শ্বেতা মিত্র, কলকাতাঃ দীর্ঘ প্রতীক্ষিত মহাকুম্ভ মেলা (Maha Kumbh Mela 2025) শুরু হয়ে গিয়েছে। দেশ বিদেশ থেকে আসা কয়েক লক্ষ মানুষ এই কুম্ভ-এর মেলায় এসে সামিল হয়েছেন। মহাকুম্ভর পুণ্যতিথিতে মহাসঙ্গমে স্নান করতে ভিড় জমিয়েছেন কয়েক লক্ষ মানুষ। কিন্তু এতকিছুর মাঝেও একজন মহিলাকে নিয়ে চর্চার শেষ নেই। সুন্দরী রমণীই বলা চলে। তাঁকে এক কথায় ইয়ং সন্ন্যাসীনি বলা যায়। তাঁকে নিয়ে নিয়ে এখন সমগ্র নেট দুনিয়া কাঁপছে। কে এই সুন্দরী রমণী? কী কাজ করেন বা করতেন তিনি? জেনে নিন বিশদে।
মহাকুম্ভ থেকে ভাইরাল সুন্দরী রমণী
মহাকুম্ভের এই শুভ উৎসব চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী পৌঁছে যাচ্ছেন প্রয়াগরাজে। এই সবের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে প্রয়াগরাজের ৩০ বছরের সাধ্বীর একটি ভিডিও। ভাইরাল হওয়া এই সুন্দরী সাধ্বীর নাম হর্ষা রিচারিয়া। হর্ষা তার সৌন্দর্যের কারণে সোশ্যাল মিডিয়ায় শিরোনামে রয়েছেন।
হর্ষা রিচারিয়া নামের এই সন্ন্যাসীনি সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয়। ফেসবুকে সাধ্বী হর্ষা ফলোয়ারের সংখ্যা ৫.৩ হাজার। হর্ষা রিচারিয়ার ইনস্টাগ্রাম বায়ো অনুসারে, তিনি আচার্য মহামণ্ডলেশ্বর স্বামী শ্রী কৈলাশানন্দগিরি জি মহারাজের শিষ্য এবং নিরঞ্জনী আখড়ার সঙ্গে যুক্ত।
মহাকুম্ভের ছবি ভাইরাল
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, আচার্য মহামণ্ডলেশ্বর স্বামী শ্রী কৈলাশানন্দগিরি জি মহারাজের সঙ্গে কুম্ভে স্নান করছেন ওই মহিলা। এক ভিডিওতে তিনি জানান, এই মুহূর্তে তার বয়স ৩০ বছর। ইনস্টাগ্রাম বায়োতে, হর্ষ রিচারিয়া নিজেকে একজন অ্যাঙ্কর, প্রভাবশালী হিসাবে বর্ণনা করেছেন।
ইনস্টা বায়ো অনুযায়ী, সাধ্বী হর্ষ রিচারিয়ার জন্ম হয় ২৬ মার্চ। ২০০৮ সালে তিনি সঞ্চালিকার ভূমিকাও পালন করেন। এ ছাড়া অভিনয়েও নিজের জাদু দেখিয়েছেন তিনি। ভক্তিমূলক গানের অ্যালবামেও অভিনয় করতে দেখা গেছে তাকে।