ছুটির দিনে বিরাট বদল আবহাওয়ায়, হলুদ সতর্কতা জারি একাধিক জেলায়

Published on:

south bengal weather

শ্বেতা মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই যেন বারে বারে ডিগবাজি খাচ্ছে বাংলার আবহাওয়া। উত্তরবঙ্গে একদিকে যখন শীত-বৃষ্টির খেলা চলছে ঠিক অন্যদিকে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে শীত ও কুয়াশার ব্যাপকভাবে দাপট চলছে। আজ রবিবারও সেটার ব্যতিক্রম ঘটবে না বৈকি। আজও বাংলার জেলায় জেলায় ব্যাপক ঠান্ডা সেইসঙ্গে ঘন কুয়াশার পূর্বাভাস জারি করেছে আলিপুর হাওয়া অফিস। একাধিক জেলায় জারি রয়েছে হলুদ সতর্কতা। তাহলে চলুন জেনে নেওয়া যাক আজ সারাদিন সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

WhatsApp Community Join Now

আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে না। সকালের দিকে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই মাঝারি কুয়াশা থাকতে পারে আগামী দু’দিন। রাতের তাপমাত্রাও বাড়বে বেশ খানিকটা। এদিকে হাওয়া অফিস সূত্রে খবর, এদিন শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রির ঘরে থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আজ উত্তরের বেশ কিছু জেলায় ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেই জেলাগুলি হল দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদা। কোথাও কোনও বৃষ্টি হবে না। এই জেলাগুলির আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে।

আগামীকালের আবহাওয়া

এবার এক নজরে দেখে নিন আগামীকাল অর্থাৎ সোমবার বাংলার আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে। এদিন উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও মালদা জেলায় ব্যাপক কুয়াশা ও শীত থাকবে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এছাড়াও আগামী ২ দিন দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। ঠান্ডা ও কুয়াশা থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ জেলায়।

সঙ্গে থাকুন ➥
X