কৌশিক দত্তঃ কলকাতা মেট্রো (Kolkata Metro) যত দিন যাচ্ছে, ততই উন্নত হচ্ছে। এমনকি এবার কলকাতা মেট্রো ব্যারাকপুর ও বারাসাত পর্যন্ত সম্প্রসারণের কথাও হচ্ছে। আর হয়ত কয়েক বছরের মধ্যে এই দুই শহরের বাসিন্দারাও সরাসরি মেট্রো চেপে শিয়ালদা, হাওড়ায় আসতে পারবেন। তবে এর জন্য সাধারণ মানুষ থেকে নিত্য যাত্রীদের খেসারতও দিতে হবে।
আসলে কাজের জন্য মেট্রো বন্ধ থাকা থেকে শুরু করে সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণও হবে। তাই সবাইকে তাঁর জন্য প্রস্তুতও থাকতে হবে। আর এর মধ্যেই শোনা যাচ্ছে যে, মাস দেড়েকের জন্য হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড ও শিয়ালদা থেকে সেক্টর ফাইভ অবধি মেট্রো চলাচল বন্ধ থাকতে পারে। জানা যাচ্ছে যে, কলকাতা মেট্রো রেল কর্পোরেশন এর জন্য প্রস্তাবও দিয়েছে। তবে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
ফেব্রুয়ারি থেকে দেড়মাস মেট্রো বন্ধ থাকার সম্ভাবনা
বর্তমানে আজ রবিবার ও আগামী ১৮ ফেব্রুয়ারি রবিবার হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের মধ্যে মেট্রো চলাচল বন্ধ থাকছে। গ্রিন লাইন সিগন্যালিংয়ের কাজ হওয়ার দরুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ চাইছে শিয়ালদহ টু সল্টলেক সেক্টর ফাইভ (গ্রিন লাইন ১) ও হাওড়া ময়দান টু এসপ্ল্যানেডে (গ্রিন লাইন ২) দুই পৃথক সিগন্যালিং ব্যবস্থাকে একটি করতে চায় KMRCL। আর এই কারণে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ২৪ মার্চ অবধি এই দুই শাখায় মেট্রো চলাচল বন্ধ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। KMRCL দেড়মাস দুই লাইনে সম্পূর্ণ মেট্রো চলাচল বন্ধ রাখার প্রস্তাব দিলেও, মেট্রো কর্তৃপক্ষ এখনও অবধি এই নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি।
আরও পড়ুনঃ হু হু করে বাড়বে গ্রাহক! ২ বছরের জন্য একেবারে ফ্রি…. নতুন বছরে বিরাট ঘোষণা Jio-র
উল্লেখ্য, এই দুই লাইনে রোজই লক্ষ লক্ষ যাত্রী চলাচল করেন। একদিকে যেমন সময় সাশ্রয় হয়, তেমনই অনেক টাকাও বাঁচে। আর সেই কারণে দেড় মাস বন্ধ থাকলে যে যাত্রী ক্ষোভ বাড়বে, তা বলার অপেক্ষা রাখে না। আর সেই জন্যই মেট্রো কর্তৃপক্ষ চট করে এই সিদ্ধান্ত নিতে চাইছে না। এক মেট্রো আধিকারিক জানিয়েছেন যে, ‘আমাদের কাছে প্রস্তাব এসেছে, কিন্তু আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারিনি। এই নিয়ে ভাবনাচিন্তা করতে হবে।’ তবে তিনি এও জানান যে, দেড়মাস না হলেও কিছুদিন বন্ধ রাখার জন্য প্রস্তাবে সাঁয় দেওয়া যেতে পারে।