Indiahood-nabobarsho

মোদী, রাহুল না কেজরিওয়াল, কার দখলে যাবে দিল্লী? চমকদার পূর্বাভাস ফালৌদি সাট্টা বাজারের

Published on:

modi rahul kejriwal

প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: নতুন বছর পড়তেই দিল্লির রাজনৈতিক দলগুলি আসন্ন বিধানসভা নির্বাচনের ময়দানে লড়াই করার তোড়জোড় শুরু করে দিয়েছিল। যদিও তখন নির্বাচনের নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করা হয়নি। তবে ইতিমধ্যেই দিল্লি বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষিত হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে ২০২৫ এর বিধানসভা নির্বাচন। ত্রিমুখী লড়াই হতে চলেছে এই বছর। আগামী ৮ ফেব্রুয়ারি প্রকাশ হবে এই নির্বাচনের ফলাফল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বিস্ফোরক তথ্য ফালৌদি সাট্টা বাজারের | Phalodi Satta Bazar Delhi Election Predicts |

আগত বিধানসভা নির্বাচনে জোর কদমে নেমেছে গেরুয়া শিবির। ২৭ বছরের খরা মেটাতে একের পর এক প্রচার, জনসভা চালাচ্ছে মোদি সরকার। এদিকে টানা তৃতীয়বার ক্ষমতা দখলের লক্ষ্যে নির্বাচনে নামতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। আশা ছাড়ছে না কংগ্রেসও। ২০১৩ সালের পর ফের ক্ষমতায় আসতে পারে রাহুল বাহিনীও। আর এই আবহে খানিক চমকপ্রদ পূর্বাভাস দিল রাজস্থানের ফালৌদি সাট্টা বাজার। আসলে বিভিন্ন নির্বাচনে বুথফেরত সমীক্ষা প্রকাশ করে বিভিন্ন সংস্থা। অনেকক্ষেত্রেই কিছু কিছু সমীক্ষা মিল খেয়ে যায়। আবার সেই সমীক্ষা নিয়ে নানা কাঁটাছেঁড়াও হয়। তবে নির্বাচনে ভবিষ্যৎবাণী নিয়ে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য এই ফালৌদি সাট্টা বাজার। ২০২৪ এর লোকসভা নির্বাচন নিয়েও নানা তথ্য উঠে এসেছিল এই সমীক্ষা থেকে।

কতটা এগিয়ে থাকবে গেরুয়া শিবির?

রাজস্থানের ফালৌদি জেলায় রয়েছে এই সাট্টা বাজার। এই সাট্টাবাজার আইনিভাবে স্বীকৃত নয়। তবে সেখানকার সাট্টা কারবারিদের মতে, ফালৌদি বাজারের ভবিষ্যদ্বাণী প্রায় ৮০-৮৫ শতাংশ সময়ই মিলে যায়। আর এই তথ্যের ভিত্তিতে এবার আগ্রহ বাড়ছে দিল্লির বিধানসভা নির্বাচন নিয়ে। সূত্রের খবর চলতি বছর দিল্লির বিধানসভা নির্বাচনে মোট আসন সংখ্যা রয়েছে ৭০টি। তবে এ বছরও কংগ্রেস খাতা খুলতে পারবে না বলেই মনে করছে সাট্টা বাজার। ৭০ আসনের নির্বাচনে মাত্র ৩টি আসনে জয় পেতে পারে রাহুল বাহিনী। অন্যদিকে ১৯৯৩ সালে শেষ বার দিল্লির ক্ষমতায় ছিল বিজেপি। কিন্তু আর কোনো ভাবেই দিল্লির সিংহাসন তাঁদের কপালে জোটেনি। ২০১৫ সালে বিধানসভা নির্বাচনে ৩টি আসনে জয়লাভ করেছিল বিজেপি। ২০২০ তে সেই সংখ্যা দাঁড়াল ৮ এ। আর এবছর Phalodi Satta Bazar-র পূর্বাভাস গেরুয়া শিবির ২৫ থেকে ৩৫টি আসন পেতে পারে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ পশ্চিমী ঝঞ্ঝার দাপটে চড়ছে তাপমাত্রা, ফের কবে পড়বে জাঁকিয়ে ঠান্ডা! জানাল আবহাওয়া দফতর

অন্যদিকে চলতি বছরের বিধানসভা নির্বাচনে এগিয়ে থাকতে পারে আম আদমি পার্টি। এমনটাই পূর্বাভাস সাট্টা বাজারের। অন্ততপক্ষে ৩৭ থেকে ৩৯টি আসনে জয়লাভ করতে পারে অরবিন্দ কেজরিওয়ালের দল। যা ম্যাজিক ফিগারের থেকে সামান্য বেশি। তবে এই সমীক্ষা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে দিল্লিতে ২০২৫ এর বিধানসভা নির্বাচনে জোর টক্কর চলবে মোদী এবং কেজরিওয়াল এর মধ্যে। তবে ফলাফল যাই হোক না কেন প্রচারে কোনো খামতি রাখছে না এই ৩ দল। আপ ইতিমধ্যেই ৭০ আসনের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। কংগ্রেসও অধিকাংশ আসনে প্রার্থী ঘোষণা করেছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group