Indiahood-nabobarsho

যুক্ত হচ্ছে AI, পাইথন! ফের বদলাল উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রম, জানাল WBCHSE

Published on:

wbchse

প্রীতি পোদ্দার, কলকাতা: ২০২৩-২০২৪ উচ্চ মাধ্যমিক (Higher Secondary) শিক্ষাবর্ষে নতুন ভাবে সংযুক্ত করা হয়েছিল কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডেটা সায়েন্স। আর এই সকল নতুন বিষয়গুলি সেই সময় আগের উচ্চমাধ্যমিক সিলেবাসে থাকা কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের পাঠ্যক্রমে আমূল পরিবর্তন এনে দিয়েছে। সেই পরিবর্তন বেশ জটিল ঠেকেছে উচ্চমাধ্যমিক পড়ুয়াদের। অর্থাৎ আগে কম্পিউটারের যে বিষয়গুলি পড়ানো হত, যেমন-ডিস্ক অপারেটিং সিস্টেম বা DoS এবং অন্যান্য অ্যাপ্লিকেশনগুলি। পাশাপাশি এখন কম্পিউটারের যে বিষয়গুলি বহুল ব্যবহৃত হচ্ছে, সেগুলিও পাঠ্যক্রমে রাখা হচ্ছে। তার ফলে সমস্যায় পড়ছে কলা এবং বাণিজ্য শাখার পড়ুয়ারা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কম্পিউটার সংক্রান্ত সিলেবাসে বড় রদবদল

আসলে বর্তমানে কম্পিউটার এবং প্রযুক্তি নির্ভর যুগে সামঞ্জস্য রাখতে কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের পাঠ্যক্রমগুলিকে আরও অ্যাডভ্যান্স করা হচ্ছে। তাই তাদের কথা ভেবে আবারও পরিবর্তন করা হল সেই পাঠ্যক্রম। কিন্তু এই এডভ্যান্স বিষয়টি যাতে পড়ুয়াদের সময়োপযোগী, তথ্যসমৃদ্ধ করার পাশাপাশি বোঝার ক্ষেত্রে সহজ হয়, তার জন্য এবার বিশেষ নজর দিল শিক্ষা সংসদ। যাতে বিষয়টি পড়ুয়াদের কাছে সহজেই বোধগম্য হয়।

কী কী থাকবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের নয়া পাঠ্যক্রমে?

জানা গিয়েছে শিক্ষা সংসদের এই নয়া পাঠ্যসূচির মধ্যে কম্পিউটার অ্যাপ্লিকেশনে থাকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার কিছু বিষয়, পাইথন প্রোগ্রামিং এবং কম্পিউটার প্রোগ্রামিংয়ের অন্যান্য বিষয়। জানা গিয়েছে শিক্ষা সংসদের এই উদ্যোগের ফলে কলা এবং বাণিজ্য বিভাগের পড়ুয়ারাও এই কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বিভিন্ন তথ্য এবং সম্পর্কগত যুক্তিগুলো সহজেই বুঝতে পারবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কেন এই পরিবর্তন?

এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে কেন এত আমূল পরিবর্তনের দিকে নজর দিচ্ছে শিক্ষা সংসদ। আসলে অঙ্কের ক্ষেত্রে অনেক পড়ুয়ার মনে নানা ভীতি থাকে। তাই সেই ভীতি দূর করে যাতে পড়ুয়ারা কম্পিউটারের নানা বিষয় বুঝে ভবিষ্যতে এই বিদ্যা কাজে লাগাতে পারে, সেই উদ্দেশ্যেই এই পরিবর্তন আনা হয়েছে। ২০১২ সাল থেকে উচ্চ মাধ্যমিক স্তরে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়টি পড়ানো হয়। অঙ্কে যাদের ভয়, তাদের জন্যই চালু হয় এই বিষয়।

আরও পড়ুনঃ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেওয়ার দিন ঘোষণা, সঙ্গে নতুন ব্যবস্থার কথা জানাল পর্ষদ

কী বলছেন শিক্ষা সংসদের সভাপতি?

প্রসঙ্গত, বহুদিন ধরেই উচ্চ মাধ্যমিক স্তরে চালু ছিল কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়গুলি। কম্পিউটার সায়েন্স বিষয়টি মূলত বিজ্ঞান শাখার পড়ুয়াদের জন্য। তবে এই কম্পিউটার অ্যাপ্লিকেশন উচ্চ মাধ্যমিক স্তরে পড়তে পারত কলা এবং বাণিজ্য শাখার পড়ুয়ারা। এই বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, বর্তমানে প্রত্যেকেরই কম্পিউটার সম্পর্কিত জ্ঞান থাকা জরুরি। তাই কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়টি শিক্ষামূলক এবং সহজ করে তোলার জন্য পাঠ্যক্রম সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে সংসদ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group