পার্থ সারথি মান্না, কলকাতাঃ বিশ্বের সবচেয়ে বড় জনসমাগম হয় মহাকুম্ভ মেলাতে। প্রতিবছরের মত এবছরেও ১৩ জানুয়ারি ২০২৫ থেকে উত্তর প্রদেশের প্রয়াগরাজে কোটি কোটি মানুষের জমায়েত হয়েছে এই মেলায়। ৪৫ দিন ব্যাপী চলতে থাকা এই উৎসবে প্রায় ৪০ কোটি পুণ্যার্থীরা আসবেন। আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে তো বটেই বিদেশ থেকেও ভক্তরা হাজির হন পুণ্য স্নানের জন্য। তবে এবছর মহাকুম্ভের মেলা থেকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছেন এক ‘আইআইটি বাবা’ (IIT Baba)। কে তিনি? আর কেনই বা এত ভাইরাল হলেন? জানতে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।
মহাকুম্ভ থেকে ভাইরাল আইআইটি বাবা | Viral IIT Baba from Maha Kumbh Mela 2025
যেমনটা জানা যাচ্ছে, সন্ন্যাসী হলেও একসময় আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন তিনি। হরিয়ানার বাসিন্দা অভয় সিং মুম্বাই আইআইটিতে এরোস্পেস ও অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনার জন্য ভর্তি হয়েছিলেন। তাহলে কিভাবে সন্ন্যাসী হলেন অভয়? সংবাদ মাধ্যমের কাছে সেই গল্প খোলসা করেছেন তিনি নিজেই।
কিভাবে IIT থেকে সন্ন্যাসের পথে?
সংবাদ মাধ্যমের তরফ থেকে কিভাবে আইআইটি ইঞ্জিনিয়ার থেকে সন্ন্যাসী হলেন কাহিনী জানতে চাওয়া হয়েছিল। উত্তরে তিনি জানান, ৪ বছর মুম্বাইতে আইআইটির জন্য পড়াশোনা করেছিলেন। তারপর একসময় ফটোগ্রাফির দিকে চলে গিয়েছিলেন। ইঞ্জিনিয়ারিং থেকে আর্টসের দিকে চলে গিয়েছিলেন ‘থ্রি ইডিয়টস’ সিনেমার মত। অবশ্য ইঞ্জিনিয়ারিংয়ের পর ১ বছর কোচিংয়ে ফিজিক্স পড়িয়েছিলেন তিনি। কারণ ফটোগ্রাফির একটা ডিগ্রি লাগে। পড়ানোর পাশাপাশি সেই ডিগ্রির জন্য পড়াশোনা করেন।
Meet IITian Baba at the Maha Kumbh, who did Aerospace Engineering from IIT Bombay but left everything for spirituality.
Meanwhile, illiterate Leftists and Seculars mock Sanatanis. pic.twitter.com/vM0XI7rIFS
— BALA (@erbmjha) January 13, 2025
IIT বাবার মতে, এটাই শ্রেষ্ঠ রাস্তা। জ্ঞানের পিছনে চলতে থাকো শেষ অবধি এখানেই আসতে হবে। সব করার পরেও যখন মন স্থির হচ্ছিল না। তবে এখন তিনি বুঝতে পেরেছেন, এটাই আসল জ্ঞান। নিজের মন ও মানসিক স্বাস্থকে জানতে ও বুঝতে চাইলে আধ্যাত্মিকতায় শ্রেষ্ট পথ।
আরও পড়ুনঃ হারিয়ে যাচ্ছে সমুদ্রতট! সবথেকে ক্ষতির মুখে বঙ্গোপসাগর, বিস্ফোরক রিপোর্ট বিজ্ঞানীদের
প্রসঙ্গত, বর্তমানে প্রয়াগরাজে থাকলেও এর আগে তিনি বহু জায়গা ঘুরেছেন বলে জানা যাচ্ছে। বেশ কিছু মাস কাশীতে ছিলেন, ঋষিকেশেও থেকে এসেছেন। ভারতের একাধিক ধর্মস্থানে যোগ গিয়েছেন ও ধর্মীয় আচার আচরণে অংশ নিয়েছেন বলেই জানিয়েছেন আইআইটি বাবা অভয় সিং।
ISL-এ ভরাডুবির মাঝেই বড় পদক্ষেপ নিতে চলেছে ইস্টবেঙ্গল, চাপ বাড়বে মোহনবাগানের?