Indiahood-nabobarsho

বুমরাহর চাপ কমাতে পন্থকে নিয়ে ভাবনা BCCI-র

Updated on:

rishabh pant

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অস্ট্রেলিয়ায় রোহিত শর্মার চরম ব্যর্থতা জাতীয় টেস্ট দলের অধিনায়ক খুঁজতে বাধ্য করেছে বিসিসিআইকে (Board of Control for Cricket in India)। যার কারণে রোহিত শর্মার পর এখন যোগ্য টেস্ট অধিনায়ক নিয়ে চিন্তার ভাঁজ বেড়েছে ভারতীয় নির্বাচকদের কপালে। কানে আসছে, ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হতে পারেন জসপ্রীত বুমরাহ। মূলত বর্ডার গাভাস্কার সিরিজে 32 উইকেট নেওয়া এই ম্যান অফ দ্য সিরিজ তাঁর দুর্ধর্ষ ফর্মের কারণেই বিকল্প অধিনায়ক হিসেবে গুরুত্ব পাচ্ছেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

পার্থ টেস্টে দুর্দিন কাটিয়ে দলকে নতুন দিশা দেখিয়েছিলেন বুমরাহ। আর সেই কারণেই তাঁকে অধিনায়ক হিসেবে পছন্দের তালিকায় প্রথমে জায়গা দিচ্ছে BCCI। যদিও এরই মধ্যে চিন্তা বাড়িয়েছে, ভারতীয় পেসারের চোট। ফলত ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে তাঁর উপস্থিতি এখন প্রশ্নের মুখে, তবে ফিট হয়ে দলের নেতৃত্ব কাঁধে নিলেও বুমরাহর ওয়ার্কলোড থাকবে অনেক বেশি। আর সেই সমস্যার কথা ভেবেই জসপ্রীতের কাঁধ শক্ত করতে দলের সহ অধিনায়কের আসনে বসানো হতে পারে অভিজ্ঞ ঋষভ পন্থকে।

ইংল্যান্ড সিরিজে থাকবেন না রোহিত?

গত শনিবার প্রধান কোচ গৌতম গম্ভীর, অস্ট্রেলিয়ায় 2 টেস্টের অধিনায়ক রোহিত শর্মা এবং জাতীয় দলের নির্বাচকদের সাথে বৈঠকে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড। এদিন অস্ট্রেলিয়ায় ভারতের পরাজয় ও রোহিতের ব্যর্থতা নিয়ে যেমন প্রশ্ন উঠেছিল, ঠিক তেমনই প্রসঙ্গ ওঠে ভারতীয় টেস্ট দলের বিকল্প অধিনায়কেরও। BCCI-এর একটি সূত্র বলছে, আসন্ন ইংল্যান্ড সিরিজে রোহিত শর্মা যে যাবেন না একথা প্রায় নিশ্চিত। তবে হিটম্যান না থাকলেও দলের অধিনায়ক হিসেবে ইংলিশ বাহিনীর বিরুদ্ধে মাঠে নামতে পারেন বুমরাহ। কিন্তু সেক্ষেত্রে ভারতীয় পেসারের ওয়ার্কলোড যথেষ্ট বেশি থাকবে। আর সেই কথা চিন্তা করেই বুমরাহকে বিশ্রাম দিতে একজন অভিজ্ঞ সহ অধিনায়কের খোঁজ চালাচ্ছে ম্যানেজমেন্ট।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক হচ্ছেন ঋষভ পন্থ?

চোটের কারণে সিডনি টেস্ট শেষ হওয়ার আগেই স্টেডিয়াম ছেড়েছিলেন বুমরাহ। জানা গিয়েছিল, ভারতীয় পেসারের ব্যাক ইঞ্জুরি রয়েছে। কাজেই চোট যন্ত্রণাকে সামনে রেখে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে বুমরাহর উপস্থিতি এক প্রকার সংশয়ের জন্ম দিয়েছে। তবে ফিট হয়ে মাঠে ফিরলেও অতিরিক্ত ওয়ার্কলোডের কারণে বেশ কয়েকটি ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে। আর সেই ম্যাচগুলিতে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য একজন অভিজ্ঞ ভারতীয় মুখের খোঁজ চালাচ্ছে BCCI।

অনেকেই মনে করেছিলেন, বুমরাহর পাশে সহ অধিনায়ক হিসেবে উঠে আসতে পারে জয়সওয়ালের নাম। তবে বোর্ডের এক সূত্র বলেছে, অভিজ্ঞতায় ঘাটতি থাকায় বিগত পারফরমেন্স ভাল হওয়া সত্ত্বেও তাঁকে নিয়ে বিশেষ ভাবছে না ম্যানেজমেন্ট। জানা যাচ্ছে, বুমরাহর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য ডাক পড়তে পারে ঋষভ পন্থের। বলে রাখা ভাল, ঋষভকে শুধু ইংল্যান্ড সিরিজের জন্যই ভাবা হচ্ছে।

পন্থকে নিয়ে আত্মবিশ্বাসী প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে নির্বাচক সকলেই!

আসন্ন ইংল্যান্ড সিরিজে বুমরাহর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য সহ অধিনায়কের দৌঁড়ে ঋষভ পন্থকে এগিয়ে রেখেছেন প্রাক্তন ক্রিকেটার দীপ দাশগুপ্ত। তাঁর বক্তব্য, ভারতকে শুধু ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মার্কি সিরিজ নিয়ে ভাবলে চলবে না। আরও অন্যান্য টুর্নামেন্ট রয়েছে। সামনেই আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। আর সেখানে বুমরাহর উপস্থিতি একান্তভাবে কাম্য। এমনিতেও দ্বিপাক্ষিক সিরিজ না খেলে আইসিসি টুর্নামেন্টে নামলে বুমরাহর ওয়ার্কলোড অনেকটাই বাড়বে। আর সেই কারণে বুমরাহকে সঙ্গ দিতে একজন দক্ষ সহ অধিনায়কের প্রয়োজন।

আমি মনে করি, সেটা পন্থের থেকে ভাল আপাতত কেউ নন। একই সুর শোনা গিয়েছে প্রাক্তন ভারতীয় নির্বাচক দেবাং গান্ধীর গলাতেও। তাঁর মতে, বিষয়টা খুবই সহজ। বুমরাহ 45 টি টেস্ট খেলেছেন, এদিকে পন্থ খেলেছে মাত্র 23টি টেস্ট। মাত্র 23 বছর বয়সেই একার কাঁধে ভারতের দায়িত্ব নিয়ে গাব্বাই টেস্ট জিতিয়েছিল পন্থ। দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করার পাশাপাশি উইকেটের পিছন থেকেও বোলারদের সুবিধা করে দেন পন্থ। তাই তিনিই সহ অধিনায়ক হিসেবে সেরা বিকল্প।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group