Indiahood-nabobarsho

ইংল্যান্ডের বিরুদ্ধে দল ঘোষণা BCCI-র, টিম ইন্ডিয়ায় ফিরলেন শামি! অভিষেক হবে KKR প্লেয়ারের

Published on:

mohammed shami

কৌশিক দত্ত, কলকাতাঃ বিসিসিআই গতকাল শনিবার ২২ জানুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হতে চলা ৫ ম্যাচের T20 সিরিজের জন্য ভারতীয় দলের ঘোষণা করেছে। টিম ইন্ডিয়ার মোট ১৫ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে T20 সিরিজে ভারতীয় দলের অধিনায়ক করা হয়েছে সূর্যকুমার যাদবকে। সূর্যকুমারের নেতৃত্বে টিম ইন্ডিয়া শেষ T20 সিরিজ সাউথ আফ্রিকার বিরুদ্ধে তাঁদের দেশে খেলেছিল। সেখানে ভারত ৩-১ এ সিরিজ নিজেদের হাতের মুঠোয় করেছিল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

প্রত্যাবর্তন মহম্মদ শামির

ভারতীয় ক্রিকেট প্রেমীদের সবথেকে খুশির বিষয় হল, আসন্ন T20 সিরিজে দীর্ঘ ১ বছরেরও উপরে দলের বাইরে থাকা মহম্মদ শামিকে (Mohammed Shami) সুযোগ দেওয়া হয়েছে। এছাড়াও বর্ডার-গাভাস্কার ট্রফিতে দুরন্ত পারফর্ম করা নিতিশ কুমার রেড্ডিও ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে সুযোগ পেয়েছেন। তবে টিম ইন্ডিয়ার ৫ প্লেয়ারের নাম বাদ পড়েছে এই সিরিজ থেকে। যাদের মধ্যে একজন KKR-র।

আরও পড়ুনঃ যাত্রী স্বার্থে ব্যস্ত সময়ে চলবে ১৪টি অতিরিক্ত মেট্রো, কমবে সময়ের ব্যবধানও! দেখুন টাইমিং

ইংল্যান্ডের বিরুদ্ধে T20 সিরিজে নিতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ শামি, ধ্রুব জুরেল ও হর্ষিত রানাকে সুযোগ দেওয়া হয়েছে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা হর্ষিত রানা অস্ট্রেলিয়া সফরে টেস্টে অভিষেক করেছিলেন। এবার T20-তেও তাঁর অভিষেক হতে চলেছে। তবে এই প্লেয়ারদের আগমনে জীতেশ শর্মা, রমনদীপ সিং, বিজয়কুমার বৈশ্য, আবেশ খান ও যশ দয়াল বাদ পড়েছেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ইংল্যান্ডের বিরুদ্ধে T20 সিরিজে ভারতীয় দল

সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, নিতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল (সহ অধিনায়ক), হর্ষিত রানা, অর্শদীপ সিং, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল, হার্দিক পান্ডিয়া।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group