প্রীতি পোদ্দার, ঢাকা: নতুন বছর পড়তে না পড়তেই সকলের মনে একরাশ আনন্দের যেন শুভ সূচনা হয়েছে। তার উপর প্রতি মাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম পর্যালোচনা করা হয়। সেক্ষেত্রে কোনও মাসে দাম বাড়ানো হয়, তো আবার কোনও মাসে তা কমানো হয়। সেক্ষেত্রে বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি থেকে একধাক্কায় অনেকটাই কমে রান্নার গ্যাসের দাম। সিলিন্ডার পিছু ১৬ টাকা করে দাম কমে এলপিজি (Liquefied petroleum gas) সিলিন্ডারের। এই আবহে কিছুটা স্বস্তি ফেরে মধ্যবিত্তের হেঁসেলে।
রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, ১ জানুয়ারি থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম অনেকটাই কমছে। কলকাতায় ১৯ কেজি ওজনের গ্যাসের দাম হয়েছে ১৯১১ টাকা। যেখানে ডিসেম্বরে এই দাম ছিল ১৯২৭ টাকা। এর আগে শেষবার গত জুলাই মাসে শেষবারের মতো বাণিজ্যিক গ্যাসের দাম কমানো হয়েছিল দেশে। তারপ থেকে টানা কয়েক মাস বেড়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। বেশ খুশি সকলে। কিন্তু এই আবহে বছরের শুরুতেই রান্নার গ্যাসের দাম বাড়ল বাংলাদেশে।
বেসামাল বাংলাদেশ!
এমনিতেই উত্তপ্ত বাংলাদেশ। গত বছরের আগস্ট থেকেই নানা কারণে ঝামেলা লেগেই রয়েছে বাংলাদেশে। শেখ হাসিনার গদি ছাড়ার পরেও থামেনি দ্বন্দ্ব। ব্যর্থ হয়ে মুহাম্মদ ইউনূস সরকারও। যার ফলে জিনিসপত্রের দামও চড়া হারে বাড়ছে। ভারতের সঙ্গেও সম্পর্কে খারাপ প্রভাব পড়ছে ওপার বাংলায়। আর এই সময়েই অনেকটাই বাড়ল রান্নার গ্যাসের দাম।
একধাক্কায় সিলিন্ডার পিছু দাম বাড়ল অনেকটাই
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা BERC গত ২ জানুয়ারি প্রথমে LPG গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করেছিল ১ হাজার ৪৫৫ টাকা। কিন্তু গতকাল অর্থাৎ মঙ্গলবার সেই সিলিন্ডার পিছু দামের সঙ্গে ভ্যাট যোগ করে নতুন এলপিজি গ্যাসের দাম ঘোষণা করা হল। জানা গিয়েছে রান্নার গ্যাসে সিলিন্ডার পিছু দাম বাড়ল ৪ টাকা। অর্থাৎ দাম বৃদ্ধির পর এখন LPG সিলিল্ডারের দাম গিয়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৫৯ টাকা।
আরও পড়ুনঃ বছরের শুরুতেই শোরগোল, UCO সহ ৫ ব্যাঙ্ক নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত কেন্দ্রের
অন্যদিকে বেসরকারি LPG গ্যাস সিলিন্ডারের প্রতি কেজিতে গ্যাসের দাম গিয়ে দাঁড়িয়েছে ১২১ টাকা ৫৬ পয়সা। কিন্তু এই দাম ভ্যাট বৃদ্ধির আগে অনেক কম ছিল। আগে LPG গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১২১ টাকা ১৯ পয়সা। পাশাপাশি রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা গ্যাসের দাম ১১৭ টাকা ৮১ পয়সা নির্ধারণ করা হয়েছে। এবং অটো গ্যাসের দাম লিটার প্রতি বাড়িয়ে ৬৭.২৭ টাকা নির্ধারণ করা হয়েছে। যেখানে আগে এই অটো গ্যাসের দাম লিটার প্রতি ৬৬.৭৮ টাকা ছিল।