যাদবের। নেপথ্যে সেই চোট যন্ত্রণা।
বেঙ্গালুরুতে রিহ্যাব করাচ্ছেন মায়াঙ্ক
চোটের কারণে বেশ কয়েক মাস ধরে বেঙ্গালুরুতেই রয়েছেন দিল্লির তরুণ পেসার মায়াঙ্ক। জানা গিয়েছে, চোট সারিয়ে দ্রুত মাঠে ফেরার জন্য রিহ্যাব করছেন ভারতীয় পেসার। বলা বাহুল্য, গতবছর অর্থাৎ 2024 মরসুমে ওপার বাংলার ছেলেদের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে পাড়ি জমিয়েছিলেন মায়াঙ্ক। এরপর চোটের কারণে আর মাঠে ফেরা হয়নি তাঁর। সৈয়দ মুস্তাক আলি ট্রফি ও বিজয় হাজারে ট্রফিতেও খেলতে পারেননি লখনউ তারকা। এবার সেই পথ ধরেই আসন্ন ইংল্যান্ড সিরিজেও দলে ফেরা হচ্ছে না 22 বছর বয়সী মায়াঙ্কের।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ ম্যাচে পিঠে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন জসপ্রীত বুমরাহ। তাঁকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছিল। বুমরাহ যে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে খেলছেন না, সেটা নিশ্চিত। তবে তিনি চ্যাম্পিয়নস ট্রফিতে তাঁর খেলা নিয়ে সংশয় রয়েছে। ওদিকে ভারতের আরেক পেসার আকাশ দীপও চোটে আক্রান্ত। এই তিন পেসারকে নিয়ে চিন্তায় ডুবেছে BCCI।