পার্থ সারথি মান্না, কলকাতাঃ গতবছর জুলাই মাসে আর পাঁচটা টেলিকম কোম্পানি যখন রিচার্জের দাম বাড়াতে ব্যস্ত তখন একমাত্র BSNL নিজের প্ল্যানের দাম অপরিবর্তিত রেখেছিল। এমনকি আজও কোনো প্রকার দাম বাড়েনি, উল্টে নিত্য নতুন সস্তার প্ল্যান লঞ্চ হয়ে চলেছে। আর এবার জানা গেল Airtel, Jio ও Vi এর মত কোম্পানিকে দশ গোল দিতে ধামাকা প্ল্যান লঞ্চ করেছে BSNL। যেখানে ডেটা ছাড়াই আনলিমিটেড কলিং ও এসএমএস থাকবে। কত টাকা রিচার্জ করতে হবে? জানতে আজকের প্রতিবেদনটি শেষ অবধি দেখুন।
ডেটা ছাড়া নতুন প্ল্যান লঞ্চ করল বিএসএনএল
বর্তমানে যে সমস্ত রিচার্জ প্ল্যান চালু রয়েছে তার সবেতেই কম বেশি ডেটা থাকে। অথচ এমন অনেক মানুষ আছেন যাদের ডেটা কোনো কাজেই লাগে না। এদিকে ডেটার জেরে দাম অনেকটাই বেড়ে যায়। তাই TRAI এর তরফ থেকে গ্রাহকদের স্বার্থে ডেটা ছাড়া রিচার্জ চালুর কথা বলা হয়েছিল। এবার সেই মত ডেটা ছাড়া রিচার্জ প্ল্যান লঞ্চ করল বিএসএনএল।
এই প্ল্যান দিয়ে রিচার্জ করলে একদিকে যেমন আনলিমিটেড কলিং পাওয়া যাবে সাথে প্রতিদিন বেশ বিনামূল্যে এসএমএসও করা যাবে। সেই সাথে লম্বা ভ্যালিডিটিও মিলবে। এখন নিশ্চই জানতে ইচ্ছা করছে কত টাকা দিয়ে রিচার্জ করতে হবে? উত্তর হল মাত্র ৪৩৯ টাকা।
BSNL Rs 439 Reharge এর সুবিধা
আপনি যদি একজন বিএসএনএল গ্রাহক হন আর এই রিচার্জ করেন তাহলে একেবারে ৯০ দিনের ভ্যালিডিটি পেয়ে যাবেন। অর্থাৎ প্রতিদিনের খরচ হবে মাত্র ৪.৮৭ টাকা। এর বিনিময়ে তিন মাস নিশ্চিন্তে কলিং ও এসএমএস করতে পারবেন একেবারে বিনামূল্যে। তাই যাদের ডেটার কোনো প্রয়োজন হয় না তারা এই রিচার্জ করলে অনেকটাই লাভাবন হবেন বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, BSNL এর তরফ থেকে আরও একটি রিচার্জ লঞ্চ করা হয়েছে। যেটা মাত্র ৪৯ টাকা। এই প্ল্যান দিয়ে রিচার্জ করে আপনি আনলিমিটেড ডেটা পেয়ে যাবেন। তবে এক্ষেত্রে ২৫ জিবি পর্যন্ত ডেটার স্পিড বেশি থাকবে তারপর স্পিড কমে যাবে। আর এই প্ল্যানের বৈধতা থাকবে ১ দিন।