বিক্রম ব্যানার্জী, কলকাতা: চ্যাম্পিয়নস ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে জোরালো আক্রমণ শানিয়ে তলানিতে ঠেকে যাওয়া আত্মবিশ্বাস চাঙ্গা করতে হবে ভারতকে। আর সেই পথ ধরেই গতকাল অর্থাৎ শনিবার ইংলিশ বাহিনীর বিপক্ষে আসন্ন 5 ম্যাচের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে BCCI। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রকাশিত স্কোয়াডে একাধিক বলদ এনেছে ভারত। টানা 2 বছর পর চোট কাটিয়ে দলে ভিড়েছেন মহম্মদ শামি।
শামির প্রত্যাবর্তনের পাশাপাশি দল থেকে বাদ পড়েছেন বহু সম্ভাব্য তারকা। সেই সাথে স্কোয়াডের একটি বিশেষ পরিবর্তন নজর কেড়েছে সমর্থকদের। আর তা হলো হার্দিক পান্ডিয়াকে দলে রেখে টি-টোয়েন্টির সহ অধিনায়কের আসনে বসানো হয়েছে ভারতের তারকা অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে। আর এই ঘটনাই জল্পনা বাড়িয়েছে নানা মহলে। প্রশ্ন উঠছে কেন আলোচনার আড়ালে থাকা একজন ক্রিকেটারকে পান্ডিয়ার বিকল্প হিসেবে বেছে নেওয়া হলো?
টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা হয়নি শুভমন-পন্থ-যশস্বীদের
ইংল্যান্ডের বিরুদ্ধে আক্রমণ শানাতে কোমর বেঁধে নামবে ভারত। তবে তার আগে দলের স্কোয়াডে বড়সড় পরিবর্তন এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ইংলিশ বাহিনীর বিরুদ্ধে ঘোষিত টি-টোয়েন্টি স্কোয়াডে ঠাঁই হয়নি ভারতের অভিজ্ঞ ক্রিকেটার শুভমন গিল, ঋষভ পন্থ, যশস্বী জয়সওয়ালসহ আরও বেশ কয়েকজন সিনিয়র ভারতীয়র। তবে তাঁদের বিকল্প হিসেবে BCCI যাঁদের বেছে নিয়েছে তাঁরা কেউই একে অপরের থেকে কম যান না।
গিলদের বিকল্প হিসেবে টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা হয়েছে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন এবং ধ্রুব জুড়েলদের। একই সাথে অজিভূমিতে দাপটের সাথে ব্যাটিং করে শিরোনামে উঠে আসা নীতিশ কুমার রেড্ডিরও জায়গা হয়েছে স্কোয়াডে। বলে রাখা ভাল, ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডের স্টিয়ারিং থাকবে সূর্যকুমার যাদবের হাতে। অর্থাৎ ইংলিশ বাহিনীর বিপক্ষে এবারে ভারতের অধিনায়কত্বের দায়িত্ব সূর্যর কাঁধে।
হার্দিকের বিকল্প সহ-অধিনায়ক হিসেবে কতটা যোগ্য অক্ষর প্যাটেল?
টি-টোয়েন্টি সংস্করণে ভারতীয় ক্রিকেটের একটি নতুন অধ্যায় খুলতে চলেছে অক্ষর প্যাটেলের হাত ধরে। আসন্ন ইংল্যান্ড সিরিজে দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব সূর্য কুমার যাদবের ওপর বর্তালেও জল্পনা বেড়েছিল সহ অধিনায়কের পদ নিয়ে। অনেকেই মনে করেছিলেন, দলের নেতৃত্ব না পেলেও ইংল্যান্ড সিরিজে সহ অধিনায়কের ভূমিকায় দেখা যেতে পারে হার্দিককে। তবে সেই সব সম্ভাবনা উড়িয়ে আলোচনার আড়ালে থাকা ধুরন্ধর অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে সহ অধিনায়কের আসনে বসিয়েছে বোর্ড।যা হার্দিকের জন্য দুঃখের হলেও টিম ইন্ডিয়া সমর্থকদের মনে নতুন আশার প্রদীপ জ্বালিয়েছে।
কিন্তু কেন সহ অধিনায়ক হিসেবে অক্ষর প্যাটেলকেই ভাবা হলো? ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে সহ অধিনায়ক হিসেবে অক্ষর প্যাটেলের অভিষেক ভারতীয় দলে নতুন মাত্রা যোগ করবে। বলা বাহুল্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে কোনও মনোনীত সহ অধিনায়ক ছিলেন না। সেই সময়ে প্রোটিয়াদের বিরুদ্ধে দুর্দান্ত ছন্দে নিজেকে মেলে ধরেছিলেন অক্ষর। যার কারণে বহু প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। তাঁকে ভারতীয় দলের সহ অধিনায়ক করার দাবিও জানিয়েছিলেন ভক্তরা।
তাছাড়াও গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন প্যাটেল। সেবার ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন অক্ষর। টি-টোয়েন্টি ফাইনালেও 47 রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন তিনি। সেই সাথে টি-টোয়েন্টির 8 ম্যাচে অংশ নিয়ে 9টি উইকেট ভেঙেছিলেন এই ভারতীয় অলরাউন্ডার। এখানেই শেষ নয়, গত আইপিএল মরসুমে দিল্লির হয়ে মারকাটারি পারফরমেন্স উপহার দিয়েছেন তিনি। মনে করা হচ্ছে, প্যাটেলের বিগত ম্যাচ পরিসংখ্যান দেখেই আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য তাঁর কাঁধে ভরসার হাত রেখেছে ভারত।
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের চূড়ান্ত স্কোয়াড
সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), হর্ষিত রানা, আর্শদীপ সিং, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুড়েল (বিকল্প উইকেটরক্ষক)।