পার্থ সারথি মান্না, কলকাতাঃ গতবছর জুলাই মাসে মোবাইল রিচার্জের দাম বৃদ্ধি পেয়েছে। যে কারণে অনেকেই Jio এর কানেকশন পর্যন্ত ছেড়ে দিয়েছেন। তবে এবার পুরোনো গ্রাহকদের সন্তুষ্ট করতে ও নতুন গ্রাহক টানতে ফের ধামাকা প্ল্যান নিয়ে হাজির রিলায়্যান্স Jio। এক মাস বা দুমাস নয় এবার টানা দুই বছর ফ্রীতে পাওয়া যাবে পরিষেবা তাও সম্পূর্ণ ফ্রী। কিভাবে? আর কি কি সুবিধা মিলবে? চলুন দেখে নেওয়া যাক আজকের প্রতিবেদনে।
ধামাকা অফার নিয়ে হাজির Jio
নতুন অফারে গ্রাহকদের ইউটিউব প্রিমিয়াম একেবারে ফ্রিতেই দেওয়া হবে বলে জানা যাচ্ছে। তবে এই অফার মোবাইল প্ল্যানের জন্য নয় বরং Jio Fiber ও Jio Air Fiber ব্যবহারকারীদের জন্য। আপনি যদি ৮৮৮ টাকা, থেকে শুরু করে ৩৪৯৯ টাকার কোনো প্ল্যান রিচার্জ করেন তাহলেই একেবারে বিনামূল্যে ইউটিউব প্রিমিয়ামের সুবিধা পাওয়া যাবে। যেটার জন্য প্রতিমাসে ১৪৯ টাকা খরচ হয়। এর ফলে কোনো রকম বিজ্ঞাপন ছাড়াই ইউটিউবের ভিডিও যেমন দেখতে পারবেনম তেমনি গান চালানোর সময় স্ক্রিন বন্ধ করে দিলেও গান বা বন্ধ হয়ে যাবে না।
কিভাবে পাবেন এই অফার?
আপনি যদি ফ্রিতে ইউটিউব প্রিমিয়াম পেট চান তাহলে প্রথমেই আপনাকে My Jio অ্যাপে বা ওয়েবসাইটে লগ ইন করে নিতে হবে। এরপর সেখানে থাকা Youtube Premium ব্যানারে ক্লিক করে নিতে হবে। এরপর আপনাকে ইউটিউবে সাইন ইন করতে বলা হবে এটা করে নিলেই ফ্রি ইউটিউব প্রিমিয়াম ফিচার ব্যবহার করতে পারবেন। তবে ক্ষেত্রে মনে রাখতে হবে আপনাকে অবশ্যই নূন্যতম ৮৮৮ টাকার Jio Fiber বা Jio Air Fiber এর গ্রাহক হতে হবে।
আরও পড়ুনঃ 1GBPS স্পিড! Airtel, VI কে টেক্কা দিয়ে এবার 5.5G আনছে জিও, জানুন এর বিশেষত্ব
প্রসঙ্গত, আপনি চাইলে Jio তে রিচার্জ না করেও বিনামূল্যে Youtube Premium পেতে পারেন। যদি আপনি কখনো এই সুবিধা না নিয়ে থাকেন তাহলে ইউটিউবের তরফ থেকেই ১ থেকে ৩ মাসের জন্য বিনামূল্যে প্রিমিয়াম ফিচার্স ব্যবহার করার অফার দেওয়া হয়। সেই মেয়াদ ফুরোলে মাসে ১৪৯ টাকা বা বছরে ১৪৯০ টাকা দিতে হবে। এক্ষেত্রে গোটা বছরের রিচার্জ একেবারে করে নিলে ২ মাস ফ্রি পাওয়া যাবে।