বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) থেকে বিতাড়িত হয়ে প্রীতির পাঞ্জাব কিংস কিনে নেয় শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer)। এবার সেই দলের অধিনায়কের আসনও পেয়ে গেলেন তিনি। সলমানের বিগবস অনুষ্ঠান চলাকালীন ঘোষণা হল পাঞ্জাব কিংসের অধিনায়ক হিসেবে শ্রেয়স আইয়ারের নাম। তবে কোচ রিকি পন্টিংয়ের দলে ভেড়ার আগে নিজের অধিনায়কত্ব নিয়ে মুখ খুললেন প্রাক্তন KKR তারকা।
শ্রেয়সের গলায় গত IPL ফাইনালের প্রসঙ্গ!
তাঁর হাত ধরেই 2024 IPL ফাইনালের ট্রফি কাঁধে তুলেছিল শাহরুখের ম্যানেজমেন্ট। কিন্তু যাঁর জন্য সবকিছু, সেই শ্রেয়স আইয়ারকে আসন্ন মরসুমের আগেই দল থেকে ছেঁটে ফেলে কলকাতা। তবে কলকাতা থেকে বিতাড়িত হয়েও পন্থের পর গত আইপিএল নিলামে দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়বহুল (দামি) ক্রিকেটার হিসেবে পাঞ্জব কিংসে জায়গা হয় আইয়ারের। আসন্ন মরসুমের জন্য প্রীতির পাঞ্জাবের নেতৃত্বও কাঁধে উঠেছে তাঁর।
তবে পাঞ্জাব দলকে নেতৃত্ব দেওয়ার আগে নিজের অধিনায়কত্ব প্রসঙ্গে অকপট আইয়ার গত আইপিএল ফাইনালের প্রসঙ্গ তুলে আনেন। প্রাক্তন KKR অধিনায়কের বক্তব্য ছিল, একজন অধিনায়ক হিসেবে খেলোয়ারদের সাথে একাত্ম হওয়া খুবই প্রয়োজন। 2024 আইপিএল মরসুমের ফাইনাল ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে দলের কঠিন সময়ে আন্দ্রে রাসেলের ওপর ভরসা করেছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ তারকার হাতে গুরুত্বপূর্ণ ওভারের দায়িত্ব নিয়ে বিশ্বাস জাহির করেছিলেন আইয়ার।
অধিনায়ক হিসেবে শ্রেয়স আইয়ার ঠিক কেমন?
পাঞ্জাব কোচ রিকি পন্টিংয়ের দলে প্রবেশ করার আগে নিজের অধিনায়কত্ব নিয়ে দীর্ঘ বক্তব্য রেখেছিলেন আইয়ার। প্রাক্তন নাইট তারকা জানান, একজন অধিনায়ক হিসেবে দলের বাকি খেলোয়ারদের ওপর বিশ্বাস রাখাটা জরুরি। আসলে অধিনায়কের আচরণ দেখে একজন প্লেয়ার বুঝতে পারেন যে তিনি তাঁকে সমর্থন করছেন কিনা। শ্রেয়স বলেন, আমি এমন একজন অধিনায়ক, যে খেলোয়াড়দের সমর্থনে বিশ্বাসী। পরিস্থিতি যাই হোক না কেন আমি দলের বাকিদের সাথে সহজাত হতে ভালবাসি। আমি কখন কখন আউট অফ দ্য বক্স কল করে বসি। যা অনেকে কল্পনাতেও ভাবতে পারবেন না। আমি দেখেছি, এই পরিকল্পনা ফাইনালে দারুণ সাফল্য দিয়েছে।
অবশ্যই পড়ুনঃ তাড়িয়ে দিয়েছিল KKR, এবার সেই প্লেয়ারই ৬ ইনিংসে ৫টি সেঞ্চুরি করে গড়লেন রেকর্ড
হায়দরাবাদের ম্যাচে কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন আইয়ার?
2024 বর্ষের আইপিএল ফাইনালে শেষ হাসি হাসলেও ম্যাচের বেশ কিছু সাহসী সিদ্ধান্তের কারণে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল প্রাক্তন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ারকে। যার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্ত ছিল একের পর এক ভুল ডেলিভারি সত্বেও রাসেলকে দিয়ে বল করানো। এ প্রসঙ্গে আইয়ার বলেন, হায়দরাবাদের বিপক্ষে ফাইনাল ম্যাচে আন্দ্রে রাসেলকে দিয়ে বল করানোর কারণে কেকেআরের ডাগআউট থেকে অসংখ্য প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়েছিল তাঁর দিকে।
বলা হয়েছিল, SRH-এর বিপক্ষে মার খাওয়া সত্ত্বেও কেন রাসেলকে বল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে? আর এই প্রশ্নকে সামনে রেখেই শ্রেয়স বলেন, আমার মনে হয়, রাসেল প্রথম এবং দ্বিতীয় ওভারে রানের জন্য গিয়েছিল। দলের ক্ষতি হয়েছিল ঠিকই কিন্তু আমি জানতাম ও গেম চেঞ্জার। তাই যখন দলের বাকিরা মুখ থুবড়ে পড়ছে ঠিক সেই মুহুর্তে ওকে ওভার করাতে ফিরিয়ে আনি। এটা আমার কাছে আচমকা অস্ত্র প্রয়োগের মতো ছিল। আর তাতেই কাজ হয়েছে।