আর ২-৩ মাস অধিনায়ক আছি, BCCI বিকল্প খুঁজে নিক! সিদ্ধান্ত জানিয়ে দিলেন রোহিত শর্মা

Published on:

rohit sharma sad

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অজুভূমিতে অপদস্ত ভারতের ব্যর্থতার নেপথ্যে যে রোহিত শর্মা-বিরাট কোহলিদের অসফলতা একথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। বুমরাহর হাত ধরে পার্থ টেস্টে শুভারম্ভ হলেও বর্ডার গাভাস্কার সিরিজের বাকি টেস্টগুলিতে এক প্রকার ধুঁকছিল টিম ইন্ডিয়া। যা দেখে প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া সিরিজে ভারতের পরাজয়।

WhatsApp Community Join Now

আর সেটাই হলো। চুনকাম না হলেও 3-1 ব্যবধানে সিরিজ হেরে হেরোর তকমা গায়ে মেখেছে ভারত। আর এসবের নেপথ্যে মূল কালপ্রিট হিসেবে বারংবার যাঁদের কাঠগড়ায় তোলা হয়েছে তাঁরা হলেন রোহিত শর্মা এবং কোচ গৌতম গম্ভীর। প্রশ্ন উঠেছে রোহিত-গম্ভীরের কেরিয়ার নিয়েও। ভেসে এসেছে ক্রিকেট থেকে অবসর নেওয়ার হুমকিও।

এহেন আবহে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে চ্যাম্পিয়নস ট্রফি। আর তার ঠিক আগেই ইংল্যান্ডের বিরুদ্ধে ঘুঁটি সাজাতে হবে ভারতকে। পরিস্থিতি যখন এমন, ঠিক সেই মোক্ষম সময়ে অধিনায়ক হিসেবে নিজের অবস্থান স্পষ্ট করলেন রোহিত শর্মা।

আর মাত্র 2 মাস অধিনায়কত্ব করবেন রোহিত!

শনিবার সন্ধ্যায় মুম্বইয়ের একটি পাঁচ তারা হোটেলে বিসিসিআই কর্তাদের সাথে আলোচনায় বসেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর, অস্ট্রেলিয়ায় 2 টেস্টের অধিনায়ক রোহিত শর্মা এবং নির্বাচন কমিটির প্রধান অজিত আগারকর। সেই বৈঠকে দলের হারের কারণ নিয়ে যেমন দীর্ঘ আলাপ আলোচনা চলেছে ঠিক তেমনই প্রশ্ন উঠেছে রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়েও। অধিনায়ক হিসেবে বারংবার কেন ব্যর্থ হয়েছেন রোহিত? বিসিসিআইয়ের এমন বহু সমগোত্রীয় প্রশ্নের শিকার হতে হয়েছিল রোহিত শর্মাকে।

এক জনপ্রিয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, এদিনই জাতীয় দলের অধিনায়ক হিসেবে নিজের অবস্থান স্পষ্ট করে দেন রোহিত। ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তাদের একের পর এক প্রশ্নের সম্মুখীন হয়ে রোহিত বলেন, তিনি আগামী 2-3 মাসের জন্য ভারতীয় দলের অধিনায়ক থাকবেন। BCCI-র উচিত এখনই ভবিষ্যৎ বিকল্প ঠিক করা। রোহিতের স্পষ্ট ভাষণ থেকে তাঁর অধিনায়কত্বের ভবিষ্যৎ প্রসঙ্গে স্পষ্ট আভাস পাওয়ার পাশাপাশি তিনি যে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন একথা নিশ্চিত।

শেষ বারের মতো সুযোগ পাচ্ছেন রোহিত?

জয় শাহ বিসিসিআইয়ের সেক্রেটারি থাকাকালীন রোহিতের অধিনায়কত্ব নিয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন। তার বক্তব্য ছিল, ভারত যদি WTC ও চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পৌঁছতে পারে, তবে রোহিত শর্মাই জাতীয় দলের অধিনায়ক থাকবেন। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার স্বপ্ন গুঁড়িয়ে গিয়েছে ভারতের। তবে WTC ফাইনাল হাতছাড়া হলেও চ্যাম্পিয়নস ট্রফিকে লক্ষ্য বানিয়ে সুযোগের সদ্ব্যবহার করার জায়গা রয়েছে শর্মার। কিন্তু সেখানেও যদি রোহিতের ব্যর্থতার পরিধি বাড়ে সেক্ষেত্রে দল থেকে আগেভাগেই ছাঁটাই হবেন তিনি।

টেস্ট দলের অধিনায়ক হচ্ছেন বুমরাহ?

অস্ট্রেলিয়ায় যেভাবে নিজের ব্যর্থতাকে আলগা করে দিয়েছিলেন রোহিত, তাতে জাতীয় টেস্ট দলের নেতৃত্ব যে আর তাঁর হাতে উঠছে না একথা একপ্রকার নিশ্চিত। তবে বিকল্প? অনেকেই মনে করছেন, অজিদের বিরুদ্ধে বর্ডার গাভাস্কার সিরিজের শুভারম্ভ হয়েছিল ভারতের তারকা পেসার জসপ্রীতের হাত ধরে। তাই ভারতীয় টেস্ট দলের দায়িত্ব রোহিতের কাঁধ থেকে সরিয়ে তাঁর হাতে দেওয়াটাই সবচেয়ে স্বস্তির হবে। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন 5 টেস্টের সিরিজেই বুমরাহকে দায়িত্ব দেওয়া হবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। কেননা, সিডনি টেস্টে অজানা চোটের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বুমরাহ। আশঙ্কা করা হয়েছিল তাঁর ব্যাক ইঞ্জুরি রয়েছে। এবার সেই কারণকে সামনে রেখেই দীর্ঘ বেশ কিছুদিন বিশ্রামে থাকতে পারেন তিনি।

সঙ্গে থাকুন ➥
X