বিক্রম ব্যানার্জী, কলকাতা: শহর কলকাতায় ভারত-ইংল্যান্ড (India Vs England) দ্বৈরথ। ঘরের কাছে বহুদিন জাতীয় দলের ম্যাচ দেখা হয়নি! তাই এবারে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে টিম ইন্ডিয়াকে খেলতে দেখার সৌভাগ্যটা দুহাতে লুফে নিতে মুখিয়ে রয়েছেন কলকাতাবাসী। তবে 22 জানুয়ারি ম্যাচ গড়ানোর আগে চিন্তার ভাঁজ বেড়েছে ইডেন গার্ডেন্স কর্মীদের কপালে। সমস্যার কারণ মূলত দুটি।
ইডেনে ভারত-ইংল্যান্ড ম্যাচ নিয়ে সংশয়!
চলতি মাসের 22 তারিখ থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ডের 5 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আর এই সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে কলকাতা ক্রিকেটের প্রাণকেন্দ্র ইডেন গার্ডেন্সে। সেই মতো ইতিমধ্যেই টিকিটের দাম ও বিক্রির তারিখ ঘোষণা করে দিয়েছে CAB। ম্যাচের নির্দিষ্ট তারিখের আগেই কলকাতায় পা রাখবেন সূর্যকুমার যাদবরা। তবে পরিকল্পনা ঠিকঠাক থাকলেও হাতে অল্প সময় থাকায় ঘুম উড়েছে ইডেনের মাঠ কর্মীদের। আদৌ ইডেনে ঠিকমত ম্যাচ আয়োজন করা যাবে কিনা তা নিয়েও তৈরি হয়েছে সংশয়।
যুদ্ধকালীন তৎপরতায় চলছে পিচ তৈরির কাজ
জানা যাচ্ছে, ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচের আগে মাঠ তৈরির জন্য মাত্র 16 থেকে 17 দিন সময় পেয়েছেন ইডেনের কর্মীরা। তাঁদের সিংহভাগেরই বক্তব্য, শীতকালে তাড়াতাড়ি ঘাস বাড়ে না। সময় লাগে। মূলত এই সময়ে (শীতকালে) মাঠ তৈরি করতে কমপক্ষে দেড় মাস মতো সময় দরকার। পিচের অবস্থা ঠিক না থাকলে আরও খানিকটা বেশি সময় প্রয়োজন। তবে গরম কালে কাজটা অনেক কম থাকায় 1 মাসের মধ্যে হয়ে যায়।
গত বছর শেষ বারের মতো সিনিয়র মহিলা দলের ওয়ানডে টুর্নামেন্ট হয়েছিল ইডেনে, সেই সাথে ক্রিকেটের নন্দনকাননেই আয়োজিত হয়েছিল অনূর্ধ্ব 19 কোচবিহার ট্রফির ম্যাচ। পাশাপাশি অনূর্ধ্ব 23 ওয়ানডের বেশ কয়েকটি ম্যাচও ইডেনেই হয়েছে। কাজেই দীর্ঘ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটের জন্য মাঠ তৈরি করতে গেলে পর্যাপ্ত সময় দরকার। কিন্তু এবারে সেই সময় পাননি ইডেনের মাঠকর্মীরা। তাঁদের বেশিরভাগই মত, আন্তর্জাতিক ক্রিকেটের জন্য যতটা সময় প্রয়োজন তার সিকি ভাগও পাওয়া যায়নি। তার ওপর শীতকালীন পিচে শিশিরের সমস্যা রয়েছে। সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে তোলার পাশাপাশি আপ্রাণ চেষ্টা করা হচ্ছে ইডেন পিচের চেনা চরিত্র ধরে রাখার। বোলার এবং ব্যাটসম্যান উভয়েরই যাতে কোনও রকম সমস্যা না হয় সেদিকে নজর রেখেই জোর কদমে চলছে মাঠ তৈরির বিরাট কর্মযজ্ঞ।
অবশ্যই পড়ুন: সুপারস্টার কালচার শেষ করতে চান গম্ভীর? অভিযোগ উঠতেই ডানা ছাঁটার প্রস্তুতি BCCI-র
ভারত-ইংল্যান্ড ম্যাচে বড় সমস্যা হতে পারে শিশির!
ভারত যাতে সুষ্ঠুভাবে ইংল্যান্ডের বিরুদ্ধে আক্রমণ শানাতে পারে তার জন্য পুরোদস্তুর কাজ চলছে ইডেন। তবে আসন্ন ম্যাচের জন্য মাঠ তৈরি হয়ে গেলেও সমস্যা বাড়াবে প্রকৃতি। হ্যাঁ, বিশেষজ্ঞ মহলের মতে, খেলা যেহেতু শীতকালে তাই টি-টোয়েন্টিতে শিশির বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। বলা হচ্ছে, সন্ধ্যা নামলেই শিশির পড়তে শুরু করে ইডেনে। মূলত আকাশ পরিষ্কার থাকলেই শিশিরের প্রকোপ বাড়ে। দীর্ঘস্থায়ী না হলেও অন্ততপক্ষে রাত 8টা পর্যন্ত ইডেনের মাঠ ভেজায় শিশির। তাই অভিজ্ঞ ক্রিকেটারদের বক্তব্য, 22 জানুয়ারির হাই ভোল্টেজ ম্যাচে প্রথমে ব্যাট করতে নামা দলকে যথেষ্ট ভোগান্তি পোহাতে হতে পারে। সেক্ষেত্রে ভারত যদি টস যেতে তবে অবশ্যই প্রথমে ফিল্ডিং ঘোষণা করে মাঠে নামতে হবে সূর্য কুমারদের।