বিক্রম ব্যানার্জী, কলকাতা: শনিবারই ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ভারত। অজি ময়দানের পরাজয় যন্ত্রণা মাথায় রেখেই ইংলিশ বাহিনীর বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে একাধিক রদবদল করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (Board of Control for Cricket in India)। টিম ইন্ডিয়ার চালকের আসনে সূর্যকুমার যাদবকে বসিয়ে সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে।
একই সাথে দীর্ঘ সময় কাটিয়ে দলে প্রত্যাবর্তন হয়েছে মহম্মদ শামির। ওদিকে অভিজ্ঞ উইকেট রক্ষক ঋষভ পন্থকে বিশ্রামে রাখা হয়েছে। সেই আসনে জায়গা হয়েছে 2 উইকেটকিপার-ব্যাটসম্যান সঞ্জু স্যামসন ও ধ্রুব জুরেলের। সেই পথ ধরেই দীর্ঘদিন দল থেকে বিরত থাকা ঈশান কিষাণকে আবারও উপেক্ষা করেছে BCCI। এবারেও তাঁর ভাগ্যে শিকে ছিঁড়ল না।
ভারতীয় দলে কামব্যাক করতে আমরণ চেষ্টা করেছেন ঈশান কিষাণ
ভারতের বাঁ হাতি ব্যাটসম্যান ঈশান কিষাণ শেষ বারের মতো 2023 সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অংশগ্রহণ করেছিলেন। অজিদের বিরুদ্ধে আক্রমণ শানোনোর পর 2023 বর্ষে দক্ষিণ আফ্রিকা সফরের মাঝে হঠাৎই বিরতি নেন ঈশান। এরপর আর জাতীয় দলে ফেরা হয়নি ভারতীয় তরুণের। তবে দল থেকে বিচ্ছিন্ন থেকেও ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে গিয়েছিলেন তিনি। আর এই কারণেই ঘরোয়া সংস্করণে অংশগ্রহণ করে বোর্ডের নির্দেশ না মানায় কেন্দ্রীয় চুক্তি হারিয়েছিলেন ঈশান কিষাণ।
তবে ভারতীয় দলে জায়গা ফিরে পেতে বিজয় হাজারে টুর্নামেন্ট থেকে শুরু করে মুস্তাক আলি ট্রফি সব ক্ষেত্রেই ঘাম ঝরিয়েছেন ভারতীয় তারকা। লক্ষ্য ছিল যেকোনও মূল্যে জাতীয় দলে নিজের জায়গা পোক্ত করা। ভারতীয় তারকার ঘরোয়া ক্রিকেট পরিসংখ্যান বলছে, সম্প্রতি বিজয় হাজারে টুর্নামেন্টে মনিপুর দলের বিরুদ্ধে 78 বলে 138 রানের বড় ইনিংস খেলেছিলেন কিষাণ। এছাড়াও সৈয়দ মুস্তাক আলি ট্রফির 2024-25 মরসুমে 6 ইনিংস খেলে 161 রান হাঁকিয়েছেন তিনি। আন্তর্জাতিক স্তরে 32টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে 796 রান গড়েছেন ভারতীয় তরুণ। রয়েছে 6টি হাফ সেঞ্চুরিও।
প্রশ্নের মুখে ঈশান কিষাণের কেরিয়ার
ঈশান কিষাণের মতো একজন সফল ক্রিকেটারকে ইংল্যান্ডের বিরুদ্ধে সুযোগ না দিয়ে ধ্রুব জুরেল ও সঞ্জু স্যামসনকে জায়গা করে দেওয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন ঈশান ভক্তরা। অনেকেই আবার ভারতীয় তরুণের কেরিয়ার নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। টি-টোয়েন্টি স্কোয়াডে ঈশানের জায়গা হয়নি এই খবর কানে আসতেই ঈশান ভক্তদের মধ্যে কেউ কেউ সমাজ মাধ্যমে লিখেছেন, কেন টি-টোয়েন্টি দলে জায়গা হলো না ঈশানের? ধ্রুব জুরেলের পরিবর্তে তাঁকে দলে নেওয়া উচিত ছিল।
কেউ আবার লিখেছেন, বর্তমানে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডে যে দুই উইকেট রক্ষক রয়েছেন তাঁদের থেকে ঢের গুণে ভাল ঈশান। ভক্তদের ক্ষোভের মাঝেই বেশ কয়েকজন নেট নাগরিক ভারতীয় তারকার কেরিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন। টি-টোয়েন্টি দলে জায়গা না হওয়ায় ঈশান প্রসঙ্গে এক নেট নাগরিক লেখেন, ওর কেরিয়ার শেষ হয়ে গেল। আর কি কখনও দলে জায়গা হবে ঈশান কিষাণের? টি-টোয়েন্টি স্কোয়াডে নেওয়া হয়নি মানেই বুঝে নেওয়া উচিত ঈশানকে আর চাইছে না BCCI।
ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের চূড়ান্ত স্কোয়াড
সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), হর্ষিত রানা, আর্শদীপ সিং, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল (বিকল্প উইকেটরক্ষক)।