Indiahood-nabobarsho

৪ দিন মেগা ব্লক, ৯৬ ঘণ্টা শিয়ালদা শাখায় বাতিল অজস্র লোকাল ট্রেন! তালিকা দিল পূর্ব রেল

Published on:

sealdah station train

পার্থ সারথি মান্না, কলকাতাঃ সাধারণ মানুষের যাতায়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম লোকাল ট্রেন। তাই যদি কোনো কারণে ট্রেন লেট করে বা ক্যানসেল হয় তাহলে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে নিত্যযাত্রীদের আগে থেকে ট্রেনের গন্ডগোল সম্পর্কে খবর না থাকলেই অসুবিধা হয়। আর এবার জানা যাচ্ছে, শিয়ালদহ লাইনে ৪ দিনের জন্য বাতিল করা হচ্ছে প্রচুর লোকাল। কোন ট্রেন বাতিল হল? জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

শিয়ালদহ লাইনে ৪ দিনে বাতিল একাধিক লোকাল | Train Cancelled In Sealdah |

যেমনটা জানা যাচ্ছে শিয়ালদহ-ডানকুনি লাইনে আগামী ২৩ শে জানুয়ারি থেকে ২৬ শে জানুয়ারি পর্যন্ত মোট ১০০ ঘন্টার ‘মেগা ব্লক’ করা হচ্ছে। এর ফলে একঝাঁক লোকাল ট্রেনের পাশাপাশি বেশ কিছু এক্সপ্রেস ট্রেনও বাতিল করা হয়েছে। একইসাথে কিছু এক্সপ্রেস ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে। রেল লাইনে কাজের জন্যই এই ‘মেগা ব্লক’ করা হচ্ছে বলে জানা যাচ্ছে। কাজ মিটে গেলে লাইনে গাড়ির গোত্রই আরও অনেকটা বেড়ে যাবে বলে জানানো হয়েছে রেলের তরফ থেকে।

শিয়ালদহ-ডানকুনি রুটের বাতিল ট্রেনের তালিকা

শিয়ালদহ থেকে ডানকুনি যাওয়ার ৩২২১২, ৩২২১৪, ৩২২১৬, ৩২২১৮, ৩২২২০, ৩২২২২, ৩২২২৪, ৩২২২৬, ৩২২২৮, ৩২২৩০, ৩২২৩২, ৩২২৩৪, ৩২২৩৬, ৩২২৩৮, ৩২২৪০, ৩২২৪১, ৩২২৪৪, ৩২২৪৬, ৩২২৪৮ ও ৩২২৫০ ট্রেনগুলি বাতিল ঘোষণা করা হয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

একই ভাবে ডানকুনি থেকে শিয়ালদহ যাওয়ার ৩২২১১, ৩২২১৩, ৩২২১৫, ৩২২১৭, ৩২২১৯, ৩২২২১, ৩২২২৩, ৩২২২৫, ৩২২২৭, ৩২২২৯, ৩২২৩১, ৩২২৩৩, ৩২২৩৫, ৩২২৩৭, ৩২২৩৯, ৩২২৪১, ৩২২৪৩, ৩২২৪৫, ৩২২৪৭ ও ৩২২৪৯ ট্রেনগুলি বাতিল করা হয়েছে। এই ট্রেনগুলি ছাড়াও শিয়ালদহ বারুইপুর রুটেরও বেশ কিছু ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছে। যার মধ্যে ৩২৪১১, ৩২৪১৩ ও ৩২৪১৪ এই ট্রেনগুলি থাকছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group