শ্বেতা মিত্র, কলকাতাঃ Exclusive: ২০২৫ সাল পড়ে গিয়েছে। আর নতুন বছর মানেই হল একটা আলাদাই উত্তেজনা। ইতিমধ্যেই নতুন বছর শুরু হতে না হতেই কেউ যাচ্ছেন ঘুরতে তো কেউ যাচ্ছেন পিকনিক করতে। আবার কেউ কেউ আছেন যারা কিনা সিনেমা দেখছেন, নিত্য নতুন গান শুনছেন। সব মিলিয়ে বছরের শুরুটা মোটের ওপর অনেকের ভালোই কাটছে। তবে এই চলতি বছরে বেশ কিছু জিনিস আবার ভাইরালও হচ্ছে যার মধ্যে রয়েছে একটি গান। এই গানটিকে ২০২৫ সালের প্রথম ভাইরাল গানের আখ্যা দেওয়া হয়েছে। যদিও এটি ওড়িয়া গান। এই গানের কণ্ঠ দিয়েছেন সত্য অধিকারী।
২০২৫-এর প্রথম ভাইরাল গান Chhi Chhi Re Nani
গান শুনতে কে না ভালোবাসেন। অনেকেই আছেন যারা কিনা সারাদিনে একটু গান না শুনলে পেটের ভাত হজম করতে পারেন না। ফলে সঙ্গীত প্রেমীদের চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন কোম্পানি, গায়ক-গায়িকারা গান এনেই চলেছেন। এবারও সেটার ব্যতিক্রম ঘটল না। বর্তমানে ইউটিউব থেকে শুরু করে ফেসবুকে একটি গান তীব্র গতিতে ভাইরাল হচ্ছে। যেটির নাম হল ‘Chhi Chhi Chhi Re Nani’।
আসলে এটি একটি ওড়িয়া ভাষার গান। এই গানটি আদতে ৬ বছর আগে রিলিজ করেছিল। গানটিতে গলা দিয়েছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী সত্য অধিকারী। এখন নিশ্চয়ই ভাবছেন যে এত বছর পর গানটি ফের কেন বিদ্যুতের গতিতে ভাইরাল হচ্ছে? তাহলে জানিয়ে রাখি, এই বিখ্যাত ওড়িয়া গানের একটি অংশ খুব ভাইরাল হয়েছে। এই নিয়ে অনেক মিম তৈরী হয়েছে, সেইসঙ্গে গানটির ক্লিপ যেখানে ‘ছিঃ ছিঃ ছিঃ রে ননী’ অংশটি রয়েছে সেটি নিয়ে শুরু হয়েছে যত আলোচনা।
‘ছিঃ ছিঃ ছিঃ ননি’ গানের আসল অর্থ কী? Viral
Chi Chi Re Nani Song Meaning |
এখন নিশ্চয়ই ভাবছেন যে এই ‘ছিঃ ছিঃ ছিঃ ননি’ গানের আসল অর্থটি ঠিক কী? বাংলায় অনুবাদ করলে জানা যায়, এর অর্থ হল ‘তুই শুধু টাকা-পয়সা, সোনা-দানাই চিনলি, মানুষ চিনলি না । যার টাকা পয়সা আছে তার মন নাই, আজ আমার টাকা-পয়সা নেই বলে তুই আমাকে ছেড়ে দিলি। আমার মনকে দেখলি না ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ ছিঃ ছিঃ।’