শ্বেতা মিত্র, কলকাতাঃ ২০২৫ সাল শুরু হতে না হতেই বড় সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার। কেউ হয়তো ভাবতেও পারেনি যে সরকার এমন কোনও প্ল্যান করবে। আর এই সিদ্ধান্ত হল দেশের কিছু ব্যাঙ্ক নিয়ে। মূলত নতুন বছরে UCO ব্যাঙ্ক সহ দেশের এক ধাক্কায় ৫টি সরকারি ব্যাঙ্ক নিয়ে বড় কিছু করতে চলেছে কেন্দ্র (Central Government)। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কী সেই কাজ? তাহলে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।
দেশের ৫টি সরকারি ব্যাঙ্ক নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের
সূত্রের খবর, সরকার ইউকো ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, আইওবি-ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব এবং সিন্ধ ব্যাঙ্কের কিউআইপি অনুমোদন করেছে। প্রতিটি ব্যাঙ্কের কিউআইপি ২০০০ কোটি টাকা থাকতে পারে। এই তালিকায় অন্তর্ভুক্ত ব্যাঙ্কগুলির QIP চলতি ত্রৈমাসিকে আসতে পারে।
QIP কী?
এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে এই QIP জিনিসটি কী? তাহলে জানিয়ে রাখি, এই QIP কথাটির ফুল ফর্ম হল Qualified Institutional Placement। সংস্থাগুলি দেশীয় বাজার থেকে তহবিল সংগ্রহের জন্য কিউআইপি ব্যবহার করে। কিউআইপির জন্য বাজার নিয়ন্ত্রক অর্থাৎ SEBI-র অনুমোদনের প্রয়োজন নেই। কিউআইপির ক্ষেত্রে কোম্পানি নিয়ম অনুযায়ী শেয়ারের দাম নির্ধারণ করে। কিউআইপির দাম স্টকের ২ সপ্তাহের গড় মূল্যের চেয়ে কম হতে পারে না। কিউআইপি বীমা কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠানকে শেয়ার ইস্যু করতে পারে।
শেয়ার বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং উদ্যোগের মূলধন তহবিলগুলিতেও জারি করা হতে পারে। কিউআইপি সংস্থাগুলির তহবিল সংগ্রহের একটি সহজ এবং ব্যয়বহুল উপায় রয়েছে। শেয়ারের ভালো মূল্য নির্ধারণে বিনিয়োগকারীরাও লাভবান হচ্ছেন।
আরও পড়ুনঃ মেট্রোয় চেপে স্যাট করে পৌঁছে যাবেন হাওড়া টু শিয়ালদা, সময় লাগবে মাত্র …
কোন শেয়ারের কত দাম?
১। পাঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্কের শেয়ারের দামের কথা বলতে গেলে, বাজার বন্ধ হওয়ার কয়েক মিনিট আগে বাজারটি ১০% বেড়ে ৪৬.৬০ এ লেনদেন করছিল।
২। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের কথা বলতে গেলে, এটি ১৬.৮৫% লাভের সঙ্গে ৫৩.১১ এ ট্রেড করছে।
৩। ইউকো ব্যাঙ্কের শেয়ার প্রায় ১৪.৯৪% বৃদ্ধি পেয়েছে এবং ৪৪.৩২ টাকায় লেনদেন করছে।
৪। সেন্ট্রাল ব্যাঙ্কের শেয়ারও ১৯.৯৭% লাভের সাথে ৫৫.৭৬ টাকায় লেনদেন করছে।
৫। ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রও ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শেয়ারটি ৫৩.৬৭ টাকায় লেনদেন হচ্ছে।