শ্বেতা মিত্র, কলকাতাঃ এবার এক ভয়ঙ্কর তথ্য প্রকাশ্যে উঠে এল। বহু গবেষককে অপহরণ করল জঙ্গি গোষ্ঠী। ঘটনাকে কেন্দ্র করে গোটা বিশ্বে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ থেকে পাকিস্তান আণবিক শক্তি কমিশনের (পিএইসি) ১৬ জন কর্মী ও বিজ্ঞানীকে অপহরণ করেছে কুখ্যাত জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (Tehrik-i-Taliban Pakistan)।
জঙ্গিদের হাতে আটক বহু গবেষক
শেষ পাওয়া খবর অনুযায়ী, স্থানীয় পুলিশ তৎক্ষণাৎ তল্লাশি অভিযান শুরু করে এবং সফলভাবে অপহৃত হওয়া ৮ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। অন্তত ১৬ জন পরমাণু গবেষককে অপহরণ করেছে TTP। শুধু তা-ই নয়, অপহরণের সময়ে ইউরেনিয়ামের মতো তেজস্ক্রিয় পদার্থও লুঠ করে এই সশস্ত্র গোষ্ঠীর জঙ্গিরা।
ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত জঙ্গিরা কাবুল খেল পারমাণবিক বিদ্যুৎ খনি প্রকল্পে কাজ করতে যাওয়ার পথে শ্রমিকদের উপর অতর্কিত হামলা চালায়। এরপর বন্দুকের মুখে লোকজনকে অপহরণ করার পর হামলাকারীরা তাদের গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ইতিমধ্যে আটজনকে উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। তবে মুক্তিপ্রাপ্তদের মধ্যে তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের মুক্ত করার চেষ্টা চলছে।
টিটিপি বন্দিদের মুক্তির দাবি
ইতিমধ্যে টিটিপি অপহরণের দায় স্বীকার করেছে এবং অপহৃত কর্মচারীদের একটি ভিডিও প্রকাশ করেছে। ফুটেজে, কিছু অপহৃত ব্যক্তি কর্তৃপক্ষের কাছে দলটির দাবি মেনে তাদের মুক্তি নিশ্চিত করার আবেদন করেছে, যার মধ্যে পাকিস্তানের কারাগারে বন্দি টিটিপি বন্দীদের মুক্তি অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা জঙ্গিরা ইউরেনিয়ামও লুট করেছে বলে দাবি করা হচ্ছে।
বেলুচিস্তানে জঙ্গি হামলা
পাকিস্তানে ধারাবাহিক সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যেই এই অপহরণের ঘটনা ঘটল। একদিন আগে বেলুচ লিবারেশন আর্মির (বিএলএ) বিচ্ছিন্নতাবাদী জঙ্গিরা বেলুচিস্তানে হামলা চালায়। প্রত্যন্ত একটি জেলার সরকারি অফিস ও একটি ব্যাংককে লক্ষ্য করে হামলা চালানো হয়। হতাহতের কোনো খবর না পাওয়া গেলেও দেশজুড়ে বিদ্রোহী অভিযানের পরিপ্রেক্ষিতে এ হামলা চালানো হয়।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |