পার্থ সারথি মান্না, কলকাতাঃ অনেকেরই স্বপ্ন থেকে একটা চারচাকা গাড়ি কেনার। তবে গাড়ি কেনার আগে অনেকেই বেশ কিছু তথ্য যাচাই করে নিতে পছন্দ করেন। যেমন যে মডেলটি কিনতে চান সেটার রিপোর্ট কেমন রয়েছে, মাইলেজ কত দেয় থেকে শুরু করে গতবছর কতগুলি বিক্রি হয়েছে। আপনি যদি মারুতির (Maruti Suzuki) কোনো গাড়ি কিনতে চান তাহলে আজকের প্রতিবেদনে রইল ২০২৪ সালের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ৬ সিটার গাড়ির তথ্য, যেটা আপনার অনেকটাই কাজে লাগতে পারে।
২০২৪ সালে সবচেয়ে বেশি বিক্রি হওয়া মারুতির ৬ সিটার গাড়ি
শেষ পাওয়া রিপোর্টই অনুযায়ী ২০২৪ সালে Maruti Ertiga গাড়িটি সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। এবছর মোট ১,৯০,০৯১টি Maruti Ertiga বিক্রি হয়েছে। যেটা গতবছরের তুলনায় ২৩.৭% বেশি বিক্রি। এরপরের হয়েছে XL6, গতবছরের তুলনায় ১১.৭% বেড়েছে এই মডেলটির বিক্রি। এবছর মোট ৪০,৬৮৬টি Maruti Suzuki XL6 বিক্রি হয়েছে। আর যদি Toyota Rumion-র কথা বলা হয় তাহলে ১৮,০৯৯টি বিক্রি হয়েছে। অর্থাৎ এই ৩ টি মডেল মিলিয়ে মোট ২,৪৮,৮৭৬টি গাড়ি বিক্রি হয়েছে ভারতে।
কতগুলি Maruti Suzuki Swift বিক্রি হল ২০২৪-এ?
মারুতির জনপ্রিয় একটি মডেল হল Suzuki Swift। প্রাইভেট গাড়ি তো যেতেই OLA, Uber এর মত ট্যাক্সি অ্যাপের জেরেও এই সুইফটের বিক্রি অনেকটাই হয়। আর গতবছর অর্থাৎ ২০২৪ সালে মোট ১,৭২,৮০৮ টি এই মডেলের গাড়ি বিক্রি হয়েছে। অবশ্য একটুর জন্য সুইফটকে টেক্কা দিতে পারেনি Baleno, গতবছর মোট ১,৭২,০৯৪টি গাড়ি বিক্রি হয়েছে।
Maruti Wagon R ও Maruti Breeza এর বিক্রি
দেশের সবচেয়ে বেশি বিক্রি হওয়ার গাড়ির মধ্যে অন্যতম একটি হল Maruti Wagon R। জানলে অবাক হবেন গতবছর মোট ১,৯০,৮৫৫টি ওয়াগন আর বিক্রি হয়েছে। এরপরেই রয়েছে Breeza মডেলটি। ২০২৪ সালে মোট ১,৮৮,১৬০টি ব্রিজা বিক্রি হয়েছে।
প্রসঙ্গত, এবছর বিগত চার দশক ধরে চলে আসা প্রথায় ছেদ পড়েছে। প্রতিবছর Maruti Wagon R সবচেয়ে বেশি বিক্রির শিরোপা নিয়ে গেলেও এবছর সেটা উঠেছে Tata Punch এর মাথায়। ২০২৪ সালে মোট ২,০২,০৩০টি টাটা পাঞ্চ বিক্রি হয়েছে।