Indiahood-nabobarsho

বাংলাদেশের দিক থেকে ভারতে আনা হচ্ছে ৬টি গ্রাম, আচমকাই বড় পদক্ষেপ নিচ্ছে BSF

Published on:

bsf

প্রীতি পোদ্দার, জলপাইগুড়ি: অশান্ত বাংলাদেশ। আর তার বড় প্রভাবও পড়ছে ভারত-বাংলাদেশ সীমান্তে। অভিযোগ উঠছে সীমান্ত পেরিয়ে ওপার বাংলার একের পর এক জঙ্গি বাংলা-সহ সারা দেশেই ছড়িয়ে পড়ছে। যার জেরে একের পর এক সতর্কবার্তা দিচ্ছে ভারত সরকার। ইতিমধ্যেই একের পর এক ভুয়ো পার্সপোর্ট কাণ্ডও সামনে আসছে। গ্রেফতার হয়েছে একাধিক অনুপ্রবেশকারী। তারই মধ্যে গত কয়েকদিন ধরেই সীমান্তে, কাঁটাতার দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠে এসেছে BGB এর বিরুদ্ধে। আর এই আবহে অবশেষে বেড়ার এপারে ঢুকতে চলেছে ছয়টি গ্রাম।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ছয়টি গ্রামগুলিকে বেড়ার ভিতরে আনতে ব্যাপক জটলা

সূত্রের খবর জলপাইগুড়িতে এইমুহুর্তে ১৯ কিলোমিটার সম্পূর্ণ সীমান্ত উন্মুক্ত। তার উপর ছ’টি গ্রাম কাঁটাতারের বেড়ার ওপারে। আর সেই ছয়টি গ্রামগুলিকে বেড়ার ভিতরে আনতে অন্তত ৩০ কিমি জুড়ে কাঁটাতার বসাতে হবে। এদিকে গত বছরের আগস্ট থেকে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত। তার মধ্যেই গত বছরের শেষের দিকে গ্রামগুলিকে বেড়ার ভিতরে নিয়ে আসার কাজ শুরু হয়েছে। সেই কাজেও আসতে চলেছে একের পর এক বাধা। যার মধ্যে ছিল কিছু জায়গায় বাসিন্দাদের জমি দেওয়া নিয়ে আপত্তি তো আবার কিছু জায়গায় BGB বা বাংলাদেশ সেনা বাহিনীর সঙ্গে জটলা। যার জেরে মাঝে কাজ অনেকটা থমকে গিয়েছে।

সমস্যায় সীমান্তের এলাকা বাসিন্দারা

যার ফলে ওই সীমান্ত এলাকার বাসিন্দারা বেশ সমস্যার মধ্যে পড়ে। দক্ষিণ বেরুবাড়ির মানিকগঞ্জের দিকে উন্মুক্ত সীমান্ত দিয়ে ক্রমেই ঢুকতে শুরু করে দুষ্কৃতীরা। নানা রকম অপরাধমূলক কাজের পাশাপাশি সেই এলাকায় বাড়তে থাকে চুরির দাপট। অন্য দিকে, কাঁটাতারের বেড়ার ওপারে থাকা ভারতীয় গ্রামের বাসিন্দাদের মূল ভূখণ্ডে ঢুকতে গেলেও বিএসএফের (Border Security Force) তল্লাশির মুখে পড়তে হয়। প্রতিটা পদক্ষেপে বেশ সমস্যায় পড়তে হয়। তাই এই আবহে এবার বেড়া দেওয়া নিয়ে এক বড় সিদ্ধান্ত গ্রহণ করল BSF।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সীমান্ত চৌকি তৈরির পরিকল্পনা BSF-র

জানা গিয়েছে সম্প্রতি BSF সিদ্ধান্ত নিয়েছে যে, বাংলাদেশে এইরূপ অশান্তির আবহে শীঘ্রই উন্মুক্ত সীমান্তে বেড়া দেওয়া হবে। এবং বাংলাদেশের দিকে থাকা ছয়টি গ্রামকে যত দ্রুত সম্ভব কাঁটাতারের বেড়ার ভিতরে আনা হবে। তাই সেক্ষেত্রে নতুন করে বেড়া দিতে হবে বলে BSF সূত্রে জানা যাচ্ছে। তার জন্য নতুন একটি চৌকিও বসানোর পরিকল্পনা করেছে BSF। এইমুহুর্তে সীমান্তের পাশের সড়ক দিয়ে সাইকেল নিয়ে টহলদারি চালান BSF জওয়ানেরা। কিন্তু এই টহলদারি যথেষ্ট নয়। এমনকি বেরুবাড়ি এবং মহাদেব সীমান্ত চৌকির মাঝে বিস্তীর্ণ এলাকায় নজরদারি বাড়ানো প্রয়োজন বলেও BSF এর দাবি। সে কথা ভেবেই এবার একটি সীমান্ত চৌকি তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ যাত্রীদের শৌচকর্মের জন্য ১০ মিনিট দাঁড়াবে ট্রেন! শিয়ালদা লাইনে ঐতিহাসিক সিদ্ধান্ত পূর্ব রেলের

সূত্রের খবর, গত শুক্রবার জলপাইগুড়ির জেলাশাসক শমা পারভীন জেলা প্রশাসন এবং সেখানকার বিডিওদের সঙ্গে ‘ভার্চুয়াল’ বৈঠক করেন। সেই বৈঠকে উঠে আসে সীমান্ত এলাকায় জমি-জট কাটানোর নির্দেশ। তার পরেই সীমান্তে গিয়ে বৈঠক এবং সমীক্ষা শুরু হয়।

আরও পড়ুনঃ নতুন পে কমিশন বদলে নয়া ফর্মুলায় বাড়বে DA, পেনশন, বেতন! সরকারি কর্মীদের লাভ না ক্ষতি?

সমীক্ষার মাধ্যমে জানা গিয়েছে জলপাইগুড়ির বেরুবাড়ি এলাকায় সীমান্তের দিকে গ্রামের জমির দর কাঠা প্রতি ৩৫-৪০ হাজার টাকা। এবার যদি ছয়টি গ্রাম অন্তর্ভুক্ত করার সময় কোনো বাসিন্দারা জমি দিতে আপত্তি করেন, তাহলে সেখানে জমির ক্ষতিপূরণ তিন থেকে পাঁচ গুণ করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে শুধু জলপাইগুড়ি নয়, কাঁটাতারের বেড়া নিয়ে বিতর্কের রেশ রয়েছে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়াতেও। সেখানে সীমান্তে কোনও নির্মাণ বা কাঁটাতারের বেড়া বসানোর প্রস্তুতি হচ্ছে কি না তার খেয়াল রাখছে BGB। এদিকে আবার কোচবিহারের মেখলিগঞ্জে বাংলাদেশের দহগ্রাম-আঙ্গারপোতা সীমান্তেও কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে আপত্তি করে অনেকে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group