শুরু করলেই প্রতিমাসে ১ লক্ষ টাকা পর্যন্ত আয়, দেখে নিন একেবারে ইউনিক ব্যবসার আইডিয়া

Published on:

capsule hotel unique business idea

পার্থ সারথি মান্না, কলকাতাঃ কাজের বাজারের যা অবস্থা তাতে একটা ভালো কর্মসংস্থান পাওয়া খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তাই অনেকেই নিজের মত করে ব্যবসা (Business) শুরুর চিন্তাভাবনা করছেন। কিন্তু কিসের ব্যবসা করবেন বা কম পুঁজিতে শুরু করে ভালো আয় করা সম্ভব সেটা নিয়ে চিন্তায় পরে যান অনেকেই। তবে এবার আর চিন্তার কিছু নেই, কারণ আজকের প্রতিবেদনে আপনার জন্য রইল একেবারে ইউনিক একটি ব্যবসার খোঁজ যেটা কম টাকায় যেমন শুরু করা যাবে তেমনি শুরু থেকেই ভালো ইনকামের গ্যারেন্টি!

ইউনিক ব্যবসার আইডিয়া । Unique Business Idea

WhatsApp Community Join Now

প্রতিদিনের ব্যস্ত কর্মজীবনের মাঝে একটু ছুটি পেলেই মানুষ ঘুরতে যেতে ভালোবাসে। বিশেষ করে সপ্তাহান্তে শনি ও রবিবার অনেকেই ছোটখাটো ট্রিপ করে থাকেন। আজকে আপনাদের যে ব্যবসা সম্পর্কে বলবে সেটাও আসলে ভ্রমণের সাথেই জড়িত। জানলে অবাক হবেন ২০২৫ সালেই ভারতে পর্যটনের ব্যবসায়ী ৩.৫ লক্ষ কোটি টাকার ব্যবসা হতে চলেছে। এক্ষেত্রে আপনার বাড়ি যদি ভালো কোনো পর্যটন কেন্দ্রের কাছে বা জমজমাট শহরে হয়ে থাকে আর কিছুটা ফাঁকা জায়গা থাকে তাহলেই হবে। সেই ফাঁকা জায়গায় একটি ক্যাপসুল হোটেল বা Modular Capsule বানিয়ে নিতে পারেন।

Moduler Capsule Hotel এর ব্যবসা

আজকাল অনেকেই বিরাট কোনো হোটেলের বদলে হোম স্টে বা এই ধরণের প্রাইভেট প্রপার্টিতে থাকতে পছন্দ করেন। সেক্ষেত্রে আপনার বাড়ির সামনে বা পিছনে যদি ফাঁকা জায়গা থাকে সেখানে কয়েক লক্ষ টাকা খরচ করেই একটি লাক্সারি থিমের ক্যাপসুল। বা চাইলে একটি বড় ঘরের মধ্যে পর পর কয়েকটি ছোট ছোট খোপের মত ক্যাপসুল বানিয়ে নিতে পারেন। এরপর অনলাইনে বিজ্ঞাপন দিয়ে বা হোটেল বুকিং সাইটে রেজিস্টার করলেই পর্যটকেরা আপনার ক্যাপসুল হোটেল বুকিং করতে পারবে।

আর পাঁচটা হোটেলের তুলনায় ক্যাপসুল হোটেল কম খরচে বুকিং করা যায় বলে বিদেশের মত ভারতেও এই হোটেলের চাহিদা দিন দিন বাড়ছে। বিশেষ করে যদি আপনি এয়ারপোর্ট, বড় কোনো স্টেশন বা পর্যটন স্থলের কাছে থাকেন তাহলেই একটি ক্যাপসুল প্রতিদিন ১০০০ থেকে ১৫০০ টাকায় ভাড়া দিতে পারেন। এছাড়া যদি লাক্সারি থিমের ক্যাপসুল তৈরী করেন যেখানে বিছানা, ছোট্ট একটা টেবিল ও বেশ সাজানো গোছানো ডেকোরেশন থাকবে তাহলে সেটার প্রতিদিনের ভাড়া আরও বেশি পেতে পারেন। অনেক কাপল আজকাল কোয়ালিটি টাইম কাটানোর জন্যও এই ধরণের ক্যাপসুল খোঁজেন।

কত টাকা আয় সম্ভব?

আপনি যদি লাক্সারি ক্যাপসুল বানিয়ে সেটা ভাড়ায় দেন তাহলে দিনে ২৫০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত চার্জ করতে পারবেন। সেক্ষেত্রে একটি ক্যাপসুল থেকেই আপনি মাসে ৯০,০০০ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। এছাড়া আপনি যদি একাধিক ক্যাপসুল বানিয়ে হোস্টেল পদ্ধতিতে চালু করেন সেক্ষেত্রে আয়ের সম্ভাবনা আরও বেশি। এক্ষেত্রে বিনিয়োগ যেমন বেশি হবে তেমনি মাসে লক্ষাধিক টাকা পর্যন্ত আয় সম্ভব।

কিভাবে বানাবেন ক্যাপসুল হোটেল?

যদি আপনি লাক্সারি ক্যাপসুল হোটেল বানাতে চান তাহলে প্রথমেই একটি ভালো লোকেশন খুঁজতে হবে। এক্ষেত্রে আপনার নিজের জায়গা থাকলেই সবচেয়ে বেশি সুবিধা। তারপর একজন ভালো আর্কিটেক্ট বা ডিজাইনারের সাথে যোগাযোগ করতে হবে। তার থেকে প্রয়োজন মত নকশা বানিয়ে নিতে হবে। এরপর কন্ট্রাক্টার দিয়ে ক্যাপসুল তৈরী করে নিতে হবে। সবটা মিলিয়ে কয়েক মাসের সময় লেগে যাবে। ক্যাপসুল তৈরী হয়ে গেলে তাতে বিছানা, ছোটখাটো টেবিল ইত্যাদি দিয়ে সাজিয়ে তারপর মার্কেটিং শুরু করতে হবে।

আরও পড়ুনঃ চিনকে বুড়ো আঙুল Apple-র, ভারতে তৈরি হল ১ লক্ষ কোটির iPhone! ঘুম উড়ল বেজিংয়ের

আর যদি ক্যাপসুল হোটেল বা হোস্টেল মত চালু করতে চান তাহলে অনেকটাই বিনিয়োগ করত হবে। প্রথমে একটি বড় ঘর বানিয়ে নিতে হবে। তারপর তাতে নির্দিষ্ট মাপের বক্স মত বানিয়ে তার ভিতরে বিছানা, লাইটিং, ইলেক্ট্রিক্যাল সমস্ত কাজ করার পর ডেকোরেশন করতে হবে। সব শেষে ক্যাপসুল বুকিংয়ের জন্য মার্কেটিং চালু করতে হবে।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পই হাতিয়ার, বাড়ি বসে কাজ করে ভালো আয় মহিলাদের

তবে ক্যাপসুল হোটেল একবার চালু করার পর বেশ কিছু জিনিস খেয়াল রাখতে হবে। প্রথমেই পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখতে হবে। এরপর অতিথিরা এলে তাদের আপ্যায়ন ও তাদের প্রয়োজন মত খাবার বা টুকিটাকি জিনিসের যোগান দেওয়ার জন্য লোক নিযুক্ত করতে হবে। কারণ ভালো পরিষেবা দিলে আপনার অনলাইনে রেটিং যেমন বাড়বে তেমনি লোকের মুখেও প্রচার হবে আর আরও বেশি লোকে ক্যাপসুল বুকিং করতে শুরু করবে।

সঙ্গে থাকুন ➥
X