মাধ্যমিক পাসে কেন্দ্র সরকারের চাকরি, প্রায় ৫০০০ পদে নিয়োগ! সপ্তম পে কমিশন অনুযায়ী বেতন

Published on:

aiims recruitment notice for 4597 candidates

পার্থ সারথি মান্না, কলকাতাঃ সময়ের সাথে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়লেও আয় খুব একটা বাড়ছে না। এদিকে একটা ভালো চাকরি (Job) পাওয়াও দিন দিন মুশকিল হয়ে পড়ছে। তবে আপনি যদি চাকরিপ্রার্থী হন তাহলে আপনার জন্য সুখবর। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কয়েক হাজার গ্রূপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কি যোগ্যতার প্রয়োজন ও কীভাবে আবেদন করতে হবে? বিস্তারিত রইল আজকের প্রতিবেদনে।

AIIMS এর দফতরে শূন্যপদের বিজ্ঞপ্তি জারি । AIIMS Recruitment 2025

WhatsApp Community Join Now

৭ই জানুয়ারী অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সার্ভিসেসের তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে নূন্যতম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ হলেও আবেদন করা যাবে। তবে বিভিন্ন পদের ক্ষেত্রে যোগ্যতা ভিন্ন হবে। চলুন দেখে নেওয়া যাক বয়সসীমা থেকে যোগ্যতা ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত।

শূন্যপদের বিবরণ | AIIMS CRE Group B & C Recruitment 2025 |

যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাতে মোট ৪৫৯৭টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে মাল্টিটাস্কিং স্টাফ থেকে শুরু করে ফার্মাসিস্ট, স্টেনোগ্রাফার, ল্যাব অ্যাটেন্ডেন্ট, হাসপাতাল অ্যাটেন্ডেন্ট, হাউস কিপার, নার্সিং অ্যাটেন্ডেন্ট, টেকনিশিয়ান ইত্যাদি বিভিন্ন পদ রয়েছে। বিস্তারিতভাবে শূন্যপদের বিবরণ দেখতে হলে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে হবে। নিচে অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক দেওয়া রয়েছে।

বেতন

আবেদনকারীরা নিযুক্ত হলে তাদের পদের ভিত্তিতে বেতন দেওয়া হবে। এক্ষেত্রে বলে রাখা ভালো সপ্তম পে কমিশনের পে লেভেল ২ থেকে শুরু করে সর্বোচ্চ পে লেভেল ৮ পর্যন্ত বেতন দেওয়া হবে। এবার পদ অনুযায়ী বেতন দেখতে হলে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে হবে।

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা

বিজ্ঞপ্তি অনুযায়ী নূন্যতম মাধ্যমিক পাশ যোগ্যতা হলেই আবেদন করা যাবে। তবে পদের ভিত্তিতে নূন্যতম যোগ্যতা পরিবর্তন হবে। কিছু ক্ষেত্রে মাধ্যমিক, কিছু ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক তো কোথাও আবার স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রির প্রয়োজন রয়েছে। একইসাথে কম্পিউটারের দক্ষতা থেকে শুরু করে কাজের অভিজ্ঞতাও প্রয়োজন হবে।

আরও পড়ুনঃ রাঁধুনি, ওয়েটার, মিস্ত্রী পদে মাধ্যমিক পাসেই সরকারি চাকরি! আবেদন ২৪ ফেব্রুয়ারি অবধি

শূন্যপদগুলির জন্য আবেদন করতে হলে প্রার্থীর নূন্যতম বয়স ১৮ বছর হতে হবে। তবে পদের ভিত্তিতে কোনো ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ২৭ বছর, কোথাও ৩০ বছর এমনকি কিছু ক্ষেত্রে ৩৫ বছর পর্যন্ত রয়েছে। এছাড়াও SC, ST, OBC প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

আবেদনের পদ্ধতিঃ

AIIMS এর নিয়োগের জন্য আবেদন পদ্ধতি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমেই হবে। আবেদনের সম্পূর্ণ পদ্ধতি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা রয়েছে। তাই অবশ্যই খুঁটিনাটি সবটা পরে আবেদন করা উচিত।

আরও পড়ুনঃ শুরু করলেই প্রতিমাসে ১ লক্ষ টাকা পর্যন্ত আয়, দেখে নিন একেবারে ইউনিক ব্যবসার আইডিয়া

  • প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
  • রেজিস্ট্রেশন হয়ে যাওয়র পর লগ ইন করে সঠিক তথ্য দিয়ে আবেদন ফর্ম ফিলাপ করতে হবে।
  • ফর্ম ফিলাপ হওয়ার পর প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে। শেষে সবটা শুরু থেকে মিলিয়ে নিয়ে আবেদন সাবমিট করে দিতে হবে।
  • আবেদন সাবমিট করার পর আবেদনের ফি জমা করতে হবে। জেনারেল ও ওবিসি প্রার্থীদের জন্য ৩০০০ টাকা ফি লাগবে। SC, ST ও EWS প্রার্থীদের জন্য আবেদন ফি ২৪০০ টাকা লাগবে। তবে PWD প্রার্থীদের কোনো আবেদন ফি লাগবে না।

আবেদনের শেষ তারিখঃ ৩১.০১.২০২৫ 

নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Official Advertisement

সঙ্গে থাকুন ➥
X