শিক্ষক, শিক্ষাকর্মীদের ছুটি বাতিল! আচমকাই কড়া নির্দেশিকা জারি মধ্যশিক্ষা পর্ষদের

Published on:

notice by wb secondary education board for no leave during madhyamik exam for teachers and teaching staffs

পার্থ সারথি মান্না, কলকাতাঃ সরকারি চাকরি মানেই সকলে জানেন ছুটিই ছুটি। উৎসব পার্বণে তো ছুটি আছেই, সাথে ব্যক্তিগত কারণেও ছুটি নেওয়া যেতেই পারে। কিন্তু এবার রাজ্যের সরকারি স্কুলের শিক্ষকদের জন্য এল দুঃসংবাদ। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কোনো ছুটি নেই শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে শিক্ষাকর্মীদের। ইতিমধ্যেই এই মর্মে নির্দেশিকা জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ।

মাধ্যমিকের সময় শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ছুটি বাতিল

WhatsApp Community Join Now

হ্যাঁ ঠিকই দেখছেন, আজ বুধবার মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকেই নির্দেশিকা জারি করে জানানো হয়েছে এই পরীক্ষা চলাকালীন সময়ে যে স্কুলগুলি পরীক্ষাকেন্দ্র হবে সেখানে যথাযথ কারণ ছাড়া ছুটি দেওয়া হবে না শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের। অবশ্য বিশেষ কিছু ক্ষেত্রে এই নিয়মের ছাড় পাওয়া যাবে।

ছুটি পেতে মানতে হবে শর্ত

কর্মীর সন্তান যদি মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী হয় তাহলে ছুটি পাওয়া যাবে। তবে এর জন্য ছুটির আবেদনের সাথে পরীক্ষার রুটিন থেকে শুরু করে অ্যাডমিট কার্ড সহ প্রয়োজনী নথি জমা করতে হবে। এছাড়া মা বাবা দুজনেই যদি শিক্ষকতার পেশার সাথে যুক্ত থাকেন বা শিক্ষাকর্মী হন তাহলে যে কোনো এক জন ছুটি পাবেন।

যদি পরীক্ষার সময় ছুটির প্রয়োজন হয় হলে কমপক্ষে ৩ সপ্তাহ আগে থেকে আবেদন করতে হবে। এক্ষেত্রে যদি ছুটি মঞ্জুর হয় তাহলে উক্ত শিক্ষক বা শিক্ষাকর্মীদের সন্তান পরীক্ষার্থীকে হলে তাকে প্রশ্নপত্র বিতরণ বা প্যাকেট খোলার মত কাজও দেওয়া হবে না।

বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির প্রতিক্রিয়া

এদিনের নির্দেশিকা দেখার পর বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন বাবু জানান, পর্ষদের নির্দেশ অনুযায়ী সন্তান প্রতিপালনের জন্য ছুটির কথা বলা হয়েছে। তবে যদি কেউ অসুস্থ হয়ে পড়েন বা কোনো কারণ দুর্ঘটনাগ্রস্ত হন তাহলে কি হবে? এক্ষেত্রে স্পষ্ট করে নির্দেশিকা দিলে ভালো হয়। আমরা অহেতুক ছুটি নেওয়ার বিপক্ষে তবে এই নির্দেশকে হাতিয়ার করে প্রধান শিক্ষক-শিক্ষিকা দমনপীড়ন চালাতে পারেন।

আরও পড়ুনঃ টিকিট না থাকলে স্টেশনেই ‘স্পট টিকিট’ দিচ্ছেন TTE, শিয়ালদা লাইনে বিরাট ব্যবস্থা পূর্ব রেলের

প্রসঙ্গত, এবছর ১০ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হেব ৩০শে জানুয়ারি সকাল ১১টা থেকে বিকেল ৫টা অবধি। এরপর ১০ তারিখ প্রথম ভাষা দিয়ে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা, ২০ তারিখ পর্যন্ত মূল বিষয়ের পরীক্ষা। আর চলবে ২২ তারিখ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে।

সঙ্গে থাকুন ➥
X